পরিবর্তন || পর্ব দুই

in hive-129948 •  3 years ago 

এখন থেকে বেশ কয়েকদিন আগে, একটা ব্লগ লিখেছিলাম। তখন আমি বলেছিলাম যে, আমাদের এলাকার কৃষি ব্যবস্থা সম্পর্কে এবং আমি বলেছিলাম যে সময়ের মাধ্যমে কিভাবে সেটা পরিবর্তন হয়ে যায়। সেটা নিয়ে আমি বিগত সময়ে লেখার চেষ্টা করেছিলাম। সেই ধারাবাহিকতা থেকে আমি আমার কথা রাখার চেষ্টা করছি এবং আজকে আর একটা পর্ব তুলে ধরব। আশা করি সেখানে গ্রামীণ মানুষের কৃষিকাজের সম্পৃক্ততার বিষয় গুলো, আপনারা স্বচক্ষে দেখলে কিছুটা অনুধাবন করতে পারবেন।


এখন খুব ব্যস্ত মৌসুম চলছে, কারণ সবাই সবার পতিত জমি গুলো একদম ভালো ভাবে প্রস্তুত করে ফেলেছে ফসল রোপণ করার জন্য। তারই ধারাবাহিকতায় আগে যারা যেখানে যে জমিতে ধানের চারাগুলো অল্প সময়ের জন্য রোপণ করেছিল, সেই চারা গুলো সেখান থেকে তুলে পতিত জমিতে এখন রোপণ করা হবে।
সকালবেলা যখন আমি হাঁটতে বের হয়েছিলাম, ঠিক তখনই আমার এই দৃশ্যগুলো চোখে পড়েছে। সেই ভোরবেলা এই ভদ্রলোকেরা ঘুম থেকে উঠে একদম কাঁদাপানির ভিতরে নিজেকে ব্যস্ত করে ফেলেছে। চারা গুলো সংগ্রহ করার জন্য এবং সেই চারাগুলো তারা সংগ্রহ করে, তারা যে জমিগুলো একদম ভালো ভাবে প্রস্তুত করেছে সেখানে তারা রোপণ করবে। যাইহোক দিনভর তাদের এই ভাবেই কাজ চলবে এবং এইভাবে একটা সময় অপেক্ষা করবে, তারা মাঠ ভরা সবুজ ফসল দেখার জন্য।
IMG_20210729_090722.jpg

IMG_20210729_090725_1.jpg

IMG_20210729_090727_1.jpg

IMG_20210729_090733.jpg

IMG_20210729_090730_1.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম বাংলা চিত্র সবসময় সরলতায় মোড়ানো। এক শান্ত পরিবেশ জুড়ে থাকে। ছবির মধ্যে গ্রাম বাংলা জীবনযাত্রা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।