"হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। যদিও খুব একটা ভালো নেই। হঠাৎ করে ছেলের অসুস্থতা নিয়ে বেশ চিন্তিত। আসলে আমি গতকাল বলেছিলাম বাবুকে বাসায় রেখে শহরে গিয়েছিলাম। আর বাবু আমাকে দেখতে না পেরে অনেক কান্নাকাটি করেছিল। পরে অবশ্য সেটা নানুর সঙ্গে বেশ ভালই সময় কাটিয়েছে। যাইহোক এরপর আমি সন্ধ্যায় বাসায় ফিরি এবং তাকে পুরোটা সময় দেই। রাতে সবাই খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি। শুধুমাত্র আপনাদের ভাইয়া রাতের খাবারটা দেরি করে খায়।যাইহোক এরপর অনেক রাতে আপনাদের ভাইয়া আমার কাছে খাবার চায়ছিলেন।তখন জেগে দেখি ছেলের শরীরে প্রচুর জ্বর।
এবং সে জ্বরের মধ্যে বারবার বলছিল মাম্মা যেওনা যেওনা। তখন আর আমার বুঝতে বাকি রইলো না যে সে আমার চলে যাওয়াটা নিতে পারেনি। আসলে আমিও বাবুকে রেখে একদমই থাকতে পারি না এটা আমার অভ্যাস নেই। এত রাতে তাকে কোন ভাবে ঔষধ খাওয়ানো সম্ভব নয়। এমনিতেও সে ঔষধ একদমই খেতে চায় না। কিন্তু তার শরীরে প্রচুর জ্বর। ফ্রিজে সাপোজিটরি আছে।সেটাই দেওয়া হলো বাবুকে। এবং কিছুক্ষণ পর অনেকটাই জ্বর কমে গেল। কিন্তু সারাটা রাত আমাকে একদমই ঘুমাতে দেয়নি।
আজ সারাটা দিনও তার শরীরটা অনেকটাই খারাপ ছিল। সারাটা দিন কিছুই খেতে চায়নি। একদিকে এত ব্যস্ততায় দিন কাটছে অপরদিকে ছেলের অসুস্থতা সবকিছু নিয়ে বেশ চিন্তিত আমি। আসলে সব কিছু সামাল দিতে গিয়ে একদম হিমশিম খাচ্ছি। কবে যে এসব কাটিয়ে উঠতে পারব সেদিন একটু হাফ ছেড়ে বাঁচবো। নিজে অসুস্থ হলে খুব বেশি কষ্ট হয় না কিন্তু সন্তান অসুস্থ হলে অনেক বেশি খারাপ লাগে এবং কষ্ট হয়।
সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।মনটা একদমই ভালো নেই।আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কথা শুনে তো আমারও চিন্তা হচ্ছে। এই সময় বাবু অসুস্থ হয়ে গেল এটা শুনে সত্যিই খারাপ লাগছে। বাবুর জন্য অনেক অনেক দোয়া রইলো। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু সন্তান অসুস্থ হলে একদমই কিছু ভালো লাগে না। খুবই খারাপ সময় কাটছে। আশা করছি খুব দ্রুত এই সময়টা কাটিয়ে উঠবো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়দের অসুখ হলে কিছুটা মেনে নেওয়া যায় কারণ তাদের সহ্য ক্ষমতা রয়েছে। কিন্তু ছোট বাচ্চাদের অসুখ হলে সবচেয়ে বেশি কষ্টের হয়। কারণ তারা বোঝাতেও পারে না এবং সহ্য করতে পারে না। তবে বর্তমানে ডেঙ্গুর কারণে খুবই আতঙ্কে আছি। বাচ্চাদেরকে নিয়ে একটু সাবধানে থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু নিজেরা অসুস্থ হলে কিছুটা মেনে নেওয়া যায় কিন্তু ছোট বাচ্চা অসুস্থ হলে ভীষণ কষ্ট হয়। কারণ তারা মুখ ফুটে তাদের কষ্টের কথা বলতে পারে না।এখন মোটামুটি সুস্থ আপু সাবধানে থাকবেন বাচ্চাদের নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি ওকে রেখে শহরে গিয়েছিলেন।ও খুব কান্নাকাটি করেছিল।আর কখন ও তো ওকে রেখে যান না।তাই মানসিক একটি ব্যাপারে হয়তো ওর জ্বর হয়েছে।চিন্তা করবেন না ইনশা আল্লাহ সুস্থ হয়ে যাবে।দোয়া রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও এমনটাই মনে হয়েছে আপু ও আমার চলে যাওয়াটা নিতে পারেনি। আর সেই থেকে ওর জ্বর এসেছে। এখন মোটামুটি সুস্থ আছে আপু, ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সময় জ্বর হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। আমি ফার্মেসিতে কাজ করি বলে বিষয়টা সম্পর্কে অবগত। অন্য সময়ের চেয়ে এই সময়টায় জ্বরের রোগী বেশি থাকে। আপনার ছেলের সুস্থতা কামনা করি। সামনের দিনগুলোতে সাবধান থাকবেন, এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সচেতনতামূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit