" আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা-৫০ || যেমন খুশি তেমন সাজো || মিনি ঘটক

in hive-129948 •  11 months ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমার টাইটেল দেখে বুঝেই গেছেন আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কনটেস্টের আয়োজন করা হয়।এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এটি আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই দেখেছি স্কুলে যখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো তখন এই আয়োজন গুলো থাকতো।আমি নিজেও অংশগ্রহণ করেছি অনেকবার। এর জন্য অবশ্য বেশ কিছু পুরস্কারও পেয়েছিলাম ছোটবেলায়।

20231226_153427-01.jpeg

20231226_153425-01.jpeg

20231226_152356-01.jpeg

20231226_152352.jpg

20231226_152303.jpg

যাই হোক এই প্রতিযোগিতার বিষয়টি যখন আমি দেখেছি তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কি করা যায়। সে আমাকে বুদ্ধি দিল আমি যেন মেকআপ করে সুন্দর করে কিছু ফটোগ্রাফি করে এখানে শেয়ার করি। এইটা কোন কথা হলো। আমি তো মেকআপ করতেই পারি না।তার কথা আমি শুনিনি কারণ তার আইডিয়া টা আমার কাছে মোটেই ভালো লাগেনি। গ্রামে এসেছি কয়েক দিন হল। ইতিমধ্যে দেখলাম প্রতিযোগিতার জন্য অনেকেই অনেক কিছু সেজেছেন। সবার জন্য শুভকামনা রইল। যাইহোক তাই আমি ভাবলাম আমার ছেলেকে মিনি ঘটক সাজাবো। কিন্তু কি করে আমার ছেলে তো ফটোগ্রাফি করতেই চায় না তার সামনে ক্যামেরা ধরলে সে যুদ্ধ শুরু করে দেয় তাই আপাতত তার চিন্তাটা মাথা থেকে বাদ দিলাম।

আসলে আমার ভাইয়ের ছেলেরা আমার বাবুর সঙ্গে খেলাধুলা করে এটাও আপনারা জানেন তাই ভাবলাম আমার ভাইয়ের ছেলেকে সাজাবো। প্রথমে সে তো অনেক লজ্জা পাচ্ছিল। আমরা ছোটবেলায় জানতাম এই খেলাগুলো সম্পর্কে কিন্তু এই বাচ্চাগুলো এই খেলার সাথে পরিচিতই হয়নি এখনো। যাইহোক আমি আমার ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজিয়েছি এই প্রতিযোগিতার জন্য।

তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমার ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজিয়েছি।

প্রয়োজনীয় জিনিসপত্র

পাঞ্জাবি
লুঙ্গি
টুপি
ছাতা
আইলাইনার
সাদা কাগজ
পেন্সিল
কালো রং

PhotoCollage_1703591841730-01.jpeg

মিনি ঘটক সাজার কিছু ধাপঃ

ধাপ-১

প্রথমে আমার ভাইয়ের ছেলেকে লুঙ্গি এবং পাঞ্জাবি পরিয়েছি।

20231226_151503.jpg

20231226_151450.jpg

ধাপ-২

ছোট বাচ্চা এজন্য আমি মুখে কোন রং ব্যবহার করিনি।আইলানারের সাহায্যে আমি তার গোঁফ এঁকে নিয়েছি। এক্ষেত্রে ঘটক আপনাদের ভাইয়াকে সাজাতে হতো কারণ তার গোঁফ আঁকতে হতো না। হি হি হি।
যাই হোক আমি আইলানার দিয়ে তার গালে একটা গোল তিল এঁকে দিয়েছি এবং ঠোঁটের নিচে একটু ছোট দাড়ি এঁকে দিয়েছি।

20231226_151555.jpg

20231226_151732.jpg

20231226_151810.jpg

ধাপ-৩

এবার মাথায় একটা টুপি দিয়ে দিয়েছি।

20231226_151826.jpg

ধাপ-৪

এরপর হাতে একটি ছাতা ধরিয়ে দিয়েছি।আমি এখানে সবকিছুই একটু পুরাতন জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি।

20231226_152111.jpg

20231226_152058.jpg

20231226_151921.jpg

20231226_151915.jpg

20231226_152156.jpg

20231226_152130.jpg

ধাপ-৫

এরপর বাহিরে ফুল গাছের কাছে এসে কিছু ফটোগ্রাফি করেছি।

20231226_152303.jpg

20231226_152259.jpg

20231226_152358.jpg

20231226_152352.jpg

20231226_152349.jpg

ধাপ-৬

এবার একটি সাদা কাগজে পেন্সিল দিয়ে মিনি ঘটক লিখে নিয়েছি। তারপর কালো রং দিয়ে সেটি গাঢ় করে এঁকে নিয়েছি।

20231226_152730.jpg

20231226_152918.jpg

20231226_152949-01.jpeg

20231226_153550.jpg

ধাপ-৭

এবার মিনি ঘটক লেখা কাগজটি ওর হাতে ধরিয়ে দিয়ে আরো কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

20231226_153423-01.jpeg

20231226_153425-01.jpeg

ফাইনাল লুক

20231226_153427-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার প্রতিযোগিতায় অংশগ্রহণের চিএ।মিনি ঘটককে ভালো লাগলে আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

বিঃদ্রঃ

যারা অবিবাহিত/অবিবাহিতা আছেন তারা চাইলে আমার এই মিনি ঘটকের সাথে যোগাযোগ করতে পারেন।আশা করছি ভালো পাএ/পাএীর সন্ধান পাবেন।😁

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথম আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি অনেক সুন্দর করে ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজিয়েছেন। আমার পছন্দের একটা অভিনয় হচ্ছে ঘটক। ছোটকালে থেকে স্কুলে প্রায় অনুষ্ঠানে আমি ঘটকের অভিনয় করতাম। তবে আপনার উপস্থাপনা বেশ চমৎকার হয়েছে মিনি ঘটক এর। খুব সুন্দর করে ধাপে ধাপে মিনিকটক উপস্থাপনা করেছেন।

ছোটবেলায় আমরাও অনেক কিছুই সেজেছিলাম যেমন খুশি তেমন সাজোতে। এবার প্রতিযোগিতাটা সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

মিনি ঘটককে দেখে অনেক ভালো লাগলো আপু। তবে মিনি ঘটকের ছাতাটা কিন্তু বেশ বড়🤣। আপু আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

ইচ্ছা করে একটু বড় ছোট ছাতা দিয়েছি যাতে দেখতে ঘটক ঘটক লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ্ দারুন একটি পোস্ট নিয়ে আজ আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। ছেলেবেলায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় কতজন যে এরকম ঘটক সেজে ছিল। আজ আপনার পোষ্টের মাধ্যমে ঠিক সেই ছেলেবেলায় চলে গেলাম আপু। আপনার জন্য শুভকামনা রইল।

আসলে আপু এবাবের প্রতিযোগিতাটাই এমন। আমাদেরকে সবার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

ঈশ্বর পর যদি মুখে পান দিতেন তাহলে আরো ভালো হতো। মিনি ঘটক টাকে খুবই সুন্দর লাগছে বলতে গেলে কিউট লাগছে। জীবনে কখনো কোন ঘটককে কিউট লাগেনি।
যাইহোক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।

আসলে ও পান খেতে পারে না আপু। পান খেলে ওর বমি হয় তাই দেয়নি। তারপরও বেশ কিউট লাগছিলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ঘটককে দারুন মানিয়েছে। বিশেষ করে ছাতাটা হয়েছে একদম অরজিনাল ঘটকের মত। মোটকথা অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

মিনি এই ঘটকের কাছে ভাবছি নিজের জন্য পাত্রী খুঁজতে দেবো🤣 হিহিহি🤣! মিনি এই ঘটক-কে আমার বেশ পছন্দ হয়েছে । স্কুলের এক অনুষ্ঠানে আমিও একবার এমন করে সেজেছিলাম।

কেমন পাএী চান জানাবেন ভাইয়া। আমার ঘটক বাবু চেষ্টা করবে খুঁজে দেওয়ার।😃

যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় ঘটক থাকবে না এমন কি হতে পারে, যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় এই ক্যারেক্টার সব সময় থাকে। কিন্তু এবারের ঘটকটা বয়সের তুলনায় অনেক ছোট মিনি ঘটক কিন্তু বেশ কিউট একটা নাম।

এটা ঠিক বলেছেন ভাইয়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাতে ঘটক থাকবে না এটা তো হতেই পারে না। তাইতো অনেক ভেবে চিন্তে আমি ঘটক নিয়ে হাজির হয়েছি।

এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু প্রতিযোগিতার বিষয়টি একেবারে ভিন্ন ধরনের ছিল। ইতিমধ্যে অনেকের পোস্টের মাধ্যমে দেখতে পেরেছি। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করলেন অনেকে। বেশ সুন্দর সাজগোজ দেখতে পেলাম। আপনিও মিনি ঘটক সাজিয়ে আপনার ভাইয়ের ছেলেকে উপস্থাপন করালেন। অনেক ভালো লাগলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

সুন্দর একটি মন্তব্য করে শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাইয়ার আইডিয়া না নিয়ে ভালো করেছেন আবার আপনার ছেলেকে না সাজিয়েও ভালো করেছেন। তবে আপনার ভাইয়ের ছেলেকে সাজিয়ে খুব ভালো করেছেন আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। মিনি ঘটককে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু আমি খুব ভালো মেকাপ করতে পারি না। আর বাবু তো ছবি তুলতে দেয় না। তাই ভেবেচিন্তে এই আইডিয়া বের করেছিলাম। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

image.png

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আপনার ভাইয়ের ছেলেকে তো পুরো সত্যিকারের ঘটকের মতোই লাগছে। ঘটকরা যেভাবে ছাতা নেয় সেভাবেই তো ছাতা নিয়েছে দেখছি। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আমি একটু চেষ্টা করেছি এমন ভাবে সাজাতে যাতে ওকে ঘটক ঘটক লাগে দেখতে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকেও ধন্যবাদ জানাই। তবে আপনি অনেক সুন্দর করে মিনি ঘটক সাজিয়েছেন। নিজের ভাইয়ের ছেলেকে খুব সুন্দর করে ঘটক উপস্থাপনা করেছেন। ছোট ঘটক দেখে সত্যি অনেক ভালো লাগলো। স্কুলে এরকম অনেক ছোট ঘটক দেখেছি। তাদের অভিনয় দেখলে খুব ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মিনি ঘটক সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক কিছুই ভেবেছিলাম তবে শেষে গিয়ে এই আইডিয়াটাই কাজে লাগিয়েছি। ওকে মিনি ঘটকের সাজে বেশ ভালো লাগছিল দেখতে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

বাহ!! চমৎকার ভাবে আপনি মিনি ঘটক সাজিয়েছেন আপু। ঘটকের হাতে ছাতা থাকবে না এটা কিভাবে হয়। ছাতা দেওয়ার কারণে ঘটককে আরো বেশি সুন্দর লাগছে। আর মিনি ঘটকের হাসিটাও কিন্তু খুব মিষ্টি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য ।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ভাইয়া কিন্তু আইডিয়াটা মন্দ দেয়নি আপু। 🤭 যাইহোক শায়ান বাবুকে তো সাজাতে পারবেন না, কারণ ও অনেক বেশি দুষ্টামি করবে। এবং কি ফটোগ্রাফিও করতে দিবে না বুঝতেই পারতেছি। আপনি আপনার ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজিয়েছেন যাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমার তো বিয়ে হয়ে গিয়েছে, না হলে আপনার মিনি ঘটকের দ্বারা বউ খুঁজতাম।😜 ছাতাটা দেওয়ার কারণে তাকে কিন্তু আসলেই মিনি ঘটক লাগতেছে।

হ্যাঁ ভাইয়া ও প্রচুর লেবেলের দুষ্টামি করে। তাই আমার ভাইয়ের ছেলেকে সাজিয়েছিলাম। যাইহোক দ্বিতীয়বার কিন্তু বিয়ের সুযোগটা নিতেই পারেন। আপুকে বুঝিয়ে বলব। 🤪

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।মিনি ঘটক কে দারুন মানিয়েছে। বিশেষ করে গালের তিলটিও ছাতার জন্য। আপনি ভাইয়ের ছেলেকে মিনি ঘটক হিসেবে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। দারুন ছিল মিনি ঘটক। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। সত্যিই ঘটকের সাজে ওকে বেশ মানিয়ে ছিল।

মিনি ঘটক তো দেখছি অনেক কিউট।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা জানাই আপনাকে।আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

সত্যিই আপু ঘটক সাজার পর ওকে দেখতে অনেক কিউট লাগছিল। সবাই খুব প্রশংসা করছিল ওর।ধন্যবাদ আপু।

দারুণ মিনি ঘটক বানিয়েছেন আপনি।একদম গ্রামের ঘটক যে গুলো আমরা সিনেমায় দেখে থাকি ঠিক তেমনি হয়েছে। আপনার ছেলে কি করে সাজবে এই ঘটক সে তো অনেক ছোট আর দুষ্ট বাবু একটা।তবে আপনার ভাই এর ছেলে প্রথম প্রথম সাজতে লজ্জা পেলেও শেষমেশ ঘটক সেজেছে জেনে ভালো লাগছে।শুভ কামনা রইলো আপনার প্রতিযোগিতার জন্য।

হ্যাঁ আপু ও তো প্রথম প্রথম লজ্জা পাচ্ছিল কিছুতেই রাজি হচ্ছিল না। তবে সাজার পর খুব আনন্দ পেয়েছে।

মিনি ঘটকের চরিত্রে ছেলে বেশ ভালোই মানিয়েছে। পোশাক, এবং অন্যান্য কস্টিউম খুব সুন্দর মিলে গেছে। এই ঘটক দিলে বিয়ে পড়ানো যাবে কি না জানতে চাওয়া আমার মন। অগ্রিম শুভেচ্ছা রইলো আপু

হ্যাঁ হ্যাঁ চাইলে সব করতে পারবেন ভাইয়া পাএী দেখা থেকে শুরু করে বিয়ে সবকিছুই হবে এই মিনি ঘটক কে দিয়ে।

ছোট হলেও কাজের আছে জিনিসটা 😁😁😁।

প্রথমেই আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। খুবই সুন্দর একটি মিনি ঘটক সাজিয়েছেন আপনি। আপনার ভাইয়ের ছেলেকে মিনি ঘটক সাজে দেখতে অনেক বেশি কিউট লাগছে।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।