রেসিপি "মজাদার ঝাল ঝাল মলা শুটকি ভর্তা" 10% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

IMG_20220218_194512.jpg

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আমিও ভাল আছি তার অশেষ কৃপায়।

আজকে আমি আমার তৈরি করা নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যা বাস্তবিক অর্থে আমার কাছে খুব খুব প্রিয় একটি রেসিপি।

আসলে আমার কাছে শুটকি জাতীয় জিনিসটা খুবই ভালো লাগে। জানিনা কার কেমন লাগে,তবে জেলা ভিত্তিক অনেকে শুটকি খায়, আবার অনেকে শুটকি সম্পর্কে জানো না এমনও পাওয়া যায়।

পুষ্টিগুণের দিক থেকে বিবেচনা করলেও কিন্তু শুঁটকিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। যা অন্যান্য জিনিসে খুঁজে পাওয়া যায়না । আসলে চোখের জন্য এই শুটকি জাতীয় মাছগুলো অনেক উপকারী।

আমি আমার এই রেসিপিটি শিলপাটার সাহায্যে তৈরি করেছি, আপনারা চাইলে ব্লান্ডার ও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে ব্লেন্ডারে করা শুটকির ভর্তাটা তেমন ভাল লাগেনা, তাই আমি এভাবে শিলপাটায় তৈরি করি।

তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার এই মজাদার ঝাল ঝাল মলা শুটকি ভর্তা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে তা ধাপে ধাপে তুলে ধরছি।

IMG_20220218_193611.jpg
IMG_20220218_193736.jpg

উপকরণ
পরিমাণ মতো মলা শুটকি
তিন চার টি পেঁয়াজ
ঝাল অনুযায়ী শুকনো মরিচ
পরিমান মত লবন
☀ প্রস্তুত প্রক্রিয়া ☀
প্রথম ধাপ

IMG_20220218_193640.jpg
মলা শুটকির মজাদার বাটা ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি শুটকি গুলোকে একটি তাওয়ায় ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব।

দ্বিতীয় ধাপ

IMG_20220218_193703.jpg

দ্বিতীয় পর্যায়ে শুটকি গুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে, একই তাওয়ার মধ্যে আমি মাঝারি সাইজে কেটে নেওয়া পেঁয়াজগুলো মোটামুটি করে ভেজে নেব। যেন কিছুটা কাঁচা ভাব থাকে আবার কিছুটা ভাজা হয়ে যায়। এতে করে শুটকির বাটা ভর্তার মজাটা অনেকগুণ বেড়ে যায়।

তৃতীয় ধাপ

IMG_20220218_193736.jpg
এ পর্যায়ে আমি ভেজে নেওয়া মলা শুটকি, ভেজে নেওয়া পেঁয়াজগুলো এবং মরিচ একটি প্লেটে নিয়েছি শিল পাটায় বাটার প্রক্রিয়া শুরু করার জন্য। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তা তৈরি করতে পারেন। আর কাঁচামরিচ দিয়ে তৈরি করলে অবশ্যই কাঁচামরিচ গুলো ভালো করে টেলে/ভেজে নেবেন।

চতুর্থ ধাপ

IMG_20220218_193832.jpg
IMG_20220218_193934.jpg
এখন আমি শুকনো মরিচ গুলো একটি ছোট পাতিলে ভালো করে ধুয়ে পাটার উপর নিয়েছি ভালো করে বেটে নেওয়ার জন্য।

পঞ্চম ধাপ

IMG_20220218_194014.jpg
দেখুন শিলপাটার সাহায্যে মরিচগুলো খুব ভালোভাবেই বাটা হয়ে গিয়েছে।

ষষ্ঠ ধাপ

IMG_20220218_194101.jpg
এ পর্যায়ে আমি আগে থেকে টেলে নেওয়া পেঁয়াজ গুলো মাঝারি ভাবে মরিচ গুলোর সাথে বেটে নেব। আসলে মাঝারি ভাবে বলতে আমি এখানে কিছু পেঁয়াজ মিহি করবো আর কিছু পেঁয়াজ যেন দানা দানা থেকে যায় এমনভাবে বেটে নেব।

সপ্তম ধাপ

IMG_20220218_194136.jpg
IMG_20220218_194205.jpg
যেহেতু আগে থেকে শুটকি গুলো ভালো করে ধুয়ে রাখিনি,তাই এখন বাটার আগে ভালো করে ধুয়ে নেব এবং পাটার উপরে রাখবো এগুলো বেটে নেওয়ার জন্য। মলা শুটকি ভর্তা তৈরি করলে অবশ্যই মলা শুটকি গুলোকে কিছুটা মিহি এবং কিছুটা আধা বাটা রেখে দিতে হবে, এতে করেই এর প্রকৃত স্বাদ খুঁজে পাওয়া যায়।

শেষ ধাপ

IMG_20220218_194236.jpg
এ পর্যায়ে আমি পরিমাণমতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব।আপনারা ইচ্ছা করলে এখানে ধনেপাতা ও ব্যবহার করতে পারেন, অবশ্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি।

ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই আমার মজাদার ঝাল ঝাল মলা শুটকির ভর্তা।
এই রেসিপিটি ভাতের সাথে খুবই ভালো লাগে, চাইলে রুটির সাথে খেতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে।

তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹

আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I loved this, I will try this at my home.
Thank you

আমার মনে হয় শুটকি ভর্তা হলে এক প্লেট ভাত খাওয়া কিছুই না এবং আমি খেয়েও থাকি। আপনি অসাধারণ একটি শুটকি ভর্তা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার এই রেসিপিটি ভালো লেগেছে যানতে পেরে আনন্দিত বোধ করছি।

শুটকির প্রতি আমার একটু আলাদা দুর্বলতা আছে, শুটকি যেভাবেই রান্না করুন না কেন তা আমার কাছে খুবই পছন্দনীয়। আর আপনি খুব সুন্দর ভাবে ঝাল ঝাল করে শুটকির ভর্তা করলেন তা সত্যিই অতুলনীয়। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে,ঝাল ঝাল শুটকি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। সুস্থ ও সুন্দর থাকুন এই প্রত্যাশা করছি।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগার জন্য এবং সুন্দর মতামতের জন্য।শুভকামনা রইলো আপনার প্রতি।

ওয়াও শুটকি ভর্তা আমার অনেক প্রিয়। আমি আম্মুকে মাঝেমাঝেই বলি শুটকি ভর্তা করতে।
আপনি তো অনেক সুন্দর ভাবে শুটকি ভর্তা তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।শুভকামনা রইলো আপনার প্রতি।

শুটকি ভর্তার ঝাল ঝাল রেসিপি খুবই সুন্দর করে তৈরি করেছেন আপু। শুটকি বর্তা আমার কাছে খুবই পছন্দের একটা রেসিপি। তবে শুটকি বর্তা বেশি একটা খাওয়া হয় না। যাইহোক আজকের শুটকির রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে তো খুবই মজাদার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার লেখাটি পড়ে মতামত প্রদর্শনের জন্য। আসলে শুটকি ভর্তা আপনার মত অনেকেই ভীষণ পছন্দ করে।যাইহোক আপনার প্রতি শুভকামনা রইল।

ইস ভর্তা দেখলে জিভে পানি চলে আসে, ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে সকালবেলায় গরমের সময় পান্তা ভাত দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন ভাই, সকালবেলায় গরমের সময় পান্তা ভাত দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা।

মলা মাছের শুটকি ভর্তা রেসিপি দেখে জিভে জল চলে আসলো আপু। শুটকি ভর্তা আমার খুবই প্রিয়। আপনি অনেক সুন্দর ভাবে মলা মাছের শুটকি ভর্তা রেসিপি তৈরি করেছেন। গরম ভাতের সাথে মলা মাছের শুটকি ভর্তা রেসিপি খেতে খুবই ভালো লাগে। অনেক মজাদার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

আসলেই আপু শুটকির ভর্তা বা শুটকির কোনো রেসিপি দেখলে আমার ও জিভে জল চলে আসে।

আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এই রেসিপিটা আমি আজও কখনো খাইনি এবং কখনোই দেখেনি ।আজকে প্রথম এই রেসিপিটা সঙ্গে আমার পরিচয় হলো। ছোট-মাছ আমাদের শরীরের জন্য খুবই ভালো এটি খেলে আমাদের চোখের জন্য খুবই উপকারী। আপনি আমাদের মাঝে অনেক পুষ্টিকর এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি কখনো এমন রেসিপি খাননি এবং কখনোই দেখিনি কিন্তু তবুও বলব আপনি একবার হলেও এই রেসিপিটি বাসায়া ট্রাই করে দেখবেন।

শুটকি ভর্তা অসাধারন লাগে আমার কাছে। বিশেষ করে এই ধরনের ভর্রা গুলো। খুব ভালো লাগলো আপনার রেসিপিটি দেখে। উপস্থাপনা অনেক সুন্দর ছিলো আপু। আমার কাছে ভালো লেগেছে অনেক। শুভেচ্ছা রইলো আপনার জন্য অনেক।

মজাদার ঝাল ঝাল মলা শুটকি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সচরাচর আমার কাছে শুটকি ভর্তা খেতে অনেক ভালো লাগে আর আপনার এই পোস্ট টি দেখার পরে আমার ইচ্ছা হচ্ছিলো এখনই যদি শুটকি ভর্তা খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ব্লেন্ডারের থেকে এ ধরনের শুঁটকিগুলো পাটায় যেতে বেশি করে ঝাল দিয়ে করলে অনেক ভালো লাগে ।আপনি অনেক ঝাল দিয়ে করেছেন দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে খাবারটি, গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন ভালো লাগলো দেখে।

শুটকি মাছ ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে মনে হয় যেন ভাত খেয়ে যায়। বিশেষ করে সামগ্রিক মাছগুলো ভর্তা করলে আমার কাছে বেশি সুস্বাধু লাগে। তবে আপনার ভর্তা রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি ভর্তা পদ্ধতি ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

মলা মাছের ভর্তা রেসিপি টা আমার কাছে একদম নতুন। মলা মাছের চর্চরী অনেক খেয়েছি কিন্তু মলা মাছের ভর্তা কখনো খাওয়া হয়নি। লোভনীয় এই রেসিপি সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

আসলে এ ধরনের রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে। যেকোনো ধরনের ভর্তা আমার খুবই প্রিয়। আপনি খুব সুন্দর করে মলা শুটকি দিয়ে ভর্তা তৈরি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এত সুন্দর রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।