রেসিপি "আলু দিয়ে কবুতরের মাংস ভুনা" 10% beneficiary for shy-fox

in hive-129948 •  3 years ago 

IMG_20220101_233701.jpg

আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।

আজকে আমি আপনাদের সাথে আমার তৈরি আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমার রেসিপিটির নাম হচ্ছে "আলু দিয়ে কবুতরের মাংস ভুনা"।

কবুতরের মাংস খেতে কে না পছন্দ করে আর খাবেন নাইবা কেন ? এতে যে অন্যান্য পাখির তুলনায় অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে।
তাই কথা না বাড়িয়ে চলুন আজকে আমি কিভাবে আমার এই রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি।

উপকরন সমুহ:

IMG_20220101_235626.jpg

IMG_20220101_232853.jpg

ক) 4 টি ছোট কবুতরের বাচ্চার মাংস

খ) গুড়া মরিচ 1 চামচ

ঘ) হলুদ গুঁড়া 1 চামচ

ঙ) জিরা গুঁড়া 1 চামচ

চ) ধনে গুড়া 2 চামচ

ছ) চার-পাঁচটি তেজপাতা

জ) তিন টুকরো মাঝারি সাইজের দারচিনি

ঝ) 5/6 টি এলাচ বাটা

জ) আদা বাটা 1 চামচ

ঝ) রসুন বাটা 2 চামচ

ঞ) লবণ পরিমাণমতো

ট) 6/7 টি পেঁয়াজ কুচি

ঠ) 7/8 টি ছোট আলু

প্রস্তুত প্রক্রিয়া:

প্রথম ধাপ :

IMG_20220101_232922.jpg

প্রথমেই আমি একটি কড়াইয়ে পিয়াজ ও পরিমাণমতো তেল দিয়ে চুলায় বসিয়ে দেব।

দ্বিতীয় ধাপ :

IMG_20220101_232937.jpg

একটু ভাজার পর এর মধ্যেই তেজপাতা ও দারচিনি দিয়ে দেব।

তৃতীয় ধাপ :

IMG_20220101_233046.jpg

পেঁয়াজ বাদামি রং ধারণ করেছে এখন।

চতুর্থ ধাপ :

IMG_20220101_233058.jpg

পেঁয়াজ বাদামি রং হওয়ার পর এর মধ্যে আমি আদাবাটা ও রসুনবাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব।

পঞ্চম ধাপ:

IMG_20220101_233122.jpg

IMG_20220101_233110.jpg

এখন আমার আদা বাটা ও রসুন বাটা কিছুটা ভাজাভাজা হয়ে গেছে, তাই পুড়ে যাওয়ার আগে এর মধ্যে অল্প পানি দিয়ে দেব।

ষষ্ঠ ধাপ:

IMG_20220101_233150.jpg
আমি কড়াইয়ে প্রয়োজনীয় সবগুলো মসলা দিয়ে দেব।

সপ্তম ধাপ:

IMG_20220101_233214.jpg
এ পর্যায়ে আমি কড়াই এর সবগুলো মশলা ভাল করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এখন পাঁচ মিনিট মসলাটাকে হালকা আঁচে কষাব।

অষ্টম ধাপ:

IMG_20220101_233250.jpg

এখন মসলা টা ভালো করে কষানো হয়ে গেছে, তাই তেলটুকু উপরে উঠে এসেছে।

নবম ধাপ:

IMG_20220101_233308.jpg

IMG_20220101_235709.jpg

এখন আমি আগে থেকে পরিষ্কার ও টুকরো করে রাখা কবুতরের মাংস গুলো কড়াই দিয়ে দেব।
আর অন্যদিকে আরেকটি ফ্রাইপেনে আমি কবুতরের সাথে দেওয়ার জন্য আলুগুলো হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব।

দশম ধাপ:

IMG_20220101_233344.jpg

IMG_20220101_233327.jpg

এ পর্যায়ে আমি কবুতরের মাংসের সাথে মসলা গুলোকে ভাল করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কষানোর জন্য চুলার মাঝারি আঁচে রান্না করবো।

এগারোতম ধাপ:

IMG_20220101_233427.jpg

যেহেতু এটা বাচ্চা কবুতরের মাংস তাই আমি এই মাংস টি বেশিক্ষণ কসাই নি। কষানোর এক পর্যায়ে আমি আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব এবং আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব।

বারোতম ধাপ:

IMG_20220101_233526.jpg
এখন আমার কবুতরের মাংসটা কষানো সম্পন্ন হয়েছে তাই এর মধ্যে 2 কাপ এর মতো পানি দিয়ে দেব এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব।

তেরোতম ধাপ:

IMG_20220101_233633.jpg

এখন আমার কবুতরের মাংসের ঝোলটা কিছুটা ঘন হয়ে এসেছে।

চৌদ্দতম ধাপ:

IMG_20220101_233633.jpg

এখন আমার কবুতরের মাংস রান্নার রেসিপিটি সম্পন্ন হয়েছে।

শেষ ধাপ:

IMG_20220101_233701.jpg

এ পর্যায়ে গরম গরম পরিবেশন এর পালা। আমরা সবাই জানি কবুতরের মাংস অন্যান্য পাখির তুলনায় ভিটামিনের পরিমাণ অনেক বেশি।তাই এভাবে রান্না করে যেকোনো রোগী বা শিশুদেরকে খাওয়ালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুন বেড়ে যায়।

আজকের মত এখানেই সমাপ্ত করছি। আমি @hseema আমার বাংলা ব্লগের একজন নতুন সদস্য। আবারও কখনো নতুন কোন রেসিপি বা অন্য কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবুতরের মাংসটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। কবুতরের মাংস খেতে কার না ভালো লাগে বলুন তারপর আবার এত রাতে এত সুন্দর মাংস আপনি দিয়েছেন না খেয়ে থাকতে পারছি না। আপনার মাংসর কালারটি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গুছিয়ে আপনি রান্নাটি করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনি এতো সুন্দর করে চমৎকারভাবে আপনার মতামত প্রদর্শন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা রইল।

মাংসের মধ্যে কবিতুর এর মাংস আমি অনেক ভালোবাসি বাসায় আম্মু মাঝে মধ্যেই এই রেসিপিটা করেন খুবই সুস্বাদু লাগে আপনার উপস্থাপন অনেক সুন্দর ছিল শুভ কামনা।

খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। কবুতরের মাংস খেতে খুবই ভালো লাগে আমার। রেসিপির কালার টি খুবই সুন্দর এসেছে। খুবই লোভনীয় লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

মাংস জাতীয় যত খাবার আছে তারমধ্যে কবুতরের মাংস আমার মনে হয় বেস্ট কিন্তু কবুতর হচ্ছে শান্তির প্রতীক। তাই খেতে কেমন যেন লাগে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কবুতরের মাংস অনেক সুন্দর ভাবে আপনি রান্না করছেন। রান্নার উপকরণ গুলো বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। রেসিপির প্রতিটি ধাপ এতটাই সহজ ভাবে তুলে ধরেছেন যে, যে কেউ এটি দেখে রান্না করতে পারবে। আপনি ঠিক বলেছেন কবুতরের মাংস অনেকটাই সুস্বাদু। তবে বেশ কয়েক বছর আগে খেয়েছি তারপর থেকে আর খাওয়া হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

  ·  3 years ago (edited)

আপনি অনেক মজাদার সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। কবুতরের মাংস ভুনা আমার কাছে অনেক প্রিয়, তবে কবুতরের মাংসের থেকে কবুতরের হার গুলো খেতে আরো বেশি সুস্বাদু লাগে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয়। এত মজাদার এবং লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ!!!আপনি সুন্দর একটি রেসিপি দিয়েছেন।কালাটাও জোশ আসছে।কালার দেখে মনে হচ্ছে, খেতে খুব সুস্বাদু। ধন্যবাদ,আপনার জন্য শুভ কামনা রইল।

কবুতরের মাংস আমার খুবই পছন্দের খাবার। আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতেও খুব মজা হয়েছে। আপনি মার্কডাউনের ব্যাবহার দ্রুত শিখে নিন। মার্কডাউনের ব্যাবহার করলে এই পোস্টটি আরও সুন্দর দেখাত। আর আপনি চেষ্টা করবেন পোস্টে কোন ইংরেজি বর্ণ ব্যাবহার না করতে। ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মতামত ও পরামর্শ জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি মার্ক ডাউনের ব্যবহার শেখার চেষ্টা করছি আশা করি অচিরেই শিখে যাবো ইনশাল্লাহ।