হাই বন্ধুরা!
হাই
বন্ধুরা!আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আলোচনার বিষয়: শৈশবের স্মৃতি |
---|
জীবনের সবচেয়ে সুন্দরতম সময় সেটা হচ্ছে শৈশবকাল। আর সেই স্মৃতি কখনো ভোলা সম্ভব না। মানুষ সারা জীবন বেঁচে থাকে এই স্মৃতি নিয়ে। ছোটবেলায় কে কি করছেন এগুলো মোটামুটি সবারই মনে থাকে। যা বড় হওয়ার পর এই স্মৃতিগুলো মনকে আঁকড়ে ধরে। আর মনে হয় যেন আবার যদি বড় হতে পারতাম। সেই সময়টা যদি আবার ফিরে পেতাম কতই না মজা হত। এটা ভাবতে ভাবতেই বাকি জীবনটা পার হয়ে যায় মানুষের। বড় হওয়ার পর মানুষ নিজ নিজ ব্যস্ততার মধ্যে পড়ে যায়। সংসারের ব্যস্ততা কাজের ব্যবস্থা আরো নানান রকম ব্যস্ততার মধ্যে পড়ে যাই। কিন্তু শৈশবকালে সেই ব্যস্ততার অনুভূতি থাকে না। শুধু মনে আনন্দ ঘোরে। যে কখন কোথায় ঘুরতে যাব কোন কাজটি করব। আবার বন্ধুদের সাথে কখনো আড্ডা দিতে যাব। তবে যখন বড় হয়ে যাই তখন এই স্মৃতি মনকে আঁকড়ে ধরে। যখন ব্যস্ততায় পড়ে যাই তখন বারবার এই স্মৃতি মনের মধ্যে চলে আসছে। তখন না চাইলেও মনের মধ্যে কেমন জানি কষ্টের অনুভূতি কাজ করে। তারপরও জীবনটাই তো এরকম। একটা সময় ছোট থাকব আবার শৈশব কাল আবার বড় হয়ে যাব। আবার কবে মৃত্যুর সময় চলে আসবে সেটা আমরা বুঝতেও পারবো না।
জীবনের যদি কোন সুন্দর মুহূর্ত হয়ে থাকে সেটা হচ্ছে শৈশবকাল। শৈশবকাল মানেই হচ্ছে আনন্দ অনুভূতি। যা অন্য কোন বয়সে এই আনন্দ পাওয়া সম্ভব নয়। আমরা যদি চাইও সেই অনুভূতি আমাদের মধ্যে কখনো কাজ করবে না। এই সময়টা যারা পার করেছে তারাই বুঝতে পারে আসলে শৈশবকাল কত মজার ছিল। কিন্তু যখন মানুষ ছোট থাকে তখন ভাবে যে কখন বড় হব। যখন তারা বড় হয়ে যায় তখন ঠিকই বুঝতে পারে আসলে বড় হওয়ার আনন্দ কেমন আর ছোটবেলায় কেমন আনন্দ ছিল। কিন্তু চাইলেও সেই সময়টা আর ফিরে পাওয়া সম্ভব নয়। জীবন তো ছন্দের মতো একের পর এক ধাপ আসতেই থাকে। যেমন একটা সময় মায়ের পেটে ছিলাম, তারপর ছোট ছিলাম তখন হাঁটতে পারতাম না, আস্তে আস্তে বড় হতে থাকলাম তারপর চলে আসলো শৈশবকাল। শৈশব কাল শেষ হওয়ার পর চলে আসে কিশোর কাল। তারপর জীবনে চলে আসে যৌবন কাল। যে সময়টা মানুষ ব্যস্ততার মধ্যেই পার হয়ে যায়। তখন শুরু হয়ে যায় জীবনের অন্যরকম পথ চলা।
জীবন একটি চলমান প্রক্রিয়া যেটা একের পর এক ছন্দের মতো ধাপ চলে আসে। একটা মানুষ না চাইলেও সবার জীবনে আসবে। এটা কারো জন্য মাফ না। জীবন কখনো থেমে থাকে না কারো জন্য। জীবন জীবনের মত চলতেই থাকে। শুধু পড়ে থাকে শৈশবের স্মৃতিগুলো। স্মৃতিগুলো কখনোই ভোলা সম্ভব নয়। সারাটা জীবন এর স্মৃতিগুলো নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। কখনো কখনো ব্যস্ততার মধ্যেও এর স্মৃতিগুলো মনের মধ্যে ভেসে ওঠে। তখন মনের মধ্যে কোনরকম অনুভূতি কাজ করে। মনে হয় যদি আবার শৈশব কালে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু এটা তো কখনো সম্ভব নয় সময় তো আর থেমে থাকে না। যেমন শৈশবে আমরা ঘুড়ি উড়িয়ে বেড়াতাম। ফুটবল খেলা ক্রিকেট আরো কত মজার দিন ছিল। আর এগুলা শুধু শৈশবকালেই সম্ভব।আর এই সময় গুলো থেমে থাকে না।সময়ের গতিতেই চলে যাবে। শুধু মনের মধ্যে থেকে যায় স্মৃতিগুলা।
বিষয় | শৈশবের স্মৃতি |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | realme c25 |
লোকেশন | ঢাকা সাভার |
ব্লগার | @helal-uddin |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে শৈশবের স্মৃতি কখনো ভোলার নয়। যেটা সারা জীবনই মনে থাকবে কত আনন্দর দিনই ছিল কোন চিন্তা ভাবনা ছাড়া শুধু ছিল আনন্দ মনের মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের মধুমাখা স্মৃতিগুলো আজও বারবার মনে ধরা দেয়। কতইনা সুন্দর ছিলো সেই শৈশব কালটা।হাসি আনন্দে ভরা শৈশব আর কখনো ফিরে পাবো না। শৈশবকালটা কেউ কখনো ভোলে না। মানুষ তার জীবনের শ্রেষ্ঠ সময় শৈশবকালে পাড় করে। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। পোস্টটি পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম শৈশবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে উপস্থাপনা করে পোস্টি আমাদের সাথে কারার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit