শীতের রাতে খিচুড়ি পিকনিক

in hive-129948 •  23 days ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আবারো হঠাৎ করেই শীতের রাতে খিচুড়ি পিকনিক করলাম সবাই মিলে।শীতকালে পিকনিক করতে যতটা আনন্দ হয় অন্য সময় তেমনটা হয় না। কিছুদিন আগেই পিকনিক করেছিলাম অনেক বড় করে খিচুড়ি এবং মুরগির মাংস দিয়ে। হঠাৎ করে আবারো খিচুড়ি পিকনিক করে ফেললাম। গত কয়েকদিন আগে আমার ছোট বোনকে একদিন বিকেলে দেখলাম গর্ত করছে। আমি জিজ্ঞেস করাই তারা বলল তারা নতুন চুলা বানাবে পিকনিক করার জন্য।

1000015403.jpg

কিন্তু তারা কোনোভাবে চুলা বানাতে পারছিল না। আমি তাদের সাথে যোগ দেই এবং কোনোমতে একটা চুলা বানিয়ে ফেলি। কারণ চুলা বানানোর আমার কোনো অভিজ্ঞতাই নেই। যাই হোক চুলাটা যখন শুকিয়ে গেল তখন আমার ছোট বোন এবং পাশে দুইটা চাচাতো বোন মিলে বলছিল তারা কিছু একটা রান্না করে খাবে। যেহেতু খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি। তাই সবাইকে বললাম যে খিচুড়ি পিকনিক করা হোক। সেই মতো বাসা থেকে সবাই চাল ডাল মসলা সংগ্রহ করেছি।

1000018016.jpg

1000018015.jpg

1000018013.jpg

আমি শুধুমাত্র খিচুড়ি তাদেরকে রেডি করে দিয়েছিলাম তারাই রান্না করেছে। রান্না হয়ে গেলে আমরা সেই চুলার ধারেই বসে আগুন পোহাতে পোহাতে খেয়েছিলাম। আমাদের সাথে আমার বাবা এবং আমার এক চাচাও যোগ দিয়েছিলেন। কম মসলা দিয়ে রান্না করলেও খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমরা সবাই অনেক মজা করে গরম গরম খিচুড়ি খেয়েছি। খিচুড়ির সাথে সবাই বাড়ি থেকে একটি করে ডিম এনে ভেজে নিয়েছিলাম। আমার এক চাচির বাসায় ছোট মাছের চচ্চড়ি ছিল সেগুলো এনেছিল আমরা সবাই মিলে সেগুলোও খেয়েছিলাম।

1000018012.jpg

1000015403.jpg

1000012323.jpg

1000012318.jpg

সত্যি কথা বলতে গ্রামের এই আনন্দ গুলোই আমার কাছে বেশ ভালো লাগে। তারা সবাই অনেক আন্তরিক হয়। এই যেমন চাওয়ার সাথে সাথে সবাই মিলে ছোটখাটো খিচুড়ি পিকনিক করে ফেললাম। এবং খুবই আনন্দ হয়েছে। আমার তো শীতের রাতে পিকনিক করতে খুবই ভালো লাগে আমার মতো আপনারাও শীতের রাতে পিকনিক করতে পছন্দ করেন কিনা জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমরাও আগে এমন করে শীতের রাতে খিচুড়ি পার্টি করতাম। আপনারা যে মজা করে খিচুড়ি পার্টি করেছেন সেটা তো আপনার পোস্ট পড়েই বুঝেছি। শীতের রাতে এমন খিচুড়ি তাও আবার আগুনের পাশে বসে। বিষয়টা কিন্তু দারুন ছিল আপু।

বিষয়টা সত্যিই দারুন ছিল আপু। গরম গরম খিচুড়ি চুলার পাশে বসে খেতে অনেক আনন্দ হচ্ছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলে আজকে আপনার পোস্টে দেখে আমার সেই আগের কথা মনে পড়ে গেল। যখন আমরা গ্রামে থাকতাম তখন এই শীতের দিনে হঠাৎ করে বাড়িতে বিভিন্ন ধরনের খাবার আয়োজন চলতো এবং আশেপাশের সবাই এসে ছোটখাটো পিকনিক করতাম। আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো।

আমার পোস্টটি আপনার ছোটবেলার কথা মনে করে দিতে পেরেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আসলে পিকনিক মানেই মজা। বেশ দারুন ভাবে আপনারা সকলে রাতের আঁধারে পিকনিকের আয়োজন করেছিলেন দেখে বেশ ভালো লাগলো। পিকনিকের আয়োজন বিষয় নিয়ে খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে পোস্ট লিখে গুছিয়ে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে পোস্ট লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আমরা যখন ভাইবোনেরা একসাথে হই তখনো এরকম খিচুড়ি রেসিপি পরিবেশন করা হয়। শীতের রাতে গরম খিচুড়ির সাথে যদি ডিম ভাজি আর একটু ঘি হয় তাহলে আর কিছু দরকার পড়ে না। আহ বলতেই আমার এখন খেতে ইচ্ছে করছে হা হা হা।

একদম ঠিক বলেছেন শীতের রাতে গরম খিচুড়ি আর সাথে যদি ডিম ভাজি থাকে আর কোনো কিছুর দরকার পড়ে না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

শীতের দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। বিশেষ করে আপনার শেয়ার করা খিচুড়ির কালার খুব সুন্দর হয়েছে। নিশ্চয়ই খেতে খুব মজা হয়েছিল। আশা করি ডিম ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু খিচুড়ির কালার যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজার হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

শীতের দিনে পিকনিকের মজাই আলাদা। আমরাও করতাম যখন দেশের বাএই থাকতাম। আপনার পোস্ট পড়তে পড়তে মনে পড়ে যাচ্ছিল সব কিছু।

শীতকালে এমন পিকনিকের আয়োজন সত্যিই অনেক মজার। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

পুশ টাস্ক এবং Super Walk এর টাস্কগুলো এখনো শেয়ার করা হয় নাই।

@hafizullah ভাইয়া দয়াকরে কিছু মনে করিয়েন না, আসলে বাসায় অনেক লোকজন আসছে তো তাই সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি।

https://x.com/HiraHabiba67428/status/1871975748376093028?t=dJtWBoRAMbUvEScihLpXHg&s=19

1000018022.jpg

1000018023.jpg

শীতের রাতে এরকম খিচুড়ির পিকনিক করার অনুভূতিটা একেবারেই আলাদা। আর আপনারা খিচুড়ির পিকনিক করেছিলেন, এটা শুনেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। বুঝতেই পারছি গরম গরম খিচুড়ি সবাই একসাথে খেতে অনেক ভালো লেগেছিল। যেভাবে পরিবেশন করেছেন, আমাকে যদি দিতেন তাহলে তো মজা করে খেয়ে ফেলতাম।

হ্যাঁ আপু গরম গরম খিচুড়ি সবাই মিলে একসাথে খেতে অনেক ভালো লাগছিলো।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

  ·  23 days ago (edited)

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

শীতের রাতে এরকম পিকনিক করলে কিন্তু মজাটা অনেক বেশি হয়। আর সবাই মিলে পিকনিক করলে অনেক আনন্দ হয়ে থাকে। আপনাদের খিচুড়ি দেখে তো খেতে ইচ্ছে করছে অনেক বেশি। আগে শীতের সময় এরকম পিকনিক করা হতো। কিন্তু এখন খুব একটা করা হয় না। পিকনিকের পুরো মুহূর্তটা অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

শীতকাল এখনো চলে যায়নি ভাইয়া। তাড়াতাড়ি করে ফেলুন সবাই মিলে শীতকালে রাতে এই খিচুড়ি পিকনিক। শীতের রাতে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ।

আজকে দেখছি আপনি শীতের রাতে খিচুড়ি দিয়ে পিকনিক করেছেন এবং আপনার অনুভূতি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে শীতের রাতে কম বেশি আমরা সবাই পিকনিক খাই। শীতের রাতে পিকনিক খাইতে অনেক বেশি ভালো লাগে। গরম গরম খিচুড়ি খাইতে বেশ ভালোই লাগে।

একদম শীতের রাতে পিকনিক করার মজাই আলাদা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

গ্রামে এভাবে সবাই মিলে একসাথে পিকনিক করে খেতে ভীষণ মজা লাগে। আমরাও কিছুদিন আগে পিকনিক করেছিলাম বেশ মজা লেগেছিল। খিচুড়ি এবং ডিম ভাজি দারুন আইটেমের পিকনিক করেছেন আপু। আমার কাছে মনে হয় দিনে থেকে রাত্রি বেলায় পিকনিক করলে আরও বেশি মজা হয়। খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন অপু শেয়ার করার জন্য ধন্যবাদ।

শীতকালে তো রাত্রিবেলা পিকনিক খেতেই বেশি মজা হয় আপু।কিছুদিন আগে আপনারাও পিকনিক খেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

এই শীতের সময় যেমন পিকনিক খেতে মজা ঠিক তেমনি শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে আরো বেশি মজা লাগে।আপনারা খিচুড়ি দিয়ে পিকনিক খেয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু।খুবই সুন্দরভাবে আপনার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

শীতের রাতে গরম গরম খিচুড়ি খেতে সত্যি অনেক মজা লাগে। আর সবাই মিলে যদি এমন পিকনিকের আয়োজন করা হয় তাহলে তো কোনো কথাই নেই। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনারা মাঝেমধ্যেই সবাই মিলে এরকম পিকনিক করেন মনে হয়। প্রায় সময় আপনার পোস্টে এই মুহূর্তগুলো দেখা যায়। গ্রামে এ ধরনের আনন্দ গুলো ভালো লাগে। মাঝে মাঝে এরকম হলে খুবই ভালো লাগে। সবাই মিলে একসাথে দারুন কিছু সময় কাটানো যায় এবং খাওয়া দাওয়া হয়। শীতের রাতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা হলে তো কথাই নেই। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

হ্যাঁ আপু আমরা কিছুদিন পরপরই এমন পিকনিকের আয়োজন করি। খুবই মজা করা হয় সবাই মিলে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

গ্রামীন পরিবেশের পিকনিক গুলো আসলে এরকমই হয় সবাই যে যার বাসা থেকে সবকিছু সংগ্রহ করে আর সবাই মিলে একসাথে রান্না করে খেতেও ভালো লাগে। আপনার ছোট বোন প্রথমে উদ্যোগ নিয়েছিল বুঝতে পারছি। খিচুড়ি পিকনিক দারুন হয়েছে আপু।

একদম ঠিক বলেছেন আপু সবার বাড়ি থেকে সবকিছু সংগ্রহ করে পিকনিক করার মজাই আলাদা। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

আপু গ্রামের আনন্দ গুলো সবার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা শীতের সময় ভালোই পিকনিক করেছেন।খিচুড়ি এর সাথে মুরগির মাংস হলে তো বেশি মজা হয়েছে খেতে। আর এ ধরনের পিকনিক গুলো যখন ছোট বড় সবাই থাকে তখন আলাদা একটা মজা লাগে। ভালো লাগলো আপনার পিকনিক পোস্ট দেখে।

হ্যাঁ আপু খুবই মজা করেছি ছোট বড় সকলে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

শীতকাল আসলে এই খিচুড়িটা ভালোই জমে উঠে। আমার কাছেও এই খিচুড়িটা অনেক ভালো লাগে। সাথে যদি ডিম ভাজা থাকে তাহলে তো আর কোন কমেন্ট থাকতে পারে না। দারুন হয়েছে ধন্যবাদ।