পিঠা উৎসব | আমার অনুভূতি

in hive-129948 •  2 days ago 

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি। "


যেহেতু বিগত ব্লগে আমি বলেছিলাম, আজ আমি পিঠা উৎসবের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, তারই ধারাবাহিকতায় মূলত চেষ্টা করছি আমার অনুভূতি লেখার জন্য। গতরাত একটুও ঘুম হয়নি, রাত জেগে পিঠা বানাতে হয়েছিল এবং সকালবেলা স্কুলে গিয়ে আবার দোকান সাজাতেও হয়েছিল।

শরীরে বড্ড ক্লান্তি কাজ করছিল, তবে তারপরেও চেষ্টা করছিলাম যেহেতু এটা আমার প্রথম কোন মেলায় দোকান দেওয়ার বিষয়, তাই সব ক্লান্তি দূর করে যেন, স্বতঃস্ফূর্তভাবেই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছিলাম।

নিজ হাতে পিঠা বানিয়ে, সেই পিঠাগুলো বিক্রি করেছিলাম মেলায় আগত দর্শনার্থীদের কাছে। যদিও শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম, তবে আমার ভাবী আমাকে প্রচুর সহযোগিতা করেছিল, তাই সবকিছু সহজেই হ্যান্ডেল করতে পেরেছি৷

সারাটা দিন মেলাতে কেটেছে, বেশ ভালই বিক্রি হয়েছে আমার বানানো পিঠাগুলো, যতটুকু পিঠা অবশিষ্ট ছিল, সেগুলো পরবর্তীতে স্থানীয় লোকজনদের দিয়েছি এবং নিজেরাও খেয়েছি।

এই পিঠা উৎসবে কাটানো অভিজ্ঞতার কথা মনে থাকবে বহুদিন, রাত জেগে পিঠা বানানো আবার সেই পিঠা বিক্রি করা, ব্যাপারটা মোটেও সহজ ছিল না।

আসলে নিজের থেকে কিছু করার মাঝে, অন্যরকম আনন্দ কাজ করে, যা আজ ভালো ভাবে বুঝতে পেরেছি। আমি মেলায় আমার বানানো যে পিঠাগুলো তুলেছিলাম সেগুলোর ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, আশা করি ভালো লাগবে।

1000023431.jpg

1000023430.jpg

1000023432.jpg

1000023433.jpg

1000023434.jpg

1000023432.jpg

1000023429.jpg

1000023425.jpg

1000023422.jpg

1000023421.jpg

1000023420.jpg

1000023421.jpg

1000023418.jpg

1000023417.jpg

ধন্যবাদ সবাইকে ।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000119.gif

1000000118.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আরে বাহ, কত রকমের পিঠা বানিয়েছেন আপু আপনার ভাবির সহযোগিতায়। আমার তো পুলি পিঠা ভীষণ পছন্দের। আবার সেটা যদি ঝাল ঝাল হয় তাহলে তো আরো টেস্টি হয়। তাছাড়া আরোও বেশ কয়েকটি পিঠা বানিয়েছেন দেখতে পেলাম। গোলাপ পিঠা তো দেখেই খাওয়ার ইচ্ছা করতেছে। যাই হোক আপনার অনুভূতি খুবই সুন্দর করে তুলেছেন পোস্টে। খুবই ভালো লাগলো আপনার লেখা পিঠা উৎসব সম্পর্কে এই পোস্টটি।