হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আঊ। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।
অনেকদিন ধরে আমার চোখে অনেক সমস্যা করছিল। চশমা সব সময় ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বেশি হয়ে যায় তাই সেই চশমাতে কাজ হয় না। এর আগে যেই চশমা ব্যবহার করতাম এখন আর ওই চশমাটা ব্যবহার করা যায় না। আবার অফিসেও সারাদিন কম্পিউটারে কাজ করে থাকি এজন্য আরও বেশি চোখে সমস্যা হয়ে থাকে।তাই অফিস থেকে ফেরার পথে সাভারে একটু নামলাম তারপর চশমার দোকানে গেলাম।
তারপর ওখান থেকে বেশ কয়েকটি চশমা দেখলাম। সবগুলো চশমা অনেক সুন্দর ছিল। তার মধ্যে থেকে আমার এই চশমাটা অনেক বেশি ভালো লাগছে না।
দোকানটি ছিল অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায়। চশমার দোকান সবগুলাই দ্বিতীয় তলায় ছিল। দোকানটির নাম ছিল জিহাদ অপটিকস্। দোকানে যে বিক্রেতা ছিল উনার ব্যবহার অনেক বেশি ভালো ছিল। চশমার ফ্রেমটা ৪০০ টাকা নিয়েছিল। আর আলাদাভাবে গ্লাস লাগানো হয়েছে গ্লাসটার দাম নিয়েছিল ৪০০ টাকা। সব মিলিয়ে ৮০০ টাকা লাগছিল।
এই চশমাটি নিয়েছিলাম। দোকানে পড়ে ফটো তোলার সুযোগ হয়েছিল না। এজন্য একদিন জাহাঙ্গীরনগর ঘুরতে গিয়েছিলাম তাই ওখানে গিয়ে একটা সুন্দর করে ছবি তুলে নিই। বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে তবে নিজের ছবি তুলতে তেমন একটা ভালো লাগে না। তাই নিজের ছবি কম তোলা হয়ে থাকে।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয় | কেনাকাটা |
---|---|
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | realme c25 |
ফটোগ্রাফার | @helal-uddin |
দেশ | বাংলাদেশ |
আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
---|