নাটক রিভিউ || মাইক || ০৩ তম পর্ব

in hive-129948 •  15 days ago 




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক "মাইক" রিভিউ করার জন্য। এর নাটকের ২৬টি পর্বের, তার মধ্যে আজকে ৩য় পর্বটি রিভিউ করে উপস্থাপন করব। আশা করি, আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।


1000006681.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামমাইক
রচনা ও পরিচালনামোঃ মোস্তফার কামাল রাজ
সহকারি পরিচালকতৌফিক আহমেদ মাসুম
অভিনয়েমোশাররফ করিম, তিশা, মীর সাব্বির, মৌসুমী বিশ্বাস, ডক্টর এজাজুল ইসলাম, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, মৌ, সিদ্দিকুর রহমান, নুপুর, সোহেল খান, তুলি, রিফাত চৌধুরী, রাজু, সবুজ সহ আরো অনেকে
ধরণকমেডি নাটক
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
রিভিউ৩য় পর্ব
দৈর্ঘ্য১৭ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @ATNBanglaDharabahik চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • তিশা
  • সিদ্দিক
  • সোহেল সহ আরো অনেকে


সংক্ষিপ্ত কাহিনী বিশেষ


কামরুল তার মোবাইলের দোকানে জোরে জোরে মাইকে গান বাজায়। এজন্য চেয়ারম্যান তার বড় ভাইয়ের কাছে নালিশ দিয়েছে। বড় ভাই বাড়িতে এসে ভাবির কাছে বলেছে। ভাবি তাকে আস্তারকম বকা দেয়। কামরুল কিছুতে ভাবির কথা মান্য করেনা। এরপর বড় ভাই তাকে আস্তা রকম বকা দিতে থাকে। ব্যবসা করবে ঠিক আছে তাই বলে জোরে গান চালিয়ে মানুষকে বিভ্রান্তি করবে এটা তো ঠিক নয়। কিন্তু কামরুলের কথা সে কখনো কাউকে বিভ্রান্তি করে না। সময় বুঝে গান চালায়। একলা দোকানে বসে থাকা বেশ কঠিন ব্যাপার। তাই মন ভালো রাখতে গান চালায়। সে ভালো গান শুনতে থাকে। মানুষের লেখাপড়ার সময় সে গান চালায় না। তারপরও তার ভাই তাকে গান চালাতে নিষেধ করে।

1000006683.jpg

1000006687.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


এদিকে আলকাছের শালার নাম দুলাল। আবার আলকাছের কাজের ছেলেটার নাম দুলাল। আলকাছ এর শালা এই বিষয়টা ধরা বাধা করে। বড় বোনে কাছে বিষয়টা তুলে ধরে। বিষয়টা সত্যি ভাবার বিষয়। এদিকে তার একটা সাইকেল প্রয়োজন। বড় বোন বলে আমার ভাই সাইকেল চালাবে কেন মোটরসাইকেল কিনে দেবো দুলাভাইকে বলে। নামের বিষয়টাও সে দেখে নিবে। আলকাছ বিষয়টা সমাধান করার জন্য। শালা এবং কাজের ছেলেটাকে ডাকলো। এরপর কাজের ছেলেটার নাম চেঞ্জ করে আলাইল্লাহ করে দিল। এরপর সমাধানের বিষয় তার বউকে জানাই। তার বউ বেশ খুশি হয়। আলকাছ এর বউ সাজুগুজু করতে বেশি পছন্দ করে। এতে আলকাছ অনেক আনন্দিত থাকে।

1000006685.jpg

1000006708.jpg

1000006710.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


কামরুলের বড় ভাই কামরুল কে বকা দিয়েছে তাই কামরুলের মনটা খারাপ। সে তাদের কান্না করা ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলছে না। বিষয়টা জানার জন্য কান্না করা ভাই ভাবির কাছে যায়। ভাবি বিষয়টা খুলে বলে। এরপর কামরুল আর কান্না করা ভাই একসাথে ঘুমাতে যাই। কামরুলের রাগী মুখ দেখে সে কান্না শুরু করে দেয়। কিন্তু কামরুল তার কান্না করা দেখে বারবার দুইটা চড় থাপ্পর বাসায়। এরপর দেখা যায় কামরুলের গায়ে বেশ মশা লাগছে। কামরুল মশা মারতে গেলে কান্না করা ভাই বলে বাড়ির পরিচিত মশা মারতে নাই।

1000006696.jpg

1000006700.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


আলকাছ সৌদি আরব থেকে একটি মোবাইল এনেছে। মোবাইলটা কোন সময় নেটওয়ার্ক পায়না। এ মোবাইলটা হয়ে গেছে বেশ ঝামেলার বিষয়। এই দেখে তার পরিবার যেমন হাসাহাসি করে। ওদিকে কান্না করা ছেলেটাও অনেক হাসাহাসি ইয়ার্কি করে। পথ দিয়ে যেতে যখন দেখল আলকাছ মোবাইলটা নিয়ে নেটওয়ার্ক ধরানোর চেষ্টা করছে। সে দুই আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দেয় কোন কাজ হবে না। এরপর আলকাজ তাকে কাছে ডাকে। তাতে একটু অপমান করে বিদায় করে।

1000006706.jpg

1000006714.jpg

1000006716.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


কামরুলের বড় ভাইয়ের মনের দুঃখ ৫ বছর বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয়নি। স্বামীকে অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করে স্বামী বুঝতে চায় না। সে ঘুরিয়ে পেচিয়ে বউকে বোঝানোর চেষ্টা করে পরবর্তী কোনো সময় টাকা জমিয়ে ঢাকাতে নিয়ে যাবে চিকিৎসা করতে। কিন্তু বউ চাই পাশে বসে গল্প করার মত কোন মানুষজন। তাই ছোট দেওরকে বিয়ে দেওয়ার বিষয়টা বললে তার স্বামী তাকে অপমান করে কিছু কথা বলে। কারণ বড় ভাই খুব ভালো করে জানে কামরুল কে বিয়ে দিয়ে ঝামেলা সৃষ্টি হবে। দুই পয়সা ইনকাম না করলেও ১০ পয়সা খরচ করে সে। এদিকে কামরুল এখনো গান বাজায় কিনা এই বিষয়টা চেয়ারম্যান জানতে চাই। সরল মনে ছোট ভাইটা বলে দেয় হ্যাঁ কামরুল ভাই এখনো গান বাজায়।

1000006702.jpg

1000006712.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


নাটক বিষয়ে আমার মতামত:

মাইক নাটকের তৃতীয় পর্বটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পর্বে আমরা খেয়াল করে দেখেছি বড় ভাইয়ের শ্বাসন। ছোট ভাই ভুল করলে কিভাবে বড় ভাইকে শাসন করা যায়। আবার পারিবারিক দিক থেকে দেখা যায় বড় ভাইদের কথা ছোটরা মান্য করতে চায় না। এখানে আলকাছ সৌদি আরব থেকে একটি মোবাইল এনে মানুষের মাঝে যতই ডাট নেওয়ার চিন্তা করেন না কেন তার মোবাইলে কোন কাজ হয় না। এছাড়াও ধনী গরিবের নামের বিষয়টা এখানে ধরা পড়েছে। বাড়ির ছেলের নাম আর কাজের ছেলের নাম এক হলে ডাকতে বেশ ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে নামের পরিবর্তন আনা। গ্রামীন পরিবেশের সুন্দর এই নাটকটা আমাকে মুগ্ধ করে বারবার। আমি অনেকবার দেখেছি এই নাটকের সমস্ত পর্বগুলো। তবে এই পর্বের সবচেয়ে বেশি ভালো লাগা ছিল কামরুলের ছোট ভাইটা মুখে একটা কথা বলে। সেটা ছিল পরিচিত মশা মারতে নেই। এই কথাটা সত্যিই বেশ আনন্দের। এছাড়াও আলকাছের সৌদি আরবের সুনাম করার বিষয়গুলো আর নিজের ঢোল নিজে পিটানো অন্যরকম বোকামি ধরা পড়ছে এ নাটকে। সমস্ত অভিনয় গুলো বিশ্লেষণ করলে বলা যায় খুবই ভালো লাগার ছিল এ নাটক।


মতামতের ভিত্তিতে রেটিং:

৯/১০

নাটকটির লিংক


নাটক রিভিউ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে আমি একজন বেসরকারি চাকরিজীবী। এই চাকরির পাশাপাশি আমার ইচ্ছে রয়েছে অনলাইনের মাধ্যমে ইনকাম করার। সেই ক্ষেত্রে ব্লগিংটা আমার কাছে অনেক ভালো লাগে। এন্ড্রয়েড মোবাইল হাতে পাওয়ার পর থেকে ফটোগ্রাফির প্রতি আসক্ত তা একটু বেশি। আব্বু সরকারি চাকরিজীবী হওয়ায়, ছোট থেকে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। তাই ভ্রমণ করতে অনেক ভালো লাগে। সমস্ত দৃষ্টিকোণ থেকে আমি আশাবাদী, প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে প্রকাশ করতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার আজকের টাস্ক

1000006726.jpg

1000006724.jpg

1000006722.jpg

দেখতে দেখতে মাইক নাটকের তৃতীয় পর্ব নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে আমাদের সমাজে ধনী গরিবের নাম যদি একরকম দেখতে পায় তাহলে অনেক ঝামেলা হয়। হয়তো তাদের নামটা চেঞ্জ করে ফেলবেন নয়তো সে গরিব মানুষটি নামটি চেঞ্জ করে একটি অন্য নামে ডাকা হয়। খুব সুন্দর করে নাটকটির রিভিউ তুলে ধরেছেন।

এখানে আলালের নামটা ঠিক সেভাবেই পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে

আজ আপনি অনেক সুন্দর করে এই নাটকটার তৃতীয় পর্বের রিভিউটা সবার মাঝে শেয়ার করেছেন। এই নাটকের আগের দুই পর্বের রিভিউ পড়েছিলাম। আশা করছি আপনি এরকম ভাবে সুন্দর করে নাটকটার সবগুলো পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম এখন নাটকটার পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।

এই নাটকটা আমার বেস্ট ফেভারিট

কামরুলের ছোট ভাইয়ের বলা কথাটি পড়ে বেশ হাসি পাচ্ছে আমার যে পরিচিত মশা মারতে নেই হা হা হা। তাছাড়াও নাটকটির এই পর্বে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে যা পারিবারিক দৃষ্টিকোণ থেকে মিলে যায়। বর্তমানে পরিবারের ছোটরা বড়দের কথা শুনতেই চায় না। সব সময় টেরামি করে থাকে। তাছাড়াও ধনী গরিবের বিষয়টি তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে একটি শিক্ষনীয় নাটকের রিভিউ করেছেন আজকে। মাইক নাটকটির এই তৃতীয় পর্বটি ভালই লেগেছে আমার কাছে। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে আসেন ভাই।

এই ডাইলকটা আমার অনেক পছন্দের

নাটক দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। তবে মোশারফ করিম এবং তিশার নাটক আমার কাছে সব সময় ভালো লাগে দেখতে। আসলে এখনকার সময় বড় ভাইয়ের শাসন অনেকে মানতে চায় না। আর ছোটদের ভুল দেখলে বড় ভাই ভুল গুলো ধরিয়ে দিলে ভালো হয়। তবে নাটকটি দেখার চেষ্টা করব আমি। খুব সুন্দর করে ত্রিশ পর্বটি আমাদের মাঝে রিভিউ করেছেন।

আমিও নাটক পছন্দ করি আপু

এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপনি মাইক নাটকের ৩য় তম পর্ব রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি । রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর। বাকি পর্বগুলোর রিভিউ দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনিও চেষ্টা করবেন এমন সুন্দর নাটক রিভিউ করতে।

কামরুল তার মোবাইলের দোকানে জোরে জোরে মাইকে গান বাজায়।

এই নাটকে কামরুল অর্থাৎ সিদ্দিকের অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে। সে মাইকে গান বাজায় এবং কথায় কথায় কান্না করে, এই ব্যাপার গুলো সত্যিই দারুণ লেগেছিল। যাইহোক এই পর্বের রিভিউ পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাইয়া এখানে কামরুল মোশারফ করিম

ওহ্ হ্যাঁ মোশাররফ করিমের নাম ছিলো কামরুল। বেশ কয়েক বছর আগে নাটকটি দেখেছিলাম। তবে মাইক নাটকে সিদ্দিকের অভিনয় দেখে বেশ মজা পেয়েছিলাম তখন।

সুযোগ করে আবার দেখবেন ভাইয়া, খুব ভালো লাগে নাটকটা।