'শীতের পিঠা "আদাপোয়া" তৈরির রেসিপি' দশ শতাংশ প্রিয় লাজুক শেয়াল এর জন্য।

in hive-129948 •  3 years ago 

IMG_20220108_230707.jpg

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন, আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।

বরাবরের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার রেসিপি টির নাম হল "আদা পোয়া"
যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে পছন্দ করেন না আমার এই রেসিপিটি আশাকরি তাদের অনেক পছন্দ হবে। যেহেতু এটি তৈরি প্রক্রিয়া এবং দেখতে তেলের পিঠার মত কিন্তু খাবারের স্বাদ সম্পূর্ণ ভিন্ন। তবে আমার কাছে এটি খেতে বেশ ভালো লাগে।বিশেষ করে শীতের দিনে সকালে অথবা বিকেলের নাস্তা হিসেবেএটি খেতে অনেক ভালো লাগে। তাহলে চলুন কিভাবে আমি আমার আজকের রেসিপিটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20220108_234526.jpg

* উপকরণ সমূহ*পরিমাণ
চালের গুঁড়াএক বাটি
আদা বাটা২ চামচ
রসুন বাটা১ চামচ
জিরা গুঁড়াআধা চামচ
ধনে গুঁড়া১ চামচ
কাঁচামরিচ কুচিদশ-বারোটি
পানি১ কাপ এর মত
লবণপরিমাণমতো
ধনেপাতাপরিমাণ মতো
তেলপরিমানমতো

প্রস্তুত প্রক্রিয়া:

প্রথম ধাপ

IMG_20220108_224236.jpg

আদা পোয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে ২টি ডিম ভেঙে নেবো।

দ্বিতীয় ধাপঃ

IMG_20220108_224217.jpg
IMG_20220108_224256.jpg
এ পর্যায়ে আমি সবগুলো গুঁড়ামসলা একসাথে ডিমগুলোর মধ্যে নিয়ে নেব এবং একটি চামচ দিয়ে সব গুলোকে ভাল করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।

তৃতীয় ধাপঃ

IMG_20220108_224316.jpg

গুঁড়ামসলা সবগুলো ডিমের সাথে ভাল করে মেশান হয়ে গেলে এখন আমি বাকি প্রয়োজনীয় উপকরণ গুলো।যেমন : আদা বাটা, রসুন বাটা,কাঁচা মরিচ কুচি,ধনেপাতা ও পরিমাণমতো লবণ বাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারো।

চতুর্থ ধাপঃ

IMG_20220108_224410.jpg

IMG_20220108_224426.jpg

এবার সব গুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চালের গুড়া নিয়ে নেব। এখন এক কাপের মতো কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়া ও মসলা গুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে উল্লেখ্য যে গরম পানি না দিলে ভেতরের অংশে কাঁচা থাকার সম্ভাবনা বেশি থাকে।

পঞ্চম ধাপঃ

IMG_20220108_224521.jpg
সবগুলো উপকরণ দিয়ে একসাথে মেশানোর পর আমার আদা পুওয়ার জন্য তৈরি মিশ্রনটি অনেকটা তেলের পিঠার মিশ্রন এর মতো তৈরি হয়েছে।

ষষ্ঠ ধাপঃ

IMG_20220108_224624.jpg

IMG_20220108_224547.jpg

এখন আমি আদাপোয়া তৈরি করার জন্য একটি কড়াইয়ে পরিমাণমতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে আদাপোয়ার মিশ্রণটি দেওয়ার জন্য আমি একটি ডালের চামচ নিয়েছি।

সপ্তম ধাপঃ

IMG_20220108_224650.jpg

তেল গরম হওয়ার পর আদাপোয়া তৈরি করার জন্য এখন আমি কড়াইয়ে এক চামচ মিশ্রণটি দিয়েছি।

অষ্টম ধাপঃ

IMG_20220108_224711.jpg

IMG_20220108_224727.jpg

IMG_20220108_224806.jpg

কড়াইয়ে এক চামচ মিশ্রন দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আদাপোয়া তেলের উপর ভেসে উঠেছে। এবার আমি এটিকে উড়িয়ে দেব ভালো করে ভাজা হওয়ার জন্য। তারপর আদাপোয়া যখন বাদামি রং ধারণ করবে তখন আমি এটিকে একটি বাটিতে নামিয়ে রাখবো। এভাবে আমি একে একে সবগুলো আধাপোড়া ভাঁজতে থাকবো।
প্রকৃতপক্ষে আদাবর বাজার সম্পূর্ণ প্রক্রিয়াটি বলতে গেলে তেলের পিঠা ভাজার মতো।

শেষ ধাপ:

IMG_20220108_224842.jpg

IMG_20220108_230109.jpg

এবার আমার আদাপোয়া তৈরীর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে,তবে মনে রাখা রাখতে হবে আদা পোয়া কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে এর প্রকৃত স্বাদ আস্বাদন করা সম্ভবপর হবে না।

আজকের মত এখানেই শেষ করলাম। জানিনা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। আর যাদের ভাল লাগেনি তাদেরও ধন্যবাদের সাথে অনুরোধ করছি আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি @hseema" আমার বাংলা ব্লগের "একজন নতুন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা আমার কাছে উনিক একটি পিঠা এর আগে কখনো এই পিঠা খেয়ে দেখা হয় নি। তবে আপনার রেসিপি টি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য

নতুন একটি রেসিপির সাথে পরিচিত হলাম।খুবই ইউনিক লাগলো আপনি খুব গুছিয়ে করেছেন প্রতিটা ধাপ।শেয়ার করার জন্য।ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ।

শীতকালে পিঠা খেতে খুবই ভালো লাগে। তবে আপনার তৈরি করা আদাপোয়া পিঠা আমি কখনো খাইনি। এই পিঠার নামটি আমার কাছে নতুন লেগেছে। তবে যাই হোক পিঠার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাদার হয়েছে। অনেক মজাদার ও লোভনীয় একটি পিঠা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই এই পিঠাটি খেতে খুবই ভালো লাগে, ইচ্ছে হলে বাসায় তৈরি করে দেখতে পারেন। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

নামটা তো আমি আজকে প্রথম শুনলাম।অনেক পিঠা খেয়েছি কিন্তু আধাপোয়া পিঠা খায় নাই। আপনি প্রয়োজনীয় উপকরণ গুলো সঠিকভাবে তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগান তাই আবারো অসংখ্য ধন্যবাদ।

শীতকালীন পিঠা খেতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে। পিঠাটি খেতে অনেক সুস্বাদু দেখে বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য সামনের পথে এগিয়ে যান।

আসলে আপু এ পিঠাটি খেতে অনেক ভালো লাগে। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা জোগান সামনে এগিয়ে যাওয়ার, তাই অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য।

আপনার তৈরি শীতের পিঠা আদাপোয়া তৈরির রেসিপি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দেখে জিভে জল এসে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

আমার এই রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম😄। অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য ও শুভকামনা রইল।