আশা করি সবাই ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে ,এই কামনাই করি । আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা ধারা নিয়ে,মাঝে মাঝে কবিতা লিখতে পছন্দ করি। মাঝে মাঝে চেষ্টা করি নিজের চিন্তা ধারা, গুলো নিজের মত করে উপস্থাপন করার জন্য । যাইহোক আজকের আর্টিকেলটা একটু ভিন্ন হবে । কারণ আমি আজকে আমার কিছু ব্যক্তিগত চিন্তাধারা, আপনাদের সঙ্গে তুলে ধরব। মূলত আমার চিন্তা ধারা গুলো অ্যালোভেরা গাছ ও অ্যালোভেরা নিয়ে ।
কিছুদিন আগে নানীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন এই অ্যালোভেরা গাছের ছবিগুলো তুলে ছিলাম এবং আমার ছোট খালামনি এই অ্যালোভেরা গাছ গুলো তাদের বাড়ির ছাদে লাগিয়েছে। যাইহোক যেহেতু আমার কলেজ জীবনটা মোটামুটি জয়পুরহাট শহরে কেটে যায় আর ওখানকার প্রতি আমার একটা দুর্বলতা ও অনেকটা স্মৃতি আছে, যেটা আমি বিগত আর্টিকেলে বলার চেষ্টা করেছিলাম ।
তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে, তখনই গ্রাম থেকে আমি জয়পুরহাট শহরে গিয়েছি। এমনিতেই গ্রাম থেকে গিয়েছি এবং গ্রামের পরিবেশে বড় হয়েছি, তাই শহরে গিয়ে প্রথমে কলেজের হোস্টেলে উঠে অনেকটাই অস্বস্তি বোধ করছিলাম। কারন ওখানে সবদিক থেকে অনেক কড়া নিয়ম-কানুন এবং মোটামুটি বন্ধ একটা পরিবেশ। তাই অনেকটা হোস্টেলের মধ্যেই সময় কাটিয়ে দিতাম, তবে পরে অনেক বান্ধবী হয়েছিল এবং তাদের সঙ্গে পরে আস্তে আস্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে, ভালোভাবে কলেজ জীবন শেষ করেছিলাম।
যাইহোক আমি যে রুমে থাকতাম,মোটামুটি আমার সঙ্গে আরো দুইজন মেয়ে থাকতো। যাইহোক তারাও আমার সমবয়সী ছিল এবং আমার সঙ্গে পড়তো এবং একটা সময়ে গিয়ে তাদের সঙ্গে খুবই ভালভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আমি প্রতি রাতেই দেখতাম তারা মুখে অ্যালোভেরার যে নরম জেলির মত অংশগুলো থাকত, সেগুলো মুখে এবং কখনো চুলেও লাগাতো। এটা দেখার পরে তখন আমার মনে আগ্রহ জেগেছিল কেন তারা এইসব করতো । পরবর্তীতে আমার সেই বান্ধবীদের কাছ থেকে যখন জানতে পারলাম এটা নাকি অনেকটা রূপচর্চার ক্ষেত্রে কার্যকরী এবং মুখের ব্রণ ও চুলের জন্য অনেক ভালো কাজ করে, এ জন্য তারা এই কাজটি করে থাকে । যাইহোক ব্যাপারটার প্রতি তখন আমার একটু আগ্রহ জন্মে গিয়েছিল ।
যাইহোক আমিও খুব একটা বেশি ভাবার চেষ্টা করলাম না । কারন আমার মুখে আগে থেকেই ব্রণ ছিল, তবে তারপর থেকে আমিও তাদের মতো করে মুখে সেই অ্যালোভেরা লাগাতে অভ্যস্ত হয়ে গেলাম । তবে এটা কতটা সত্যি তা আমার জানা নেই , তবে প্রাকৃতিক ভাবে নাকি ভালোই কার্যকরী ত্বকের জন্য। যাইহোক আমার দেখলাম একটা সময়ে গিয়ে মুখের ব্রণ গুলো ভাল হয়ে গিয়েছিল। যেহেতু অ্যালোভেরার পাশাপাশি আমি একটা ফেসওয়াশ ইউজ করতাম, তখন অ্যালোভেরা দিয়েই মুখের ব্রণ ভালো হলো নাকি ফেসওয়াস দিয়ে ভালো হলো, এটা কিন্তু এখনও আমার কনফিউশন লাগে । তবে যেটাই হোক না কেন, কারন আমাদের কাছে প্রতিটি রাত ছিল যেন রূপচর্চার সময় । হোস্টেল লাইফের কথা যখন মাঝে মাঝে মনে পড়ে তখন হুটহাট আবেগপ্রবণ হয়ে পড়ে যাই ।
সেদিন যখন নানির বাসার ছাদে , খালামণির লাগানো সদ্য নতুন অ্যালোভেরা গাছ গুলো দেখলাম । হুট করে কয়েকটা ছবি তুলে নিলাম এবং সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছিল । কতই না মজা করেছি প্রতিটি রাতে, সেই অ্যালোভেরার জেল নিয়ে । যাইহোক ব্যাপার গুলো কিন্তু খুব মজার ছিল। তবে এখন বাবু হয়েছে, এখন আর সময় পাইনা রূপচর্চা করা নিয়ে। তবে স্মৃতি গুলো যেন অনেকটা আবেগপ্রবণ এবং অনেকটা গভীর, হুটহাট মনে পড়ে যায় ।
এই দরকারী উদ্ভিদ ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমার বাড়ির বাগানে আমি এই উদ্ভিদ আছে.
কারণ এটি খুশকি কমাতে ব্যবহার করা যেতে পারে এবং পুড়ে যাওয়ার সময় রস ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতীত কখনো জীবন থেকে মুছে যায় না। ফেলে আসা অতীত গুলো মনের অজান্তেই মনে পড়ে যায়। মাঝে মাঝে যখন সুখময় অতীত গুলো মনে পড়ে তখন কখন যে কল্পনার জগতে হারিয়ে যাই তা বুঝতেও পারিনা। সত্যি কথা বলতে আমাদের জীবনটাই প্রতিনিয়ত অতীত হয়ে চলেছে। আজ যা কিছু বর্তমান কালতা অতীত হয়ে যাচ্ছে। অতীতের স্মৃতি সব সময়ই মনের কোণে জায়গা করে নেয়। হয়তো পুরনো কোন জিনিস দেখলে সেই অতীত গুলো মনে পড়ে যায়। হয়তোবা কারো সাথে দেখা হলে সেই অতীত গুলো মনে পড়ে যায়। এটাই জীবনের নিয়ম। আপনি আপনার অতীতের স্মৃতিগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন আপু খুবই ভালো লাগলো পড়ে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও মাঝে অনেক দিন এই এলোভেরা জেল মুখে লাগাতাম। তবে আমার এলার্জির কারণে কেনো জানিনা অ্যালোভেরা মুখে দেওয়ার পর আরও বেশি ব্রণ হতো। আমি বলছিনা খারাপ কারণ আমার এলার্জি সমস্যা থাকাতেই এটি হয়েছে। তবে আমার অনেক বান্ধবী এই এলোভেরা জেল দিয়ে উপকৃত হতো। আপনার আজকের লিখাটি পড়ে আমারও সেই সময়কার কথাগুলো মনে পরে গেল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit