"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি গান কভার নিয়ে। আমরা গান গাইতে পারি আর না পারি আমরা কিন্তু গান শুনতে অনেক বেশি ভালোবাসি। সে দিক থেকে বলতে গেলে আমি গান শুনতেও ভালোবাসি এবং গাইতেও ভালোবাসি। একেকজনের পছন্দ একেক রকম। তবে আমার পছন্দ হলো আগের যে ছায়াছবির গান গুলো হতো সেগুলো। সেই গান গুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি হ্যাংআউটে কিন্তু ওই ধরনের গান গুলোই বেশি করি।
আমার খুবই পছন্দের একটি গান আজকে আমি কভার করেছি। সেটি হচ্ছে "তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।" এটি শাবনুর এবং রিয়াজ অভিনীত মন মানে না ছায়াছবির একটি গান। এই গানগুলো কিন্তু সব সময় আমাদের মন ছুঁয়ে যায়। আগেও টুকটাক আমি আপনাদের সাথে কিছু গান কভার করে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা অনেকে আছেন যারা আমার গান অনেক পছন্দ করেন। আমি তাদের জন্য বিশেষ করে আজকের গানটি শেয়ার করছি। আশা করছি গানটা আপনাদের কাছে ভালো লাগবে।
গানটি শুনতে ক্লিক করুন। 🙏
[গানের কথা]
মূল গায়ক এবং গায়িকাঃ
এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
তুমি হাজার ফুলের মাঝে,
একটি গোলাপ,
তুমি হাজার তারার মাঝে,
একটি যে চাঁদ,
তুমি যে আমারি,
তোমারি তোমারি তোমারি।।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
অন্তরে তুমি এমনি ভালোবাসা
এরি নাম সাধ এরি নাম আশা
ও ও ও অন্তরে তুমি এমনি ভালোবাসা
এরি নাম সাধ এরি নাম আশা।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
জীবনের চেয়ে কিছুই নাই দামি
সে জীবন তোমায় দিলাম আজ আমি
ও ও ও জীবনের চেয়ে কিছুই নাই দামি
সে জীবন তোমায় দিলাম আজ আমি।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
তুমি যে আমারি
তোমারি তোমারি তোমারি
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
একদম ঠিক বলছেন আপু এক একজনের রুচি পছন্দ সবকিছু ভিন্ন ভিন্ন হয়। আপনার মত আমারও হারানো দিনের গান গুলো অনেক ভালো লাগে। হ্যাঁ আপনি সব সময় বাংলা ছায়াছবির পুরনো গান গুলো করেন শুনতে অনেক ভালো লাগে। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাফ গানটি এক সময়ের অনেক জনপ্রিয় একটি গান ছিল। আপনি গান কভার করছেন আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনতে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম।আপনি অনেক সুন্দর একটি গান কভার করেছেন।এই গান আমার খুব পছন্দ তবে আমি গাইতে পারিনা বলে গাওয়া হয়না। আজ আবার নতুন করে আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ জনপ্রিয় একটি গান। এই গান গুলো এখনো শুনলে ভীষণ ভালো লাগে। আপু আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। ভাইয়া আপনার কপালে চুমু দিচ্ছে এই দৃশ্য দেখে ভীষণ ভালো লাগলো। দোয়া করি আপনাদের ভালোবাসা এভাবেই টিকে থাকুক যুগের পর যুগ। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে এরকম একটা গানের কভার শুনে মনটা একেবারে ভরে গেল। খুবই সুন্দর একটা গানের কভার করেছেন আপনি। আমার তো মনে হয়েছে আপনি শুভ ভাইয়াকে নিয়ে আজকের এই গানটা কভার করেছেন। খুবই সুন্দর ভাবে গানের প্রত্যেকটা লাইন নিজের কন্ঠে বলেছেন। আসলে আপনি এরকম গানগুলো একটু বেশি পছন্দ করেন এটা বুঝতে পারছি। বাংলা ছায়াছবির এই গানটি কিন্তু খুবই জনপ্রিয়। এত সুন্দরভাবে খালি কন্ঠে আমাদের মাঝে কভার করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি বাংলা ছায়া ছবির জনপ্রিয় খুবই সুন্দর একটা গানের কভার করেছেন। এরকম গানগুলো শুনতে আসলে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার কন্ঠ সত্যি অসাধারণ। আপনার অসাধারণ কণ্ঠে এই গানটি শুনে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ এই গানটা আমি আগে অনেকবার শুনেছিলাম। আজকে আপনার পোস্টের মাধ্যমে আপনার খালি কন্ঠে গানটা শুনে আরো বেশি ভালো লেগেছে। এরকম গানগুলো আপনার খালি কন্ঠে আরো শোনার অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, আপনার গাওয়া গানটি শুনে একদম মন ভরে গেল। আপনার গান বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আজ গানটির সাথে সাথে আপনি অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন। গানটি শুনতে শুনতে আপনাদের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মনের মধ্যে অন্যরকম ভালোলাগা অনুভূত হলো। আপু এভাবেই চিরদিন আপনারা দুজন যেন ভালোবাসায় জড়িয়ে থাকতে পারেন এই কামনা করছি। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমি কিন্তু সত্যি সত্যি আপনার গান খুব পছন্দ করি। আপনি খালি গলায় গাইলেন, অথচ স্কেল একফোঁটা নড়চড় হলো না। খালি গলায় এভাবে গাইতে আমি তো কখনোই পারব না। জানেন তো আপু আমার বিশ্বাস শায়ন সাংস্কৃতিক দিক থেকে অনেক ট্যালেন্টেড হবে। যার মা বাবা এত গুণী, সেই বাচ্চা সবাইকে চমক লাগিয়ে দেবেই দেবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করলাম পুরো গানটা 👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit