আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ
কৃপায় ভালো আছি।
পল্লীকবি জসীমউদ্দীনের খুবই ভাবুক একটি কবিতা হল আসমানী।এই কবিতাটির সাথে আমি খুব ছোটবেলা থেকেই পরিচিত যদিও এই কবিতাটি আমার তখনো পড়া হয়ে উঠেনি। যখন ছোট ছিলাম তখন আমার কিছু বয়স্ক আত্মীয়-স্বজনের মুখে মুখে এই কবিতাটি শুনতে পেয়েছিলাম খুব ভালো লাগতো তখন এ কবিতাটি। আসলে আমি জানতাম না তখন এর প্রকৃত ভাবার্থ টা কি ছিল,যদিও এখন কবিতাটি পড়ার পর বুঝতে পেরেছি এই আসমানী বলতে আসলে আমরা যাদেরকে বাস্তুহারা মানুষ হিসেবে মনে করি তাদেরকেই কবি এখানে একটি রূপক অর্থে আসমানী হিসেবে ব্যবহার করেছেন। যাই হোক এ কবিতাটি আমার খুবই পছন্দের ও একটি জীবনঘনিষ্ঠ কবিতা বলে মনেহয়। আশাকরি আপনাদের এই কবিতাটি খুবই ভালো লাগবে।
আসমানী
জসীম উদ্দীন---এর রচিত একটি কবিতা।
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক’খান হাড়,
সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি।
পরণে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালী তার গার বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশীর মত সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয়নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল-বিল-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
খোসমানী আর আসমানী যে রয় দুইটি দেশে,
কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে?
তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹
আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹
পল্লীকবি জসীমউদ্দীনের অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আসমানী কবিতা টি সবার কাছে খুবই প্রিয় এই কবিতার প্রতিটি লাইন খুবই মনমুগ্ধকর। এই ধরনের কবিতা আবৃত্তি করলেই অনেক বেশি ভালো লাগে। আপনার আবৃত্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কবিতা আমার কাছে অনেক ভালো লাগে।প্রথম শুনেছিলাম একটি নাটকে।যাই হোক আপনি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন।ভালো লাগলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি আমাদের সবার অনেক প্রিয়। অনেক পড়েছি এবং শুনেছি। আজ নতুন করে আপনার গলায় শুনলাম আপু। একটু ভিন্ন ভাবে। বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব সুন্দর করে পল্লীকবি জসীমউদ্দীনের আসমানী কবিতাটি আবৃত্তি করেছেন। আসমানী কবিতা টি আমার কাছে খুবই ভালো লাগে। যদিও কবিতাটি অনেক বড় কিন্তু আপনি সুন্দর করে ধৈর্য নিয়ে কবিতা যে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠ অনেক সুন্দর আপু ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ জসিম উদ্দিনের কবিতা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল ।আশা করি সব সময় এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিবেন আপু। আপনার জন্য ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই কবিতাটি অনেক আগে পড়ে ছিলাম। আপনার কবিতা আবৃত্তি শুনে সেই আগের দিনের কথা মনে পড়ে গেলো। ধন্যবাদ আপু। 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব সুন্দর ভাবে পল্লীকবি জসীমউদ্দীনের আসমানী কবিতাটি আবৃত্তি করেছেন। পল্লীকবি জসীমউদ্দীনের বেশিরভাগ কবিতাই আমি খুব পছন্দ করি। আসমানী কবিতা টিও আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ কবিতাটি আবৃত্তি করেছেন। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল 🥰💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গলায় খুব সুন্দর করে পল্লীকবি জসীমউদ্দীন এর আসমানী কবিতাটি আবৃত্তি করেছেন। যথাযথভাবে আবৃত্তির কারণে শুনতেও বেশ ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম আবৃত্তি আপনার কাছ থেকে আরো চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসমানী কবিতা টি খুব কম শোনা হয়েছে।তবে আপনার কবিতা আবৃতি আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই চমৎকার ভাবে পল্লীকবি জসীমউদ্দীনের আসমানী কবিতা আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর কবিতা আশা করব। চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit