চিকেন বিরিয়ানির রেসিপি

in hive-129948 •  4 months ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আপনাদের ভাইয়ার। সপ্তাহে একদিন তাকে বিরিয়ানি রান্না করে দিতেই হয়। গত শুক্রবার আমি বিরিয়ানি রান্না করেছিলাম। আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি খুবই সহজ উপায়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিরিয়ানি রান্না করি। কারণ বিরিয়ানিতে বেশি উপকরণ ব্যবহার করলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। আশা করছি এই চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা রেসিপিতে চলে যাই।

20240807_214118.jpg

20240807_214103.jpg

20240807_214120.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
আতপ চাল
চিকেন
আলু
পেঁয়াজ কুচি
গোটা কাঁচামরিচ
আদা-রসুন বাটা
সাদা এলাচ
কালো এলাচ
বিরিয়ানির মসলা
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1723431693473.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে সব উপকরণ সাজিয়ে নিয়েছি।আগে চিকেন রান্না করে নেব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর দিয়েছি সাদা এলাচ। এরপর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1723431735288.jpg

ধাপ-২

পেঁয়াজ ভাজা হয়ে গেলে গুঁড়া মসলা এবং বাটা মশলা দিয়ে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1723431762197.jpg

ধাপ-৩

এরপর আগে থেকে ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1723431787128.jpg

ধাপ-৪

কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর কেটে ধুয়ে রাখা আলু দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে রান্না করে পরিমাণ পানি দিয়ে চিকেনগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1723431824935.jpg

ধাপ-৫

চিকেন রান্না হয়ে গেলে নামিয়ে নিয়ে চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়ে কিছুটা বেরেস্তা তুলে রেখেছি।

PhotoCollage_1723431865318.jpg

ধাপ-৬

এবার সেই তেলে ধুয়ে রাখা আতপ চাল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ এবং আদা-রসুন বাটা দিয়ে চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি।

PhotoCollage_1723431892495.jpg

ধাপ-৭

ভালোভাবে চাল ভেজে নিয়ে এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। চাল অনেকটা ফুটে যাওয়ার পর রান্না করা মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই তৈরি আমার মজাদার চিকেন বিরিয়ানি।

PhotoCollage_1723432100033.jpg

❤️রেসিপির ফাইনাল লুক❤️

20240807_214103.jpg

20240807_214118.jpg

20240807_214120.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লেগেছে আপনাদের কাছে এই চিকেন বিরিয়ানির রেসিপি অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে।আমরা তো সবাই খুবই মজা করে খেয়েছি। কারণ এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চিকেন বিরিয়ানি খেতে আমার কাছেও বেশ ভালো লাগে ।সবারই দেখছি এক রোগ শুধু বিরিয়ানি খেতে চায়। আমার হাজবেন্ডের ও মাঝে মাঝে বিরিয়ানি খেতে মন চায়। গত শুক্রবারে আমিও রান্না করেছিলাম ।তবে চিকেন দিয়ে নয়। আপনার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে আপু। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

একটা গান আছে না বিরিয়ানি অন্যরকম ভালোবাসা। আর এটা সবার কাছেই নেশা। যাইহোক বিরিয়ানি আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে। তাই প্রত্যেক সপ্তাহে আমিও রান্না করার চেষ্টা করি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

image.png

বেশ লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আপু। রেসিপির ফাইনাল লুক দেখে খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছেন। চিকেন বিরিয়ানি আমার খুবই পছন্দ। সাথে এরকম আলু দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

বিরিয়ানিতে আলু না দিলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। রেসিপি ফাইনাল লুক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

আপনার মত কেমন জানি আমারও বেশি উপকরণ দিলে ভালো লাগে না যে কোন জিনিস খেতে। স্বল্প উপকরণের মধ্যে জিনিসগুলো রান্না করলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো হয় খেতে অনেক ভালো লাগে। আপনি মজার করে বিরিয়ানি রান্না করেছেন প্রতিটি ধাপ আমাদের সাথে আপনি উপস্থাপন করলেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে বিরিয়ানির কালার দেখে বেশ লোভ লেগে গেছে আপু।

হ্যাঁ আপু আমি সব সময় কম উপকরণের মধ্যে ভালোভাবে রান্না করার চেষ্টা করি। এতে করে আমার কাছে খাবারটা স্বাস্থ্যসম্মত লাগে এবং খেতেও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

যে কোন সুস্বাদু খাবারই ভোজন রসিক বাঙ্গালিদের পছন্দের। বিরিয়ানি সে তো সবার পছন্দের। আপনার চিকেন বিরিয়ানি রেসিপি টি ভীষণ চমৎকার লোভনীয় হয়েছে। রন্ধন প্রনালীও চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

কষিয়ে লোভ দিলাম আপু। বিরিয়ানি দেখলেই ভেতরটা কেমন করে খাবার জন্য।

কেন যে বাঙালি হয়ে মুঘলদের প্রতি এই আকর্ষণ বুঝি না৷

বিরিয়ানি দেখলেই যে কারোরই লোভ হতে পারে আপু। চলে আসেন না একদিন সময় করে বাংলাদেশে।

আপু আপনার পরিবারের মত আমাদের পরিবারের সবাইও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আজকে আপনি খুব মজার চিকেন বিরিয়ানি রেসিপি করেছেন। বিরিয়ানি রেসিপি দেখলে এমনিতে খেতে মন চায়। তবে এটি ঠিক বেশি উপকরণ ব্যবহার করলে বিরিয়ানি খেতে তেমন ভালো লাগেনা আমার কাছেও। মজার চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

বেশি উপকরণ দিয়ে যে কোনো খাবার রান্না করলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি সব সময় অল্প উপকরণে রান্না করার চেষ্টা করি।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

চোখের সামনে এরকম লোভনীয় খাবার দেখলে লোভ সামলানোটা মুশকিল হয়ে পড়ে।বিরিয়ানি কমবেশি সকলেরই খুব পছন্দের খাবার বিশেষ করে বাচ্চাদের।আশাকরি খুব শীঘ্রই আপনার বিরিয়ানি খাওয়ার জন্য আসিতেছি।অসম্ভব লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবী।

আপনার জন্য আমার মনের দরজা এবং বাড়ির দরজা সব সময় খোলা যে কোনো সময় চলে আসতে পারেন। খুশি হব অনেক। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

চিকেন বিরিয়ানি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমাদের বাসায়ও মাঝে মাঝে চিকেন বিরিয়ানি রান্না করা হয়। আপু আপনার আজকের বিরিয়ানি রান্নার পদ্ধতি দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতেও খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

চিকেন বিরিয়ানি ছোট বড় সবারই অনেক পছন্দের আপু। খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আমার রান্না করা এই বিরিয়ানি। সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

আমাদের শুভ দাদা যে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, সেটা তো আমরা সকলেই জানি। যাইহোক, আপনার বিরিয়ানি দেখে তো একদম দোকানের প্রফেশনাল বিরিয়ানির মত লাগছে আপু। তাছাড়া আপনি এত মসলা ব্যবহার করেছেন, যার কারণে নিঃসন্দেহে বলা যায় বিরিয়ানির টেস্ট অনেক সুন্দর হয়েছিল। আপনার উপস্থাপনাও সুন্দর ছিল আপু।

জ্বি ভাইয়া বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার পছন্দের খাবারের মধ্যে চিকেন বিরিয়ানি অন্যতম।আজকে আপনার তৈরি করা চিকেন বিরিয়ানি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।বিশেষ করে বিরিয়ানির কালারটা একদম পারফেক্ট এসেছে।মজাদার ও লোভনীয় চিকেন বিরিয়ানির এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনার পছন্দের খাবার চিকেন বিরিয়ানি জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আসলে আপু এমন লোভনীয় রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দের। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে এতো সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সত্যিই বিরিয়ানি আমাদের সবারই অনেক পছন্দের খাবার।

চিকেন বিরিয়ানি রেসিপি অসাধারণ হয়েছে।আপনি এত সুন্দর একটি রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ একটি রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনার সুন্দর একটি মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

আমারও কিন্তু খুব পছন্দের হলো বিরিয়ানি। এত এত পছন্দ করি যে যখন ইচ্ছে করে তখনই রান্না করে ফেলি। আর শুভ ভাইয়ার মত আমার হাজবেন্ডও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। গত তিন চার দিন আগে একদিন বিকেলে সে বলছিল বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তখন সন্ধ্যাবেলায় আমি বিরিয়ানি রান্না করেছিলাম। আসলে আমাদের যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা তৈরি করার চেষ্টা করি।আপনার রান্না করা এই চিকেন বিরিয়ানী খুব মজা হয়েছে সেটা বিরিয়ানি গুলো দেখেই মনে হচ্ছে।

আপনার ভাইয়াও আপু ও খুবই খাদ্য রসিক একজন মানুষ। ও খেতে খুবই পছন্দ করে। তাই যখন যেটা খেতে চায় আমিও রান্না করে দেই। আমার বেশ ভালই লাগে রান্না করতে। সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।

মজাদার চিকেন বিরিয়ানি দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। চিকেন বিরিয়ানি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

বিরিয়ানি সেটা চিকেন হোক বা ইলিশ হোক আমার কাছে খুবই ভালো লাগে। কারন এটা আমার সব থেকে ফেবারিট খাবার। আপনার চিকেন বিরিয়ানিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। চমৎকার একটি রেসিপি ছিল। ধন্যবাদ।

আমার চিকেন বিরিয়ানি রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।