ছাদে কাটানো সময় || @shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

1641584796329-01.jpeg
আমি বিগত সময়েও বলেছিলাম যে, আমাদের বাসার ছাদটা অনেক বড়। আর যেহেতু মোটামুটি এই বাড়িতে অনেক মানুষ থাকে , বলতে গেলে বিশটা ফ্যামিলি থাকে। তাহলে বুঝুন ভবনটা কত বড়। যাইহোক বিকালবেলা করে, সব ফ্যামিলির লোকজন ছাদে আসে এবং মূলত সবার সঙ্গে সবার দেখা হয় এবং ভালো একটা সময় কাটে ।

1641584726761-01.jpeg

1641584726761-01.jpeg

1641584773959-01.jpeg

1641584750919-01.jpeg

আমাদের বাড়িওয়ালা খুব সৌখিন মানুষ। তার আসলে রিয়েল লাইফের ব্যবসা হচ্ছে, বাসা ভাড়া দেওয়া । তার এই রকম বেশ কয়েকটি ভবন আছে। ঢাকাতে তিনটা , বগুড়ায় একটা আর আমাদের শহরে আর একটা। মোটামুটি সে জানে যে, কিভাবে বাসার ছাদকে আকর্ষনীয় করে তুলতে হয়। কারণ ঐ যে বললাম বাসাভাড়া দেওয়ায় আসলে তার ব্যবসা ।

1641584889922-01.jpeg

1641584855276-01.jpeg

1641584947972-01.jpeg

1641587082441-01.jpeg

ছাদ আসলে এরকম বড় ভবনের একটা প্রাণকেন্দ্র। কারণ বিকালবেলা করে এবং অবসর সময়ে সবাই ছাদে আসে এবং নিজেদের মতো করে সময় কাটায়। আমাদের ছাদে বসে থাকার অনেক ব্যবস্থা আছে এবং এত বড় ছাদ যে, অনেক ছোট ছোট বাচ্চারা সেখানে সাইকেল চালায় এবং ব্যাডমিন্টন খেলে এবং মাঝে মাঝে শর্টপিচ ক্রিকেট খেলে ।

1641587106388-01.jpeg

1641587146572-01.jpeg

যাইহোক আজকে মোটামুটি আমি বিকেলে ছাদে গিয়ে অনেক গুলো ছবি তুলেছি । মূলত যে ছবিগুলো তুলেছি, সেগুলো আমাদের ছাদে যে ফুলের ফলের ও অন্যান্য গাছ আছে সেগুলোর আরকি ছবি । আশাকরি ছবিগুলো দেখলে আপনাদের ভালো লাগবে । তাহলে দেখুন আমার ছবিগুলো , এগুলো আমি আমার ফোন ক্যামেরায় তোলা ।

ডিভাইস: শাওমি এইট এ ডুয়েল
লোকেশন: গোবিন্দগন্জ পৌরসভা ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

  • আসলেই ঠিক বলেছেন আপু আপনার বাসার ছাদ টা অনেক সুন্দর। আমি দেখেই তো আমার খুবই ভালো লেগেছে। ছাদের যে ছবিগুলো তুলেছেন প্রত্যেকটি ছবি খুব অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপু আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

বাগান করা অনেকের শখ। দেখেই বোঝা যাচ্ছে আপনার বাসার মালিক অনেক সৌখিন একজন মানুষ। নিজের বাসার ছাদ সুন্দর করে সাজিয়েছেন। ছাদের মধ্যে গাছপালা থাকলে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে সেই গাছ গুলোর সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। ছাদ বাগানে কাটানো আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপু অনেক সুন্দর দেখাচ্ছে আপনার বাগান। দেখেই বোঝা যাচ্ছে আপনার ছাদের উপরে অনেক ফুলের গাছ আছে। সেগুলোর সাথে আপনি অনেক সুন্দর সময় পার করেছেন। আর সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপু।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপু আপনি আপনার বাসার ছাদের ফুলের এবং গাছের ফটোগ্রাফি গুলো করেছেন। সবগুলো ফটোগ্রাফির দারুন লেগেছে খুবই সুন্দর ছিল প্রতিটি ফটোগ্রাফি। ডালিম ফুল দেখতে বেশ সুন্দর লাগে এরপরে লেবু ফুলের ফ্লেভার অসাধারন। আপনার গাছে আম ধরে আছে সব মিলিয়ে অসাধারণ ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়েছেন সেই সাথে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থাৎ আপনি আজকে ছাদে খুব সুন্দর একটি সময় পার করেছেন। এবং সেটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনার বাসার ছাদের সুন্দর কিছু ফুল এবং গাছ এর আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার প্রত্যেকটি আলোকচিত্র দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সাথে সুন্দর উপস্থাপনা করেছেন বোঝাই যাচ্ছে আপনি ছাদে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

  • বিকেলবেলা বাসার ছাদে সুন্দর প্রকৃতি দেখতে এমনিতেই অনেক ভালো লাগে। তারপরেও আপনার বাসার ছাদে এত সুন্দর সুন্দর ফুলের মধ্যে আপনি খুবই সুন্দর সময় কাটিয়েছেন। বিশেষ করে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগুলো করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।