গ্রীস্মকালীন ফল খাওয়ার কিছু অন্যরকম অনুভূতি /// ১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

IMG_20220331_110016.jpg

সোর্স

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।

আজকে আমি আমার গ্রীস্মকালীন ফল খাওয়ার একটা অনুভূতি এখানে প্রকাশ করতে যাচ্ছি। আমি এই ফল খাওয়ার অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে আমার ছোটবেলার কিছু চুরির কর্মকাণ্ডের একটি প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে তুলতে যাচ্ছি।

লিখছি এখানে তারপরও মনে হচ্ছে যেন সবাইকে সামনে রেখে আমার ছোটবেলার চুরির ঘটনা গুলো সবাইকে বলছি, কিছুটা কেমন কেমন যেন লাগছে😁।

আমি ছোটবেলায় অনেক দস্যি প্রকৃতির মেয়ে ছিলাম। যে জন্য প্রতিদিনই দু'চারটে নালিশ আসতো পরিবারের কাছে। পাড়ার ছেলেদের সাথে মারপিট করে মাঝেমধ্যে নিজেও মার খেয়ে আসতাম।

আর যখন গ্রীস্মকাল আসতো তখন আমার কিছু দলবল থাকতো তাদেরকে নিয়ে কোন গাছের ফল, কত বড় হয়েছে সেই খবর রাখতাম আর একদিন অতর্কিত হামলা করতাম।

একদিন এমন হল যে আমি ও আমার দলবদল একটি ক্ষেতের পাশে আমগাছ দেখলাম যেখানে অসংখ্য আমি ধরেছিল।তো আমরা আর লোভ সামলাতে পারিনি। আমি আম গাছে সাথে সাথেই ঢিল ছুড়লাম আর ঢিল ছোড়াতে দেখা গেল দু'তিনটে আম নিচে পড়ে গেছে। দলের দু' একজন গিয়ে আম গুলো কুড়িয়ে নিয়ে আসলো।কিন্তু শেষের ঢিলটা যখন মারলাম পাশের জমিতে থাকা এক কৃষকের পিছনের অংশে গিয়ে মাটির ঢিলটা পড়েছিল। যে কারণে কৃষক চিৎকার করে বলতে লাগল আমগাছে কে ঢিল ছুড়ছে আর আমরা তো দলবল নিয়ে সেখান থেকেই ছুট।

আরেকদিন আমাদের বাসার পাশেই একটা বড় আম গাছ ছিল সেখানে অনেক বড় বড় আম ধরে ছিল,সে আম খাওয়ারই একলা একলা ফন্দি করছিলাম।

তো যখন সন্ধ্যার সময় সুযোগ পেলাম, যে আশেপাশে আর কেউ নেই আমি তখন সুযোগ বুঝে গাছে উঠতে শুরু করলাম, কিন্তু একটু ওঠার পরেই হঠাৎ করেই দেখতে পেলাম মস্ত বড় এক কালো বিচ্ছু🐛🐛🐛।আসলে বিচ্ছু জিনিসটা আমি এত ভয় করি যে সাপ কেউ এত ভয় করিনা। যাইহোক আম খাব এই নিয়ত ছিল পাক্কা।তাই বিচ্ছুটাকে এ পাশ করে আমি গাছের ওপাশ দিয়ে কোনরকমে গাছের ডগায় উঠে গেলাম। আর আমার ইচ্ছে মতো দু'চারটে আম পেরে নিচে নেমে আসলাম। কিন্তু যেহেতু বিচ্ছু কে আমি অনেক ভয় পাই তাই আমার শরীর তখনও ঝিমঝিম করছিল।

কিন্তু যখনই বিচ্ছুর কথা বাদ দিয়ে আম খাওয়ার জন্য বসলাম দেখি বিচ্ছুটা আমার কাপড়ের সাথে লেগে আছে।আরকি 😝😝চিৎকার-চেচামেচি আর আর বিচ্ছুর থেকে বাঁচার জন্য লাফালাফি। এই চিৎকার চেঁচামেচির কারণেই আমার পরিবার ও আশপাশের দু' চারজন মানুষ কি হয়েছে দেখার জন্য আমার কাছে দৌড়ে আসে।

আর সবাই আসার পরে দেখে আমার কাছে অনেকগুলো বড় বড় আম। আর তারা এটাও বুঝে যায় যে এই গাছের আম আসলে এতদিন আমি চুরি করছিলাম। একটা সাধারণ বিচ্ছুর কারণে ওই দিন আমি ধরা খেয়ে গিয়েছিলাম।

তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹

আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো।আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

হিহিহি🤣🤣🤣আপু আপনার গ্রীস্মকালীন ফল খাওয়ার কিছু অন্যরকম অনুভূতি পড়ে আমার অনেক হাসি পাচ্ছে। আপনি চুরি করতে ধরা পড়েছেন। বিচ্ছু গুলার জন্য। ধন্যবাদ আপু এতো সুন্দর অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা ও দুআ রইল।