ছেলের জন্য তার পছন্দের মিষ্টি কিনতে যাওয়া

in hive-129948 •  3 months ago  (edited)

1000006014.jpg

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। বেশ সর্দি জ্বর।প্রচন্ড গরম থেকে হঠাৎ করে আবহাওয়া একটু শীতল হাওয়ায় এমনটা অবস্থা হয়েছে হয়তো। শুধু আমার ছেলে না আসে পাশে অনেককেই দেখলাম অসুস্থ হয়ে পড়েছেন। আর কিছুদিন পর শীতের আভাস চলে আসবে হয়তো তাই এমনটা হচ্ছে। আর এই সময়টায় আমাদের সবাইকে সাবধানে থাকা উচিত। বাচ্চারা তো এমনিতেই কিছু খেতে চায় না তার ওপর যদি অসুস্থ হয় তাহলে তো কোনো কথাই নেই। ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে একদমই কিছু খেতে চাচ্ছে না। বারবার শুধু মিষ্টি খেতে চাইছে।

আমি এর আগেও বলেছি আমার ছেলে আমাদের এখানে স্থানীয় বাজারে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো খেতে পছন্দ করে না। আর বাসায় মিষ্টি তৈরি করে খাওয়াবো সেরকম পরিবেশ আসলে বাসায় নেই কারণ এখনো বাসার কাজ কমপ্লিট হয়নি। তাছাড়া খুবই ব্যস্ত সময় পার করছি। তাই বাধ্য হয়ে শহরে যেতে হয়েছিল তার জন্য মিষ্টি কিনতে। কি আর করার ছেলে খেতে চেয়েছে কিনতে তো হবেই। যাইহোক বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবুর জন্য মিষ্টি কিনতে। গ্রাম থেকে শহরের যেতে প্রায় ২৫ মিনিটের মতো সময় লাগে।

শহরে গিয়ে আমার ছেলের পছন্দের মিষ্টি গুলো কিনে নিয়েছিলাম। আসলে ও ছোটবেলা থেকে মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তাইতো অসুস্থ হওয়াতে ও বারবার মিষ্টিই খেতে চাইছিল।এবং মিষ্টিগুলো ও খুবই মজা করে খেয়েছে। যদিও ঠান্ডা লাগলে বেশি মিষ্টি খাওয়ানো ঠিক না। তবে ওর মিষ্টি খেলে খুব একটা কিছু হয় না। কারণ ছোটবেলা থেকে অভ্যাস আছে। ওর অসুস্থ হওয়ার পর মিষ্টি খাওয়া দেখে বেশ সস্তি পেয়েছিলাম যে একটু হলেও কিছু খেয়েছে।

তো যাই হোক এই ছিল আমার ছেলের জন্য তোর পছন্দের মিষ্টি কিনতে যাওয়ার অনুভূতি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

অনেক সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করেছেন আপু। বাবুর জন্য মিষ্টি কেনার অনুভূতিটা আমাদের মাঝে দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই উপস্থাপনা দেখে অনেক ভালো লেগেছে। যেন সেদিনকের কথা আমারও মনে পড়ে গেল বাবুর জন্য ফল কিনতে গিয়ে কিছুটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে। যার কারণে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে। তবে আপনার ছেলের জন্য দোয়া করি আপু। ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। আসলে বাচ্চারা অসুস্থ হলে একেবারেই কিছু খেতে চায় না। শায়ান বাবু যেহেতু মিষ্টি অনেক পছন্দ করে, আর শুধুমাত্র মিষ্টি খেতে চাইছিল, এজন্য মিষ্টি কিনে ভালো করেছেন। অনেক মজা করে সে মিষ্টি খেয়েছে শুনে ভালো লাগলো।

হ্যাঁ আপু অসুস্থ হওয়ার পর বাবু মিষ্টি খেতে চাইছিল। তাইতো ওর পছন্দের মিষ্টিগুলো ওর সামনে এনেছিলাম। ও খুব মজা করে খেয়েছিল সব। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

আবহাওয়ার কথা আর কি বলবো আপু। চারপাশের অবস্থা অনেক বেশি খারাপ। আমার নিজেরও মনে হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছে। শায়ান বাবুর সুস্থতা কামনা করি। অসুস্থতার সময় এমনিতেই কিছু খেতে ইচ্ছে করে না। যেহেতু তার শুধু মিষ্টি খেতে চাচ্ছিল, মিষ্টি কিনে ভালো করেছেন। কিছু হলেও তো খাওয়া হলো। না হলে তো খালি পেটেই থাকতে হবে। মনে হচ্ছে মিষ্টি মজা করে খেয়েছিল।

হ্যাঁ ভাইয়া বাবুর মিষ্টি খাওয়া দেখে একটু হলেও স্বস্তি পেয়েছিলাম যে অল্প হলেও কিছু খেয়েছে। যাই হোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

আপু কথাটা সত্য কিনা আমি জানিনা তবে শুনেছি ঠান্ডা লাগলে মিষ্টি খেলে অনেকটা কমে যায়। আপনাদের গ্রামে তেমন ভালো মিষ্টি পাওয়া যায় না তাই ছেলে মিষ্টি খেতে চেয়েছে বলে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে বেশ ভালোই করেছেন ওখানে গিয়ে ভালো ভালো মিষ্টি পাবেন। আমার মিষ্টি তেমন একটা পছন্দ না তবে মাঝে মাঝে খেতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে। আপনার ছেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার ছেলের সুস্থতা কামনা করার জন্য ধন্যবাদ আপু।

বাচ্চারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে। অনেক সময় স্থানীয় বাজার থেকে কেনা মিষ্টি গুলো খুব একটা ভালো হয় না। তবে আপনি যেহেতু নিজেই ভালো মিষ্টি বানাতে পারেন তাই একবারে বেশি করে মিষ্টি বানিয়ে রাখতে পারেন আপু।

চেষ্টা করি ভাইয়া মাঝে মধ্যেই বাবুকে মিষ্টি বানিয়ে খাওয়ানোর। তবে সব সময় সেটা হয় না। যকইহোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আমাদের লাড্ডু বাবা মিষ্টি খেতে অনেক পছন্দ করে আমরা সকলেই জানি। আসলে গ্রামের দিকের দোকানগুলোতে যেই মিষ্টি বিক্রি করা হয় সেগুলো খেতে যেহেতু সায়ান বাবা অভ্যস্ত নয় তাই তো সেগুলো তার ভালো লাগেনা।

হ্যাঁ আপু আপনাদের ভালবাসার লাড্ডু মিষ্টি খেতে খুব পছন্দ করে। আপনার সুন্দর মন্তব্যটি অনেক ভালো লাগলো আপু।

বাচ্চাদের মিষ্টি খাওয়ানো ভালো।আর যেহেতু বাবু মিষ্টি খেতে পছন্দ করে তাহলে তো আর কথাই নেই। বাজারের মিষ্টি গুলো আসলে ঐরকম ভালো না। তাই ঠিকই করেছে বাবু যে ওই মিষ্টিগুলো পছন্দ করে না।