কেনাকাটা চলছে ||@shy-fox 10 % beneficiary

in hive-129948 •  3 years ago 

inCollage_20211014_164515134.jpg

যেহেতু শুক্রবারের দিনে আমার প্রিয়তমোর কর্মস্থল বন্ধ থাকে কিন্তু দুঃখের বিষয় ঐদিন আবার ফার্নিচারের দোকান গুলো বন্ধ থাকে। তাই আমরা মোটামুটি বৃহস্পতিবারের দিনটাকেই বেছে নিলাম আসবাবপত্র কেনার জন্য। কারণ যেহেতু নতুন ফ্ল্যাটের চাবি পেয়ে গিয়েছি হাতে তাই চিন্তা করছি ফ্লাটটাকে নিজের মত করে সাজাবো। আর আমরা মূলত ফ্ল্যাটে উঠবো সামনে মাসের প্রথম সপ্তাহে। তাই যেহেতু দীর্ঘ 15 দিন হাতে সময় আছে, তাই আমরা চেষ্টা করছি এই কয়টা দিন নিজের ফ্ল্যাট সাজানোর জন্য, একটু ভালোভাবে চিন্তা করার জন্য।

মোটামুটি দুটো বেডরুম, একটা ডাইনিং স্পেস আর একটা ড্রইং স্টেস। সব মিলিয়ে মোটামুটি বড়ই বলা যায় ফ্লাটটাকে। তবে একটু অসুবিধা হচ্ছে, পাঁচ তালায়। সবদিক বিবেচনা করে মোটামুটি ফ্ল্যাটের জন্য ফার্নিচার কেনার এজন্য আমি গিয়েছিলাম ফার্নিচারের দোকানে। সেখানে গিয়ে আমি ফার্নিচার গুলো দেখে, ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগে ছিলাম। কারণ সবগুলোই ভাল। কোনটা ছেড়ে কোনটা নেব এটা নিয়েই আসলে সিদ্ধান্তহীনতায় পড়ে গিয়েছিলাম।

inCollage_20211013_142255588.jpg

মোটামুটি ফার্নিচার কিনতেই আমার প্রিয়তমোর দু লক্ষ টাকার মতো পড়ে গিয়েছে। দুটো বড় বিছানা, একটা আলমিরা, একটা ওয়ারড্রব, একটা বড় ড্রেসিংটেবিল, একটা ডাইনিং টেবিল, একটা সোফা সেট, টি টেবিল, একটা সোকেচ, বড় বাক্স,কিচেন সেলফ্ ও অন্যান্য। যদিও কেবল ফার্নিচারের পর্ব শেষ হয়েছে। যাইহোক আগামীকাল সম্ভবত ফ্ল্যাটে সেগুলো তারা সেটআপ করে দিয়ে যাবে। এরপর আবার ইলেকট্রনিক্স জিনিস গুলো কিনতে হবে, সব মিলিয়ে ওর আরো টাকা খরচ হবে। যাইহোক ব্যাপারটা যদিও আমাদের একটু কষ্টদায়ক হচ্ছে, তবে আশা করা যায় সবকিছু আমরা সামলে উঠতে পারব।

যেহেতু আবার নতুন করে শহরে সংসার করতে যাচ্ছি। তাই মূলত একটু আলাদা উত্তেজনা কাজ করছে। সবকিছু বুঝে বুঝে কেনার চেষ্টা করছি এবং চেষ্টা করছি সবকিছু দেখেশুনে নেওয়ার জন্য। যাইহোক এভাবেই চলছে জীবন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার নতুন বাসার ফার্ণিচারগুলো অনেক সুন্দর হয়েছে।
আপনার নতুন বাসার জন্য অনেক শুভকামনা রইলো।নতুন শহরে যেনো আপনার সময় গুলো ভালো কাটে সে কামনাই করছি।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

আপু পাঁচ তালায় শুনেই তো ভয় লাগলো, অনেক কঠিন হবে এই ব্যাপারটা আপনাদের জন্য কারণ পাঁচ তালায় উঠা অনেক কঠিন কাজ। আপু ড্রেসিং টেবিলটি অনেক বেশি ভালো লাগছে দেখতে, সব গুলোই অনেক সুন্দর হয়েছে কিন্তু।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

ফার্নিচার কিনতে গিয়ে হয়রানির মধ্যে পড়তে হয়েছে বোধহয়।কারণ আপনি একজন সদ্য সন্তানের মা।গ্রামের বাসা থেকে আরো কিছুদিন পরেও শহরের ফ্ল্যাটে উঠতে পারতেন। যাই হোক শুভকামনা রইল আপনার জন্য।

কিছুটা তো বিড়ম্বনা ছিলোই৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।