এইতো কিছু দিন আগেই || @shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

দেখতে দেখতে সময় গুলো খুব তাড়াতাড়ি চলে গেল। আর তার মধ্যে যখন আজ মোবাইল গ্যালারিতে ছবিগুলো দেখছিলাম, তখন মনে হচ্ছিল সময়গুলো কত দ্রুত চলে গেল। আর কত মধুর ছিলনসেই সময়গুলো। মুহূর্তেই যেন সব এলোমেলো হয়ে গেল, মূহূর্তে যেন সবকিছু পরিবর্তন হয়ে গেল। যাইহোক সময় এগিয়ে যাবে। নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এটার নামই হচ্ছে জীবন।


আসলে আমার মূলত যাওয়া হয়েছিল দাদা শ্বশুর বাড়িতে। মূলত গিয়েছিলাম আমি ও আমার বড় ভাইয়ের বউ ও তার বাচ্চা মিলে। সবথেকে বড় মজার বিষয় ছিল, সেই সময়টা আমি অনেকটাই মানসিক ও শারীরিকভাবে সুস্থ ছিলাম। যার কারণে খুবই ভালো সময় কেটেছিল আমাদের সেই সময়।তবে সময় হচ্ছে বহমান নদীর মতো। তাকে কখনো ধরে রাখা যায় না। সে তার আপন গতিতেই চলে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম।
যেহেতু আমার ভাইয়ের বউ ও তার বাচ্চা শহরে থেকে অভ্যস্ত। তাই তাদের গ্রামীণ জীবন যাপনের প্রতি খুব একটা অভিজ্ঞতা নেই। তাই তাদেরকে নিয়ে যখন আমার দাদা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন একটা ভিন্ন রকম আমেজ কাজ করছিল। এমনিতেই নতুন জায়গা তার ভিতরে নতুন পরিবেশ। সব মিলিয়ে আমাদের কাছে মুহূর্তগুলো অনেক ভাল ছিল। আমরা গিয়েছিলাম পুকুরপাড়ে, গিয়েছিলাম জমির ধারে, গিয়েছিলাম আবাদি জমি গুলো দেখতে এবং সব মিলিয়ে একটা মনমুগ্ধকর সময় ছিল। আমি চাই এমন সময় গুলো বারবার ফিরে আসুক।
IMG_20201031_101021_1.jpg

IMG_20201031_100934.jpg

IMG_20201031_100912_1.jpg

IMG_20201031_100908_1.jpg

IMG_20201031_100858_1.jpg

IMG_20201031_100715.jpg

IMG_20201031_100636.jpg

IMG_20201031_094149_1.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই দিন টি অনেক মনোমুগ্ধকর ছিলো। অনেক শুভেচ্ছা রইলো। প্রকৃতির কাছে সময় কাটানোর খুবই ভালো।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

দিনটি সত্যিই খুব সুন্দর ছিল। প্রকৃতি আমিও খুব পছন্দ করি। প্রকৃতিকে ভালোবাসা খুব ভালো। আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।