//দেশি মুরগির মজাদার ভুনা রেসিপি //১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

IMG_20220327_213739.jpg
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে এসেছি। আমার রেসিপিটির নাম হচ্ছে "দেশি মুরগি ভুনা"। আসলে দেশি মুরগির মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার,আর পছন্দ করবে নাইবা কেন,এর টেস্ট, গন্ধ আর পুষ্টি গুনাগুনতো কোনো কমতি নেই।

আসলে আমি যেখানে থাকি এখানকার বেশিরভাগ অংশটাই গ্রাম অঞ্চল, আর এজন্যই এখানে সাপ্তাহিক বুধবারে বাজার বসে। আর সেখান থেকেই দেশি মুরগি খুব সহজেই কিনতে পাওয়া যায়। দাম যেমনই হোক দেশী মুরগী সচরাচর পাওয়া যায় এটাই হচ্ছে বড় কথা।

তো চলুন আজকে আমি আমার এই দেশি মুরগির মজাদার ভুনা রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে খুব সহজেই এর প্রস্তুতি প্রণালী এগুলো পর্যায়ক্রমে উপস্থাপন করছি।

IMG_20220327_212912.jpg

IMG_20220325_145819.jpg

IMG_20220325_145204.jpg

উপকরণ সমূহপরিমান
দেশি মুরগি১ কেজি
পেঁয়াজআট-দশটি
রসুন বাটা২ চামচ
আদা বাটা১ চামচ
হলুদ গুড়া১ চামচ
মরিচ গুড়া২ চামচ
ধনে গুড়া৩ চামচ
জিরা গুড়া২ চামচ
দারচিনি৩ টুকরো
তেজপাতা৫-৬ টি
এলাচ৬-৭ টি
কাঁচা মরিচ৭-৮ টি
টমেটো২ টি
তেলপরিমাণমত
লবণপরিমান মত
পানিপরিমান মত
☀ প্রস্তুত প্রক্রিয়া ☀
প্রথম ধাপ

IMG_20220325_145819.jpg

প্রথমেই সবগুলো উপকরণকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ধূয়ে কেটে নেব প্রয়োজন অনুসারে।

দ্বিতীয় ধাপ

IMG_20220327_185919.jpg
IMG_20220327_185944.jpg

চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজ, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে এরমধ্যে পরিমাণমতো সরষের তেল দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজার জন্য।

তৃতীয় ধাপ

IMG_20220327_212427.jpg

IMG_20220327_212450.jpg
এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো অনেকটা ভাজাভাজা হয়ে গিয়েছে তাই এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজার সময় নেবো।

চতুর্থ ধাপ

IMG_20220327_212545.jpg
IMG_20220327_212603.jpg

এখন আদা ও রসুন বাটা গুলো অনেকটা ভাজাভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ এর সাথে। তাই এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব যেন এগুলো পুড়ে না যায়।

পঞ্চম ধাপ

IMG_20220327_223222.jpg

IMG_20220327_223237.jpg

আগে থেকে নিয়ে রাখা সবগুলো মসলা একসাথে কড়াইয়ে দিয়ে দিলাম এবং একটি কাঠির সাহায্যে এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।

ষষ্ঠ ধাপ

IMG_20220327_212709.jpg

IMG_20220327_212729.jpg
এ পর্যায়ে আমি মসলা গুলোর মধ্যে আর একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন আগের থেকে টুকরো করে পরিষ্কার করে নেওয়া মুরগির মাংস গুলো দিয়ে দিলাম।

সপ্তম ধাপ

IMG_20220327_212814.jpg
এখন আমি মসলার সাথে মাংস গুলোকে ভাল করে নেড়ে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো।

অষ্টম ধাপ

IMG_20220327_213019.jpg

কিছুক্ষণ ঢেকে ঢেকে নেড়েচেড়ে রান্না করার পর আমার মাংসের কালারটা অনেকটা এরকম হয়েছে।

নবম ধাপ

IMG_20220327_225754.jpg

IMG_20220327_225811.jpg

মাংস গুলোকে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন এরমধ্যে আমি দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি।

দশম ধাপ

IMG_20220327_213152.jpg
IMG_20220327_213213.jpg
এখন টমেটো ও মাংস গুলো ভালো করে কষে যাওয়ার পর আমি এর মধ্যে পরিমাণমতো গরম পানি দিয়ে দেব।

একাদশ ধাপ

IMG_20220327_213241.jpg
IMG_20220327_213258.jpg
গরম পানি দেয়ার পর এখন আমি ভাল করে নেড়ে চেড়ে মাংসগুলোকে পানির সাথে মিশিয়ে মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো। আসলে শেষের দিকে কাঁচামরিচ গুলো দিলে এর গন্ধ অনেক ভালো হয় এবং খেতেও সুস্বাদু লাগে।

দ্বাদশ ধাপ

IMG_20220327_231015.jpg
কাঁচামরিচ দেয়ার পর এখন নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো মৃদু আঁচে রান্না করবো।

ক্রয়োদশ ধাপ

IMG_20220327_213331.jpg

এ পর্যায়ে আমার দেশি মুরগির ভুনা রেসিপি রান্না সম্পন্ন হয়ে গেছে।

শেষ ধাপ

IMG_20220327_212312.jpg

IMG_20220325_160603.jpg

এ পর্যায়ে গরম গরম মজাদার দেশি মুরগির ভুনা রেসিপি পরিবেশনের পালা। মুরগি ভুনা সচরাচর ভাতের সাথে সবাই খেতে পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই।

তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹

আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দেশি মুরগি খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। দেশি মুরগির মাংস যদি এভাবে ভুনা করা হয় তাহলে খেতে খুবই মজার। তবে সেটা যখন গ্রামে যাই তখনই খাওয়া হয়। আপনার আজকের দেশী মুরগী রান্নার রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আর দেখেই বোঝা যাচ্ছে সেটা খেতে কতটা মজার হয়েছিল ধন্যবাদ আপনাকে।

আসলে দেশী মুরগী তো এজন্য সত্যিই ভাল হয়েছিল খেতে, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

দেশি মুরগির মাংস খাইনা অনেকদিন হয়ে গেল। আগে জানলে বিনা নিমন্ত্রণে আপনার বাসায় চলে যাইতাম। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ইনশাল্লাহ একদিন আপনাকে নিমন্ত্রণ করে খাওয়াবো যদি ভাগ্যে থাকে, আর এত সুন্দর করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার উপস্থাপন করা দেশি মুরগির মাংসের ভুনা রেসিপি টা দেখতে জাস্ট অসাধারণ দেখাচ্ছে। দেশি মুরগির মাংস খেতে আমি অনেক ভালোবাসি । আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

অনেকদিন ধরে খাওয়া হয়না দেশি মুরগি রেসিপি। যার ফলে আপনার রান্না করার রেসিপির ছবিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে। রেসিপিটি রান্না করার প্রক্রিয়া গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমার রেসিপিটির সম্পর্কে মন্তব্য করার জন্য।

আপু আপনার দেশি মুরগির মাংস দেখে খুবই লোভনীয় লাগছে। দেখেই বুঝা হচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। রেসিপি কালার সুন্দর হলে খেতেও অনেক মজাদার হয়। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।আপনার জন্য শুভকামনা রইল।

জি আপু আসলে এটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে এটা খেতেও ততটাই ভালো হয়েছিল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশের জন্য।

মাংসের মধ্যে মুরগির মাংস আমার খুব প্রিয় আর মুরগির মাংস তে যদি একটু ঝাল বেশি হয় তাহলে তো আর কোন কথাই নেই। খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন এবং আপনি ধাপ গুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনিও দেখছি আমার মতই ঝাল পছন্দ করেন,আসলেই মাংস জাতীয় রেসিপি গুলোয় যদি একটু ঝাল বাড়িয়ে দিয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে।

আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এলো। রেসিপি তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা আপনার।

জি আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর কমেন্টের জন্য।

দেশি মুরগির কথা শুনলেই লোভ সামলাতে পারিনা। কারণ দেশি মুরগির মাংস আমার খুবই পছন্দের। এটা যে ভাবে রান্না করা হোক না কেন খুব সুস্বাদু হয়ে থাকে। আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগতেছে। কি আর করা শুধু দেখেই যেতে হচ্ছে। ধন্যবাদ আপু উপস্থাপনা অনেক সুন্দর ছিল।

ঠিকই বলেছেন ভাই দেশি মুরগি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে আসলেই অনেক মজার হয়ে থাকে।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্যটি করার জন্য।

এত সুন্দর রেসিপি দেখে তো আমার মন করছে আপনার বাসায় দাওয়াত খেতে যাই আপু হিহিহি। সত্যি আপু আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে যা দেখে আমার জিভে জল চলে এলো। রেসিপির ধাপগুলো আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

অবশ্যই কোন এক সময় যদি আপনার রিজিকে থাকে আমার বাসায় দাওয়াত খাবেন ইনশাআল্লাহ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্যটি করার জন্য।

দেশি মুরগির দেখলেই তো আমার খিদা লেগে যায়। আরে এত রাতে আপনার তৈরি দেশি মুরগির রেসিপি দেখে খুব খিদা লেগে গেল। দেশি মুরগির তরকারি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে দেশি মুরগির রেসিপি উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

দেশি মুরগি মানে অতুলনীয় স্বাদ। আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেশি মুরগি আমার সবসময় অনেক বেশি ভালো লাগে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

আপনি খুবই চমৎকার ভাবে দেশি মুরগির ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেশি মুরগির ভুনা দেখলে আমার জিভে জল এসে যায় ঠিক তেমনি ভাবে আপনার এই রেসিপিটি দেখেও আমার একই অবস্থা। এত মজাদার একটি দেশি মুরগির ভুনা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনি খুব চমৎকারভাবে দেশি মুরগির মাংস রান্না করেছেন। খুবই অসাধারণ হয়েছে। আসলে দেশি মুরগির মাংসের স্বাদ অন্য রকম হয়ে থাকে। আপনার রন্ধন পদ্ধতি ধাপ সমূহ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ঠিকই বলেছেন আপু দেশি মুরগির দাম চড়া হলেও খেতে কিন্তু খুবই মজা, পাওয়া যায় এটাই বড় কথা ।খুব সুন্দর করে আপনি মুরগির রেসিপি শেয়ার করেছেন দেখে মনে হয় তরকারি অনেক ঝাল হয়েছে ঝাল তরকারি খেতে খুবই মজাদার হয়। আপনার তরকারির কালারটা যা হয়েছে না আপু অসাধারণ লাগছে দেখতে। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কেন যেন গ্রামের দেশি মুরগির মতো স্বাদ শহরের দেশি মুরগি তে পাওয়া যায়না । শহরের দেশি মুরগি গুলো আদৌ কি দেশি মুরগি কিনা আমার একটু সন্দেহ আছে। যাইহোক আপনার আজকের দেশি মুরগির রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। দেখেই বোঝা যাচ্ছে যে আপনার দেশী মুরগী রান্না খুবই মজাদার হয়েছে।

দেশি মুরগির মজাদার ভুনা রেসিপি দারুন হয়েছে আপু। দেশি মুরগির মাংস ভুনা খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে দেশি মুরগির মাংস ভুনা রেসিপি তৈরীর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। মজাদার রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনার জন্য শুভকামনা রইল।

আপনার দেশি মুরগির ভুনা দেখে খুব খেতে ইচ্ছা করছে ।আপনি খুব সুন্দর ভাবে দেশি মুরগির ভুনা রেসিপি আমার উপস্থাপন করেছেন ।আপনার রেসিপি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে যে কেউ অনুসরণ করে তৈরি করতে পারবে ।আপনি ধাপে ধাপে নিখুঁত বর্ণনা দিয়েছেন ।এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আপনার দেশি মুরগির মাংসের ভুনা রেসিপি খুবই লোভনীয় দেখাচ্ছে ।কালারটা এত চমৎকার হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।আমার তো এখনই খেতে ইচ্ছে করছে ।দারুন রান্না করেছেন আপনি। সত্যিই চমৎকার লেগেছে আপনার রান্নাটি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আসলেই আপু রান্নার কালার যদি সুন্দর হয় এটা খেত কিন্তু তেমনি ভাল লাগে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

মুরগির মাংস তাও আবার দেশি মুরগি লোভ লেগে আর কোনো উপায় আছে। তবে মুরগিটি বেশ বড়সড় মনে। খুব সুন্দর রান্না হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবং তৈরীর প্রক্রিয়া গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।