ভালো থাকুক প্রতিটি মা, তাদের সন্তানের নিজ নিজ অন্তরে।

in hive-129948 •  3 years ago 

এই ঘটনাটা কয়েকদিন আগের যেদিন বাড়ির সবাইকে নিয়ে আমার প্রিয়তম স্বামী টিকা দিতে নিয়ে যাচ্ছিল হসপিটালে সেই দিনকার।ছবির যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সে আমার মা। আর সবথেকে বড় বিষয় তাকে আমি কোনভাবেই এককথায় ডেফিনেশন দিতে পারব না। কারণ তাকে নিয়ে ডেফিনেশন দিতে গেলে আমি সংজ্ঞা হারিয়ে ফেলব। আসলে মায়ের কোন সঙ্গা হয় না। মায়ের সঙ্গা শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে মা হলো যোদ্ধা।


এখন থেকে কয়েক বছর আগেও এই বিষয়গুলো আমার মাথায় খুব একটা ভালোমতো কাজ করতো না। কারণ তখন একটা আমি আলাদা মায়ার জগতের ভিতরে ছিলাম। তবে সময়ের পরিক্রমায় যখন আমি নিজে এখন মা হতে চলেছি, তখন আমি এই বিষয়টা খুব ভালভাবে উপলব্ধি করতে পারি।আমার জীবনের পুরোটা অংশজুড়ে যেন আমার মা অতপ্রত ভাবে জড়িত আছে। তাই তার তুলনা আমার কাছে কোন ভাবেই কম নয়।
এই শাড়িটা আমার প্রিয়তম আমাকে দিয়েছিল আমাদের বিবাহ বার্ষিকীতে। কিন্তু আমার এই প্রেগনেন্সি অবস্থার কারণে আমি শাড়িটা পরতে পারেনি। যাইহোক সেদিন যখন নতুন শাড়িটা আমি ইচ্ছা করেই মাকে পড়িয়ে দিয়েছি, তখন কি যে সুন্দর লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মা আমার কাছে সব থেকে বেশি সুন্দর ও গর্বের। ভালো থাকুক প্রতিটি মা, তাদের সন্তানের নিজ নিজ অন্তরে।
20210805_095208.jpg

20210805_095218.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মা হলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন‍্য সবচেয়ে বড় নিয়ামত। ভালো থাকুক পৃথিবীর সকল মা💖💖💖

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সকলের মা সর্বদা সুন্দর ও মহৎ মনের ব্যক্তিত্ব হয়ে থাকেন।সুন্দর তাদের মন,সুন্দর তাদের প্রত্যেকটা কার্যক্রম।ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।