দুপুরের খাবার শেষ হইতেই গোপাল খুভ ভালো মানুষের মতন দুই এক খানা বই হাতে নিয়ে তিন তোলায় চলে গেল। মামা জিজ্ঞেস করলেন কিরে গোপাল এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলল তিন তোলায় পরতে যাচ্ছি।
মামা-পরবি তো তিন তোলায় কেন?
এখানে বসে পড় না।
গোপাল -এখানে লোকজন যাওয়া আসা করে ভোলা গোলমাল করে পড়ায় মন বসেনা।
আচ্ছা যা মন দিয়ে পড়।
গোপাল চলে গেল, মামাও মনে মনে একটু খুশি হয়ে বললেন যাক ছেলেটার পড়াশোনার মন আছে।
এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলের খুভ আদরের।
সে এসে বলল দাদা কোথায়? মামা-দাদা তিন তোলায় পড়ালেখা করছে তুমি এইখানে বসে খেলা কর।
ভোলা তখন প্রশ্ন শুরু করলো দাদা কেন পড়ালেখা করছে? পড়লেখা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি।মামা প্রশ্নের চটে সেখান উঠে চলে গেল।
ভোলা বাবু ও চলে গেল।
কিছুক্ষণ পর আবার ভোলা বাবুর প্রবেশ। সে এবার বলল মামা আমিও পড়াশোনা করব।বেশ তো আর একটু বড় হও তোমাকেও অনেক বই কিনে দেব।
ভোলা -না সে রকম পড়াশোনা নয় দাদা যে রকম পড়াশোনা করে সেই রকম।
মামা-সে আবার কি রে?
ভোলা -হ্যা সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে,আর কাঠি থাকে,আর কাগজে আঠা মাখায়,আর তার মধ্যে কাঠি লাগায় সেই রকম।
দাদার পড়াশোনার কথা শুনিয়া মামা চক্ষু স্থির হয়ে গেল।
তিনি আস্তে আস্তে পা টিপে টিপে তিন তোলায় উঠলেন,চুপিচুপি ঘরের মধ্যে উকি মেরে দেখলেন,তার ভাগ্নেটা জানালার পাশে বসে এক মনে ঘুরি বানাচ্ছে। বই দুই খানা ঠিক দরজার পাশে পরে আছে। মামা অতি সাবধানে বই দুইটা নিয়ে নিচে নেমে আসলেন।
খানিক পরে গোপাল চন্দ্রের ডাক পড়ল।
গোপাল আসতেই মামা জিজ্ঞেস করলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে?গোপাল বললো আঠারো দিন।বেশ পড়াশোনা করছিস তো? না কেবল ফাকি দিচ্ছিস?
গোপাল -না এইতো এতক্ষণ পরছিলাম।
মামা-কি বই পরছিলি?
গোপাল বাংলা।
মামা-বাংলা পরতে বুঝি বই লাগেনা?আর অনেক গুলা পাতলা কাগজ আর কাঠি নিয়ে নানা রকম কারিগুরির দরকার হয়?গোপালের চক্ষু স্থির।মামা বলে কি সে একেবারে হতভম্ব হয়ে মামার দিকে তাকিয়ে আছে।মামা বললেন বই কোথায়? সে বলল তিন তোলায়।
মামা বই বের করে বললেন এইগুলো কি?তারপর তার কান ধরে ঘরের এক কনে বসায় দিলেন।
গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠারো দিনের জন্য মামা জিম্মায় বন্ধ রইলো.......
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!