চিকেন রোস্ট || রেডিমিক্স মসলা দিয়ে রোস্টের রেসিপি

in hive-129948 •  2 years ago 

"হ্যালো,"

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

20230115_214148-01.jpeg

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আমাদের সবার পছন্দের খাবারের তালিকায় কিন্তু রোস্ট থাকে। বিয়ে বাড়ি শুরু করে সব অনুষ্ঠানে রোস্ট রাখা চাই। আর ছোট বাচ্চাদের তো রোস্ট থাকলে খাওয়া নিয়ে কোনো বায়না থাকেনা। সবার মতো আমি আর আমার পরিবারের সবাই রোস্ট ভিষণ পছন্দ করি। বিশেষ করে আমার বর। তাই আমার আজকের রেসিপি হলো চিকেন রোস্ট। আমি ঘরে থাকা উপকরণ এবং রাধুনি রেডিমিক্স রোস্ট মসলা দিয়ে দেশি মুরগির রোস্ট বানিয়েছি। আর সেই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপি শুরু করা যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণপরিমাণ
চিকেন৪ পিস
দুধ১ কাপ
পেঁয়াজ কুচি১ কাপ
কাঁচামরিচ বাটা১ চা চামচ
আদা-রসুন বাটা১ চা চামচ
জিরা-ধনিয়ার গুঁড়া১ চা চামচ
ভাজা জিরার গুঁড়া১ চা চামচ
রাধুনি রেডিমিক্স রোস্ট মসলা৬ চা চামচ
দারচিনিকয়েক টুকরা
সাদা এলাচকয়েকটি
লবণপরিমাণমতো
তেল

20230115_183340.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ~১

প্রথমে চিকেন পিস গুলো আমি লবণ দিয়ে মেখে নিয়েছি।

20230115_210507.jpg

ধাপ~২

চুলায় একটি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি চিকেন গুলো বাদামি করে ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1673867755350.jpg

ধাপ~৩

এরপর একই তেলে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1673867771976.jpg

ধাপ~৪

এবার একই তেলে আমি আবারো কিছু পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়েছি সামান্য পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়।

PhotoCollage_1673867828912.jpg

ধাপ~৫

এরপর একে একে সব গুঁড়া মসলা এবং বাটা মশলাগুলো দিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়েছি। তারপর মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ।

PhotoCollage_1673867888198.jpg

ধাপ~৬

এরপর মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে মসলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1673868083793.jpg

ধাপ~৭

কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর পরিমাণ মতো পানি দিয়ে আবারো রান্নার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর ঝোলটা যখন গাঢ় হয়ে গেছে তখন আমি সামান্য চিনি, পেঁয়াজের বেরেস্তা এবং ভাজা জিরার গুড়া ছিটিয়ে রান্নাটি নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1673868166227.jpg

আমি রোস্টগুলো পরিবেশন করেছি সাদা পোলাওয়ের সাথে।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

PhotoCollage_1673868249397.jpg

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ব্লগ। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু বরাবরি আমি গোশত খেতে বেশি পছন্দ করি। আর যদি চিকেন রোস্ট হয় তাহলে তার কথাই নেই। বাসায় কখনো যদি চিকেন রোস্ট তৈরি করে তাহলে আমি যে কয়বার ভাত খাই শুধু চিকেন দিয়ে খেয়ে থাকি।রেডি মিক্সের মসলা দিয়ে চিকেন রোস্ট রেসিপি খেতে খুবই মজা লাগে। আপনি খুব সুন্দর এবং সহজভাবে রেসিপি তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

image.png

রেডিমিক্স মসলা দিয়ে রোস্টের রেসিপি। জি আপু ঠিক বলেছেন বেশিরভাগ মানুষ চিকেন রোস্ট পছন্দ করে। তার মধ্যে আমিও একজন। চিকেন রোস্ট হলে তো জমিয়ে খাই। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। মনে হচ্ছে ভাইয়া তো জমিয়ে খেয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

জ্বী ভাইয়া আপনার ভাইয়া খুব মজা করে খেয়েছে। কারণ তার এটা খুবই পছন্দের খাবার। ধন্যবাদ ভাইয়া।

চিকেন রোস্ট আমারও খুবই পছন্দের। রোস্ট খেতে আমার কাছে খুবই ভালো লাগে। রেডি মিক্সের মসলা দিয়ে চিকেন রোস্ট এর রেসিপি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে যে কেউ এটি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

রেডিমিক্স মশলা দিয়ে রোস্ট খেতে তো খুব ভালো লাগে। আমার তো রোস্ট দেখলেই খেতে ইচ্ছা করে
।আপনার রেসিপির কালার টাও অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবী চমৎকার রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাবি রেডিমিক্স মশলা দিয়ে রোস্ট খেতে আসলে অনেক মজা লাগে। ধন্যবাদ ভাবি সুন্দর মন্তব্যের জন্য।

এখন রেডিমেট সকল মশলা বাজারে পাওয়ার ্কারনে যেকোন রান্না যখন ইচ্ছা সহজে করা যায়। কিন্তু আমাদের মা দাদিরা এ সকল রান্নার জন্য কত কস্টই না করতো। রেডিমিক্সড মশলা দিয়ে আপনি বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন

আগে যেমন এ ধরনের মসলাগুলো রেডিমেড থাকতো না তেমনি এ ধরনের খাবারগুলো তখন ছিল না। এখন নতুন নতুন রেসিপি খাই তাই নতুন নতুন জিনিসও বাজারে পাওয়া যায়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

চিকেন রোস্ট খেতে সবাই পছন্দ করে। যেহেতু ভাইয়া এই খাবারটি খেতে পছন্দ করেন তাহলে তো আপনার হাতের তৈরি এই খাবারটি নিশ্চয়ই অনেক মজার হয়। আর আপনি যা কিছুই তৈরি করেন না কেন আমার কাছে ভালো লাগে। আপু আপনার রান্নার হাত সত্যি অনেক ভালো। আপু আপনি অনেক সুন্দর ভাবে চিকেন রোস্ট রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

নিজে তো বলতে পারবোনা কেমন হয়। তবে যে যে খেয়েছে সবাই ভালই বলেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

এডমিন সাহেব বোধয় আজকে বেশ গরম হয়ে আছেন চিকেন রোস্ট খেয়ে।এদিকে তার ছোট ভাই,ডাল ভর্তা খেয়ে লেপের নিচে কাঁপছে🥶।

সুন্দরভাবে উপস্থাপন করেছেন চিকেন রোস্ট রেসিপিটি।দাওয়াত নিয়ে রাখলাম,ধন্যবাদ।

তুমি কোন কথাই বলো না। তুমি তো আসলে কোন কিছু খেতে চাও না।

আজকের তাহলে ভাইয়াকে রেডিমিক্স মসলা দিয়ে চিকেন রোস্ট রেসিপি তৈরি করে খাওয়াইছেন। এই ধরনের রেসিপি দেখলে কি আর ঠিক থাকা যায় দেখলেই মনে হয় খেয়ে ফেলি। অনেক সুন্দর হয়েছে আপু আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সব সময় তো আর সব উপকরণ ঘরে থাকে না। এজন্য ঘরে থাকা উপকরণ এবং রেডিমিক্স মসলা দিয়ে রোস্ট বানিয়ে খাইয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

ঠিক বলেছেন বিয়ে বাড়িতে রোস্ট না হলে চলেই না । মাঝে মাঝে বাসায় রোস্ট রান্না করা হয়। মুরগির রোস্ট খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি খুব সহজে রেডি মিক্স মসলা দিয়ে রোস্ট রান্না করেছেন। ভাইয়ার পছন্দের খাবার মনে হয় তৃপ্তি সহকারে খেয়েছে। কালারটাও দারুন হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

জ্বী ভাইয়া ও অনেক তৃপ্তি করে খেয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

মসলা দিয়ে রোস্টের রেসিপিটি চমৎকার হয়েছে। মুরগি রোস্ট আমার অনেক প্রিয় খাবার। রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। বেশ চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

হ্যাঁ আপু এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু আপনি খুব মজা করে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করেছেন, দেখে খুব ভাল লাগলো। আপনি রাধুনি রেডিমিক্স দিয়ে রান্নাটি শেয়ার করলেন খুব সুস্বাদু হয়েছে এটা বলা যায়। আপনার চিকেন রোস্ট খুবই লোভনীয় হয়েছে। আপনি ধাপে ধাপে রেসিপিটি খুব সুন্দর করে তুলে ধরেছেন, এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

আসলে আপু রোস্ট খেতে মনে হয় সবাই ভীষণ পছন্দ করে। আমারও বেশ ভালো লাগে। আপনি বেশ চমৎকার করে রোস্ট এর রেসিপি শেয়ার করেছেন। প্রতিটি ধাপ বেশ ভালো করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই আপনার রন্ধন প্রণালী বোঝা যাচ্ছে।মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন আপু আমরা কম বেশি সবাই রোস্ট খেতে পছন্দ করি। ছোট বাচ্চারা আরো বেশি পছন্দ করে। আমার এই রেসিপিটি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

কি রেসিপি শেয়ার করলেন লোভ সামলানো যাচ্ছে না।আপনি ঠিক বলছেন রোস্ট পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে।ঘরে থাকা উপকরণ দিয়ে বেশ মজার করে পেঁয়াজ বেরেস্তা করে রোস্ট রেসিপি করেছেন দেখেই তো খাওয়ার লোভ লাগিয়ে দিছেন।অনেক মজার করে রেসিপিটি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে।

রেসিপিটা আপনার খুব ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু ঠিক বলেছেন বাচ্চাদের এমন মজাদার রেসিপি হলে আর বায়না থাকেনা। তবে আপু আমাদের দাওয়াত না দিয়ে একা খাবেন এটা কি হলো। আমি রোস্ট খেতে অনেক পছন্দ করি। তারজন্য এভাবে মাঝে মাঝেই রোস্ট তৈরি করা হয়। আপনার রেসিপি দেখে তো জিভে জল চলে আসল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

ভুল হয়েছে আপু পরের বার অবশ্যই দাওয়াত করব রেসিপি করলে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

কিছুদিন আগে গাংনী বাজার থেকে চিকেন ফ্রাই খেয়েছিলাম। হয়তো সে লোভনীয়টাও এখন মনের মধ্যে রয়েছে কিন্তু আজকে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন একটি চিকেন রোস্ট রেসিপি। ঠিক সে জাতীয় রেসিপি। যার জন্য পুনরায় লোভনীয়তা বেড়ে উঠলো মনের মধ্যে। অনেকগুলো মসলার উপাদানের সমন্বয়ে আপনি এই কাজ সম্পন্ন করিয়েছেন। অবশ্য ফটোগ্রাফি গুলো বেশ ক্লিয়ার ছিল। আশা করি খুব সুস্বাদু হয়েছে আপনার আজকের রেসিপিটা।

জ্বী ভাইয়া রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।