পুদিনার পাতা দিয়ে খুব সহজে মজাদার পাকোড়া তৈরি // ১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

Picsart_22-05-22_19-53-45-065.jpg

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ
কৃপায় ভালো আছি।

পুদিনাপাতা চিনে না এমন মানুষ কমই আছেন, কারণ পুদিনা পাতার পুষ্টিগুণের দিক থেকে চিন্তা করলেও অনেকে এর পুষ্টি গুনাগুন এর কারণও এই পাতা কে চিনে থাকেন।

এই পাতা বিভিন্ন রেসিপি তৈরি করার কাজে খুবই উপযোগী এবং পুষ্টিগুণে ভরপুর একটি পাতা আর এর ঔষধি গুনাগুন এর ও কোন কমতি নেই।

আজকে আমি এই পুদিনাপাতা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব আমার এই রেসিপি নাম হচ্ছে পুদিনা পাতার পাকোড়া আসলে পাকোড়া জাতীয় খাবার গুলো আমার কাছে খুবই ভালো লাগে আর বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। যেহেতু এর পুষ্টিগুণ আগুনের দিক থেকে চিন্তা করলে একে যে কোন ওষুধের সমতুল্য মনে করা যেতে পারে।

তো কথা না বাড়িয়ে আমি আমার এই পুদিনা পাতার পাকোড়া কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে তা পর্যায় ক্রমে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করছি।

পুদিনা পাতা দিয়ে পাকোড়া তৈরি করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন হচ্ছে নিচে তার তালিকা ও পরিমাপ তুলে ধরা হলো ~
উপকরণ সমূহপরিমান
পুদিনা পাতাএক পোয়া
আলুবড় মাপের দুটি
ময়দা১ কাপ
ম্যাজিক মসলা১ প্যাকেট
কাঁচামরিচ কুচি১০/১২ টি
পেঁয়াজ৪/৫ টি
রসুন বাটা১ চামচ
তেলপরিমাণমত
লবণপরিমান মত
পানিপরিমান মত
☀ প্রস্তুত প্রক্রিয়া ☀


IMG_20220522_194822.jpg

তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹

আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুদিনার পাতা দিয়ে যে পাকোড়া তৈরি করা হয় এটা আগে কখনো শুনিনি । পুদিনার পাতা সাধারণত বিভিন্নরকম ড্রিঙ্কস তৈরিতে ব্যবহার হয়, বোরহানি্তে ব্যবহার করা হয় । পুদিনা পাতার নতুন একটি ব্যবহার শিখতে পারলাম । দেখে মনে হচ্ছে পাকোড়া গুলো খেতে খারাপ হয়নি। ধন্যবাদ আপনাকে।

জী ভাই, পুদিনা পাতার পাকোড়া খেতে অন্যান্য যেকোন পাকোড়ার চেয়ে আসলে অসাধারণ হয় আর বিশেষ করে এর গন্ধটা আরো বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনার উৎসাহ পূর্ণ মন্তব্যের জন্য।

পুদিনার পাতা দিয়ে খুব সহজে মজাদার পাকোড়া তৈরি করেছেন আপনি দেখতেও বেশ লোভনীয় লাগছে আশা করি খেতেও খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পুদিনা পাতার ভর্তা খেয়েছি।কিন্তু কখনো পুদিনা পাতার পাকোড়া খাওয়া হয়নি আপু। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু আপু। আমার তো দেখে খুব খেতে ইচ্ছে করছে। খুব লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আপু। আমিও একদিন বাসায় ট্রাই করে দেখব পুদিনা পাতার পাকোড়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

পুদিনার পাতা দিয়ে খুব সহজে মজাদার পাকোড়া তৈরি করেছেন। ইউনিক রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

একদম ভিন্নধরনের একটি রেসিপি আপনার কাছে দেখতে পেয়েছি আপু। পুদিনাপাতা যদিও আমার কাছে একদমই ভালো লাগে না। কিন্তু এর দ্বারা তৈরি যেকোনো রেসিপি সুন্দর লাগে।আর আজকে আপনি যেভাবে পুদিনা পাতা দিয়ে পাকোড়া তৈরি করেছেন তা তো অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে।

বাহহ পুদিনা পাতা দিয়ে দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি খুবই সুন্দর হয়েছে রেসিপিটা খুব সুন্দর করে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

কি সবই ঠিক আছে তবে এখনো অনেক লোকের এই পুদিনা পাতা সম্পর্কে কোন ধারনাই নেই। তবে আমার বাসার ব্যালকনিতে বেশ কয়েকটা টপে আমি পুদিনাপাতা সারা বছর লাগিয়ে খেয়ে থাকি। বেশিরভাগ সময়ই ছোলা বুট মুড়ির সাথে খেয়ে থাকি অথবা আলু দিয়ে ভর্তা করে খেয়ে থাকি। এভাবে যে পাকোড়া করে খাওয়া হয় আমার জানা ছিল না। আজকে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। অবশ্যই একদিন পাকোড়া তৈরি করে খেয়ে দেখবো খেতে কেমন লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পুদিনা পাতা আমার অনেক ফেভারিট বিশেষ করে ভাজা মুড়ি এবং পুদিনা পাতা দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে তবে কখনো পাকরা প্রস্তুত করে খাওয়া হয়নি আপনার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই ভারি মজা হয়েছিল

পুদিনাপাতা তো সবাই চেনে, তবে পুদিনা পাতার পাকোড়ার সাথে মনে হয় না সবারই পরিচয় আছে।
পুদিনাপাতা দিয়ে এত মজাদার পাকোড়া খাওয়া যায় সেটা আমার জানাই ছিল না। আপনার এই পোস্ট এর মাধ্যমে জেনে নিলাম এবং পাকোড়া বানানোর পদ্ধতি ও শিখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পুদিনা পাতার পাকোড়া বানানোর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

পুদিনা পাতা দিয়ে অসাধারণ একটি পাকোড়া তৈরি করে বানিয়েছেন। পাকোড়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝেই বিভিন্ন পাকোড়া তৈরি করি। তবে পুদিনা পাতার পাকোড়া আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। আমিও আপনার মত তৈরী করে দেখব।

আপনি খুব সহজেই পুদিনার পাতা দিয়ে পাকোড়া তৈরি করেছেন। পাকোড়া খেতে বেশি মজা লাগে। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

পুদিনা পাতার পাকোড়া আমি কখনো খাইনি। তবে রেসিপিটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আসলে পুদিনাপাতা খুবই পুষ্টিগুণসম্পন্ন একটি পাতা।এর ঔষধি গুন ও রয়েছে ।আপনি দারুন একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ।তবে পুদিনা পাতা দিয়ে যে পাকোড়া তৈরি করা যায় এটা আমার জানা ছিল না ।আপনার কাছ থেকেই প্রথম এই রেসিপিটি দেখলাম। নতুন একটি রেসিপি শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

পুদিনা পাতা দিয়ে আপনি খুব সুন্দর এবং অসাধারণ একটি পকোড়া রেসিপি তৈরি করেছেন। দেখে বেশ ভালো লেগেছে এবং খেতে ইচ্ছে করছে। তবে জানি খাওয়া সম্ভব নয়। তবে আমাদের সাথে এত সুন্দর একটি ইউনিক রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

আপনি আজকে আমাদের সাথে পুদিনার পাতা দিয়ে মজাদার পাকোড়া তৈরি শেয়ার করেছেন। পাকোড়া আমাদের বাসায়ও মাঝে মাঝে তৈরি করা হয়। পাকোড়া খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি আবার অনেক খাবার প্রিয় মানুষ, খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো।

পুদিনা পাতার গুণাবলী সম্পর্কে জেনে ভালই লাগলো।বেশ উপকারী একটি খাদ্য উপাদান দেখছি।আর ভিডিও আকারে প্রকাশ করায় দারুন হয়েছে।এভাবেই এগিয়ে যান শুভেচ্ছা রইলো আপনার জন্য।

পুদিনার পাতা দিয়ে খুব সহজে মজাদার পাকোড়া তৈরি লোভনীয় লাগছে দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

পুদিনার পাতা দিয়ে খুব সহজে মজাদার পাকোড়া তৈরি দেখে ভীষণ ভালো লাগতেছে। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রতিনিয়তঃ আপনি খুব অসাধারণ অসাধারণ পোস্ট আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি খুবই চমৎকার ভাবে পুদিনা পাতা দিয়ে পাকোড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পদিনা পাতার পাকোড়া রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল সেই সাথে লোভনীয়। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনি পুদিনার পাতা দিয়ে পাকোড়া রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার শেয়ার করা এই ভিডিওটি আমি খুবই মনোযোগ সহকারে দেখলাম কেননা পকোড়া আমার কাছে অনেক ভালো লাগে। আমার সবচাইতে বেশি বাঁধাকপির পাকোড়া খাওয়া হয়েছে কিন্তু কোন সময় পুদিনা পাতা দিয়ে পাকোড়া তৈরি করে খাওয়া হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে আমি একটি নতুন ধরনের পাকোড়া তৈরির পদ্ধতি শিখে নিলাম।