হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক "মাইক" রিভিউ করার জন্য। এর নাটকের ২৬টি পর্বের, তার মধ্যে আজকে ৪থ পর্বটি রিভিউ করে উপস্থাপন করব। আশা করি, আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।
নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | মাইক |
---|---|
রচনা ও পরিচালনা | মোঃ মোস্তফার কামাল রাজ |
সহকারি পরিচালক | তৌফিক আহমেদ মাসুম |
অভিনয়ে | মোশাররফ করিম, তিশা, মীর সাব্বির, মৌসুমী বিশ্বাস, ডক্টর এজাজুল ইসলাম, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, মৌ, সিদ্দিকুর রহমান, নুপুর, সোহেল খান, তুলি, রিফাত চৌধুরী, রাজু, সবুজ সহ আরো অনেকে |
ধরণ | কমেডি নাটক |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
রিভিউ | ৪থ পর্ব |
দৈর্ঘ্য | ১৭ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @ATNBanglaDharabahik চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম
- তিশা
- সিদ্দিক
- সোহেল সহ আরো অনেকে
কামরুলের মোবাইলের দোকানে কামরুলের অন-উপস্থিতিতে আলকাছের শালিকা কথা বলতে এসেছে। কথা বলা হয়ে গেলে কত বিল হয়েছে জানতে চাই। কিন্তু সিদ্দিক টাকা-পয়সা নিতে চায় না। সে মুহূর্তে দোকানে এসে উপস্থিত হয়েছে কামরুল। মেয়ে মানুষের প্রতি এমন সহানুভূতি দেখিয়ে যদি বিল না নেয় তাহলে তাদের ব্যবসা অনেক লসে চলে যাবে। বিষয়টা কামরুলের কাছে খারাপ লেগেছে। ব্যবসা কামরুলের। আর ছোট ভাইটা যদি এমন করে তাহলে তো তাদের অনেক ক্ষতি।
কামরুলের ভাই ডাক্তার মাঠের রাস্তা হয়ে বাড়ি ফিরছে। প্রচন্ড রোদ গরমে ছাতাটা মাথার উপর ধরে চলছে। পথের মধ্যে আলকাছ এর সাথে দেখা। আলকাস সবসময় চোখে চশমা রাখে, এভাবে চোখে চশমা রাখলে চোখের ক্ষতি হতে পারে। বিষয়টা কামরুলের ভাই ডাক্তার সাহেব বুঝিয়ে বলে। কিন্তু আলকাস সৌদি আরবের উদাহরণ দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করে। এই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি সৃষ্টি হয়। পর্যায়ে আলকাছ পরাজিত হয় ডাক্তারের কথার সাথে। তাই সে ঘটনা স্থল থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করল মোবাইলে হ্যালো হ্যালো করে।
ডাক্তার মনে করেছিল বর্তমান যে রানিং চেয়ারম্যান রয়েছে সেই ব্যক্তি না হয়ে সামনে উপস্থিত এই ব্যক্তি এলাকার চেয়ারম্যান হলে অনেক উপকার হত। তাদের রানিং চেয়ারম্যান গম চোর। যে ব্যক্তি ফেল করেছে উনি খুবই ভালো মানুষ। কথার ভঙ্গিতে যা বোঝা গেল ডাক্তার এই ব্যক্তির পক্ষে রয়েছে। রানিং চেয়ারম্যান তার লোকজন দিয়ে একটি গরু ধরে খোয়ারে দেওয়ার চিন্তা করছে। ইতিমধ্যে সামনে উপস্থিত হয় বিরোধী চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান তার সাথে চোখ গরম করে বেশ অনেক কথা বলল। এর থেকে বোঝা গেল চেয়ারম্যান তার পাওয়ার দেখালো বিরোধী প্রার্থীকে।
কামরুলের যখন ইচ্ছে হয় প্রেমিকাকে দেখব। সে তখনই তার মাইকে ইঙ্গিত পূর্ণ শব্দ উচ্চারণ করে প্রেমিকাকে ডাকে। এদিকে প্রেমিকা উপস্থিত হয়ে বের হয়ে পড়ে প্রেমিকের ডাকে। কিন্তু পথের মধ্যে প্রেমিকার ভাই তার পথ আগলে দাঁড়ায় এবং আলতু ফালতু কথা বলে ঘটনা বলা শুরু করে দেয় যেটা মোটেও নায়িকা পছন্দ করে নাই। ভাইয়ের বকবকানি শুনে বিরক্ত হয়ে অতঃপর মুক্তি পায়। এরপর প্রেমিকের সাথে দেখা করতে আসে। এখানে দুজনার মধ্যে প্রেম ভালোবাসার এক অন্যরকম মায়ার টান লক্ষ্য করা গেছে।
মাইক নাটকের চতুর্থ পর্ব টা আমরা লক্ষ্য করে দেখেছি বেশ কয়েকটা পর্যায়ে বিভক্ত রয়েছে। একটি পর্যায়ে আমরা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে চেয়ারম্যানের চেয়ারম্যান পাওয়ার দেখানো। আরেকটু পর্যায়ে আমরা খেয়াল করে দেখেছি আলকাছ তার বিদেশের অহংকার প্রকাশ করল। এদিকে ডাক্তার সাহেব তার সুন্দর সুপরামর্শ দেয়ার চেষ্টা করে আলকাছ কে। সবশেষে খেয়াল করেছি প্রেমিক তার প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য ইঙ্গিত পূর্ণ শব্দ করে মাইকে ডাক দিয়ে নির্দিষ্ট একটি লোকেশনে উপস্থিত হয়। এ নাটকের অভিনয়টা আমি সবচেয়ে বেশি পছন্দ করে থাকি গ্রামীন পরিবেশ তাই। মাইকের ব্যবসায়ী দুইজনা অনেক সুন্দর ভাবে গান বাজায়। লোকজনকে সহযোগিতা করে। কথা বলার সুযোগ করে দেয়। লোকজনকে মাইকে ডেকে কথা বলানোর ব্যবস্থা করে রেখেছে। এর মধ্যে দিয়ে প্রেমটাকে ধরে রাখার চেষ্টা। এখানে যেন সুন্দর অভিনয়ের প্রকাশ মেলে। প্রত্যেক জনের নিজ নিজ অভিনয়ের কৌশল ছিল অনেক দক্ষতা সম্পন্ন। সবকিছুর মাঝে কামরুলের ছোট ভাইটার কান্না করার স্বভাবটা যেন মুগ্ধ করে তোলে। কিছু একটা কথা বললে কান্না করে ফেলে। এটা খুবই চমৎকার বিষয়। তাই আমার কাছে নাটকের সম্পূর্ণ অভিনয় গুলো অনেক ভালো লাগে।
নাটক রিভিউ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার সংক্ষিপ্ত পরিচয়
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUyLPPXmoGdQSQ6TnV7YKa1vHx7vrwpopsdoQGBTxLFR4/1000002446.jpg)
আমার আজকের টাস্ক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই মোশাররফ করিমের নাটক গুলো দেখি।উনি নাটক জগতের আইডল। আপনার নাটক রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো। নাটক রিভিউ পড়ে মনে হলো নাটকের কাহিনী অনেক সুন্দর এবং অনেক রোমাঞ্চকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit