৪০ স্টিম পাওয়ার বৃদ্ধি

in hive-129948 •  2 days ago 




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাওয়ার বৃদ্ধি করে দেখানোর জন্য। আজকে আমি আমার একাউন্টে চল্লিশ লিকুইটি স্টিম পাওয়ার বৃদ্ধি করে দেখাবো। আশা করবো সবাই সঙ্গে থাকবেন এবং আমার পাওয়ার বৃদ্ধি দেখবেন।


1000003697.jpg


স্টিমিক প্ল্যাটফর্মে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই। যত বেশি বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি বেশি যেন নিজের কার্যক্ষমতা তৈরি। আমি প্রথম যখন স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে জেনেছিলাম, তখন পাওয়ার সম্পর্কে অবগত হয়েছিলাম। কিন্তু পাওয়ারের গুরুত্ব যে এত বেশি, সেভাবে বুঝতাম না। যখন এবিবি স্কুলে ভর্তি হলাম, তখন আবার মধ্য থেকে ধোঁয়াশা রুপি জড়তা দূর হতে থাকলো। বিভিন্ন ইউজারদের পাওয়ার বৃদ্ধি করতে দেখে, সিট পড়ে, বিভিন্ন পোস্ট ও ইউজারদের আইডি দেখার মধ্য দিয়ে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম পাওয়ারের কত মূল্য। সেই থেকে আবারও ইচ্ছে আমি সক্রিয়ভাবে স্টিমিট প্ল্যাটফর্মে যোগদান করব। প্রতিনিয়ত যেন কমিউনিটির নিয়ম মেনে কাজ করে যেতে পারি। সেই প্রতিজ্ঞা নিয়ে একের পর এক ক্লাস গুলো ভালোভাবে করলাম এবং পাস করে ভেরিফাইড হলাম। কিন্তু একটা সময় মোবাইলের সমস্যা জনিত কারণে পিছিয়ে গেলাম। যাই হোক মোবাইলের সমস্যা সমাধান করে আবারও নিয়মিত একটিভ হওয়ার সুযোগ করে নিয়েছি। আর সেই সুযোগে পাওয়ার বৃদ্ধি করার কার্যক্রম অব্যাহত রাখলাম। প্রথমত আপনারা আবার ওয়ালেটের লিকুইড স্টিমের দিকে তাকালে দেখতে পারবেন সেখানে 40 স্টিম রয়েছে। আমি পুরোটাই পাওয়ার আপ করতে চাই। তাই পাশে থাকার ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম। সামনে একটি চাট ওপেন হল। সেখানে পাওয়ার আপ অপশন রয়েছে। আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করলাম।

1000003677.jpg


এবার আমি দেখতে পারলাম নির্দিষ্ট একটা পেজ ওপেন হলো এবং সেখানে পাওয়ার বৃদ্ধির জন্য অ্যামাউন্টের ঘর রয়েছে। আমি এমাউন্টের ঘরে পুরো লিকুইড স্টিমের এমনটা বসিয়ে দিলাম। আবার ওয়ালেটে লিকুইড স্টিম 40 রয়েছে। আমার পাওয়ার মাত্র ৪৮, তাই এর সাথে নতুন মাত্রা যুক্ত করতে চলেছি। পাওয়ার আপ অপশনে ক্লিক করলাম। এরপর আরও একটি পেজ ওপেন হল এবং সেখানে নিশ্চিত হওয়ার জন্য দেখে নিলাম এরপর ওকে অপশনে ক্লিক করে দিলাম।

1000003679.jpg

1000003681.jpg


আমার স্টিমেট ওয়ালেট "এক্টিভ কী" দিয়ে লগইন করা থাকায় কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়ার আপ হয়ে গেল। এরপর আমি লক্ষ্য করে দেখলাম লিকুইড স্টিম এর জায়গাটা খালি হয়ে পাওয়ার আপ অপশনে যুক্ত হয়ে গেল। আর এভাবেই লিকুইড ৪০ স্টিম, ৪৮ স্টিম পাওয়ারের সাথে যুক্ত হয়ে ৮৮ স্টিম পাওয়ার হয়ে গেল। এতে আমি আরো একধাপ এগিয়ে গেলাম পাওয়ারের দিক থেকে।

1000003683.jpg

1000003685.jpg




বিশেষ তথ্য


পূর্ব এসপি৪৮
পাওয়ার আপ৪০
বর্তমান এসপি৮৮
২০২৫ সালের টার্গেট৩০০০ এসপি



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক বড় এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করেছেন ভাইয়া। আপনার পাওয়ার বৃদ্ধির পোস্ট দেখে খুবই ভালো লেগেছে। নিজের আইডির সক্ষমতা তৈরি করতে এভাবেই পাওয়ার বৃদ্ধি করা প্রয়োজন।

জি আপু একটু বড় এমাউন্ট ছিল।

আমার আজকের টাস্ক

1000003671.jpg

1000003673.jpg

1000003675.jpg

পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার আপের কোন বিকল্প নেই। ৪০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। ধন্যবাদ আপনাকে পাওয়ার আপ পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ আপু।

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি বড় এমাউন্টের স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। চল্লিশ স্টিম পাওয়ার আপ করে আপনি আরো একধাপ এগিয়ে গেলেন। আপনি আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখেন, আপনার জন্য শুভকামনা রইলো।

ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। আশা করব এভাবে উৎসাহ দিয়ে আরো সহযোগিতা করবেন।

পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনি ৪০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার ধারাবাহিকতা ধরে রাখলেন। এর মাধ্যমে আপনার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

ঠিক বলেছেন ভাইয়া।

ভাইয়া আপনি আজ ৪০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপের বিকল্প আর কিছু নেই। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। নিজের একাউন্ট কে শক্তিশালী করতে আমাদের সবার উচিত অল্প হলেও পাওয়ার আপ করা। আপনি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো আমার।

যত বেশি পাওয়ার আপ,তত বেশি সক্ষমতা বৃদ্ধি।এই প্লাটফর্মে টিকে থাকার জন্য আমাদের সকলের উচিত পাওয়ার আপ করা। আজ আপনি ৪০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ পাওয়ারের কোন বিকল্প নেই।

টার্গেট কে সামনে রেখে আজকে আপনি আমাদের মাঝে পাওয়ার বৃদ্ধি করে দেখিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। আমাদের সকলের উচিত সুযোগ বুঝে এভাবে পাওয়ার বৃদ্ধি করে নিজের আইডি সক্ষমতা তৈরি করে নেওয়া।

ঠিক বলেছেন ভাইয়া।

বেশ বড় এমাউন্টের একটি পাওয়ার আপ করলেন আপনি আজকে। পাওয়ার আপ করা খুবই জরুরী স্টিমিট প্ল্যাটফর্মের জন্য। কারণ দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। সুন্দর ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন। আশা করি বেশ ভালোভাবে এগিয়ে যেতে পারবেন।

হ্যাঁ আপু চেষ্টা করেছি একটু বড় অ্যামাউন্ট পাওয়ার করতে।

আসলেই লক্ষ্য না থাকলে কোন গন্তব্যে পৌঁছানো সম্ভব না ।আপনি দেখছি চল্লিশ স্টিম পাওয়ার আপ করেছেন । এভাবেই এগিয়ে যান দেখবেন খুব শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছাবেন।

একদম ঠিক বলেছেন।

আপনার ওয়ালেটে ৪০স্টিম ছিল, সেটা সম্পূর্ণটাই পাওয়ার আপ করে দিয়েছেন দেখে তো বেশ ভালো লাগলো ভাইয়া। এভাবে পাওয়ার আপ করতে করতেই আপনি নিজেকে সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।এতে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে।

দোয়া করবেন আপু। জানি বেশি বেশি করে পাওয়ার করতে পারি।

আমরা সকলেই পাওয়ার আপ করতে ভালোবাসি। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আশাকরি পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখবেন। এভাবে পাওয়ার আপ করলে আশাকরি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।

একদম ঠিক বলেছেন আপনি।

আসলেই স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘ মেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। আপনি ৪০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৮৮+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি এই সিজনে আপনি ৩,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।