" সুনীল গঙ্গোপাধ্যায়ের ' ব্যর্থ প্রেম' কবিতা আবৃত্তি " ১০% লাজুক শেয়াল ও ৫% এবিবি স্কুলের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

সুপ্রিয় "আমার বাংলা ব্লগের" শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ, সর্ব প্রথমে আমার সালাম ও অভিবাদন গ্রহণ করুন । আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই কুশলেই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।


আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে।


" আমার বাংলা ব্লগের" এক্সিকিউটিভ এডমিন @blacks দাদা গত ২২.০৪.২০২২ ইং তারিখে "সুনীল গঙ্গোপাধ্যায়" এর "ব্যর্থ প্রেম " কবিতাটি আবৃত্তি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন। যার শেষ সময়সীমা হলো আগামী ২৮.০৪.২০২২ ইং তারিখ দুপুর ১২ টা পর্যন্ত। এখানে উল্লেখ্য যে এই কবিতার মূলভাব কি তা আমাদেরকে নিজের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাকরন সহ কবিতাটি আবৃত্তির রেকর্ড নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে সেটার লিঙ্ক পোস্টে উল্লেখ করতে হবে।


সেই হিসেবে কবিতাটির মূলভাব আমি আমার দৃষ্টিকোণ থেকে ব্যক্ত করার চেষ্টা করছি।


আমরা জানি যে, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। কোনো কিছু অল্পতে পেয়ে গেলে তার মূল্য থাকে না বা তার সঠিক মূল্য অনুধাবন করা যায় না। এখানে কবি বারবার প্রেমে ব্যর্থ হয়ে তার জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, চিন্তাশক্তি ও অনুধাবনের ক্ষমতা বৃদ্ধি করনের পাশাপাশি তার চিন্তাশক্তি ও অনুভূতির বন্ধ দুয়ারগুলোকে একে একে উন্মোচন করার প্রয়াস পেয়েছেন। এখানে দেখা যাচ্ছে তিনি বার বার প্রেমে ব্যর্থ হয়েও প্রেমের প্রতি তার কোনো আসক্তির কমতি নেই। কেননা প্রতিটি ব্যর্থতাই তাকে নতুন নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে। তার ব্যর্থতার দুঃখ-কষ্ট ও ব্যর্থতার গ্লানি আজ তাকে মহান করেছে । তাইতো তিনি রিক্সাওয়ালার মত গরিব-দুঃখীদের সাহায্য করতে এবং কুকুর তথা সমস্ত জীব জগতের সাহায্যার্থে নিজেকে বিলিয়ে দিয়ে আত্মশুদ্ধি করার প্রয়াস চালাচ্ছেন। তাইতো কবি এখন সমাজের স্বার্থপর মানুষদের স্বার্থপরতা উপলব্ধি করতে পেরে তাদের চরিত্র থেকে নিজের চরিত্রকে পরিশুদ্ধ করার চেষ্টা করে কিছু ক্ষেত্রে একলা চলো নীতিতে এগিয়ে যাচ্ছে। আজ তিনি তার ফেলে আসা অতীতগুলোকে স্মরণ করে কখনো নিজেকে নিজে প্রশ্ন করছে আবার স্বার্থপর মানুষগুলোকে কল্পনা করে তার কল্পনায় তাদেরকে তার ব্যক্তিত্বের জানান দিচ্ছে। এই কবিতার মাধ্যমে তাইতো কবি আজ তার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, আমি তো কাউকে দুঃখ দেইনি তাহলে আমাকে সবাই কেন এত দুঃখ দেয়। কবি এখানে তাঁর কবিতার মাধ্যমে তার ফেলে আসা অতীতের স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন যার প্রতিটি লাইন ব্যাখ্যার বিশালতা ও শিক্ষণীয় ব্যাপার রয়েছে। প্রকৃতপক্ষে উনার মত কবির কবিতার ভাব তুলে ধরা আমার মত নগন্য মানুষের পক্ষে অলীক কল্পনা মাত্র। তবুও আমি আমার পক্ষ থেকে তাঁর কবিতার মূলভাব সম্পর্কে সামান্য তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।



যাই হোক আজ আর কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমি আপনাদেরকে" ব্যর্থ প্রেম" কবিতাটি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। যদিও কখনো আমার কবিতা আবৃত্তির পূর্ব অভিজ্ঞতা নেই তবুও একটু চেষ্টা করলে মন্দ কি। আশা করছি আমার প্রথম ও অদক্ষতাজনিত ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

কবিতার ব্যাকগ্রাউন্ড এর বাঁশির সুরটি আমার নিজের ছিল ।

কবিতা : ব্যর্থ প্রেম
কবি : সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হবো ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সামনে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়।

আল্লাহ হাফেজ

আমি @hsiddiqui79 "আমার বাংলা ব্লগের"একজন সদস্য এবং পেশায় একজন ব্যাংকার। সবার একান্ত স্নেহ ও ভালবাসাই আমার কাম্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কবিতাটি অনেক সুন্দরভাবে আবৃত্তি করার চেষ্টা করেছেন ভাই। ব্যাকগ্রাউন্ড এ যে নিজের বাশির সুর ব্যবহার করেছেন সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি খুব অসাধারণ একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে আবৃত্তি শুনতে ভীষণ ভালো লেগেছে। মাঝে মাঝে বিভিন্ন কবিতা আমাদের আবৃত্তি করে শোনান অনুরোধ করতেছি ভাই। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আমি আনন্দিত। অবশ্যই চেষ্টা করবো মাঝে মাঝে আবৃত্তি করে শোনানোর জন্য । অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য ।

আপনার গানের গলা যেমন সুন্দর তেমনি কবিতা আবৃত্তির গলাও অনেক সুন্দর। আপনার মুখের সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লেখা ব্যর্থ প্রেম কবিতাটির আবৃত্তি শুনে আমার অনেক ভালো লাগছে। আপনি খুবই সুন্দরভাবে আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল শুভকামনা।

অনেক অনেক ধন্যবাদ আমার গান ও কবিতার প্রশংসা করার জন্য । আপনার প্রশংসা আমার কাজের অনুপ্রেরণার উৎস হবে বলে আমি মনে করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতিও।

আপনার কন্ঠে গান অনেকবার শুনেছি খুব সুন্দর কন্ঠ আপনার।তবে আবৃত্তি এর আগে কখনো শুনা হয় নি।খুব চমৎকার ছিল আপনার আবৃত্তি।আর সত্তি কথা বলতে কবুতর মূলভাব আপনার উপস্থাপনায় চমৎকার ভাবে ফুটে উঠেছে।আর কবিতা আপনার তরাজ কন্ঠে একদম ফাটাফাটি হয়েছে।শুভকামনা রইলো আপনার জন্য।🖤

ভাই, আগে কখনও আমি কবিতা আবৃতি করিনি এটি আমার প্রথম আবৃত্তি তাই আগে শুনতে পাননি। আশা করছি এখন থেকে গানের পাশাপাশি কবিতা আবৃত্তি করব ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা পাই। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি ।

সুনীল গঙ্গোপাধ্যায় "ব্যর্থ প্রেম" কবিতা আবৃত্তি অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য । আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন ।

ওয়াও! আপনার আবৃত্তির ধরণ অনেক সুন্দর ছিলো। বিশেষ করে বাঁশির সুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার আবৃত্তি ধারাকে আরো সমৃদ্ধ করেছে। আপনার গান ও যেমন সুন্দর কবিতা আবৃত্তিও তেমন অসাধারণ। ভালো লাগলো অনেক। শুভকামনা রইলো ভাই।

আমি অনেক আনন্দিত যে আমার প্রথম কবিতা এবং পাশের বেল ধরুন আপনার ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে প্রশংসাসূচক মতামতের জন্য ।

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম জানাচ্ছি, অনেক সুন্দর করে আপনি ব্যর্থ প্রেম কবিতাটি আবৃত্তি করেছেন, ঢ়া সত্যি অসাধারণ ছিলো, আপনার উপস্থাপন বেশ চমৎকার ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

আমি সামান্য চেষ্টা করেছি মাত্র। আপনার প্রশংসা দেখে মনে হচ্ছে কিছুটা হলেও করতে পেরেছি। আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি ।

আপনি খুবই ভালো গান গাইতে পারেন। আজকে দেখি আপনি খুবই সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। সত্যি আপনার কবিতাটি আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো।

আসলে ভাই আমি পূর্বে কখনো কবিতাবৃতি করিনি । আপনাদের প্রশংসা দেখে মনে হচ্ছে যে ভবিষ্যতে আবৃত্তি পোস্ট দেওয়া যাবে । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

ব্যর্থ প্রেম কবিতাটি আপনি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। শুনে খুব ভালো লাগলো। আসলে আপনার কবিতা আবৃত্তি করার ধরন খুবই অন্যরকম ছিল। আশা করি আপনি এই প্রতিযোগিতায় প্রথম সারিতে অবস্থান করবেন। এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

অনেক অনেক ভালো লাগলো আপনার মতামত টি দেখে এবং অনুপ্রেরণা পেলাম। যেহেতু এটি আমার প্রথম কবিতা আবৃত্তি আশা করছি পরবর্তীতে আরো ভালো ভাবে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন এবং আপনার জন্য শুভকামনা রইল ।

তাইতো কবি এখন সমাজের স্বার্থপর মানুষদের স্বার্থপরতা উপলব্ধি করতে পেরে তাদের চরিত্র থেকে নিজের চরিত্রকে পরিশুদ্ধ করার চেষ্টা করে কিছু ক্ষেত্রে একলা চলো নীতিতে এগিয়ে যাচ্ছে

এটা দারুণ এবং শিক্ষনীয় ছিল। কবিতা আবৃত্তির আগে আপনার উপস্থাপনা টা চমৎকার ছিল।

কবিতা টা মোটামুটি ভালো আবৃত্তি করেছেন। বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।।

প্রথম কবিতা আবৃত্তি করেছি ভাই। আশা করছি ভবিষ্যতে আরো ভালো ভাবে উপস্থাপন করতে পারব । অনেক ধন্যবাদ আমার লেখার প্রশংসা করার জন্য ।

দেখা যাচ্ছে আপনি অনেক যোগ্যতাসম্পন্ন একজন মানুষ। ভালো গান গাইতে পারেন, বাঁশি বাজাতে পারেন এমনকি কবিতা আবৃত্তিতেও দারুন করেছেন। অনেক ভাল ছিল আপনার আবৃত্তি। বিশেষ করে জোরালো শব্দ আর স্পষ্ট উচ্চারণ আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ভাই

আপনার কবিতা আবৃত্তিটি আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার কন্ঠে কবিতাটি খুবি মানিয়েছে। কবিতাটি আবৃতি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে অনুপ্রেরণামূলক মতামত প্রদানের জন্য । শুভকামনা রইল আপনার জন্য ।

আপনার আবৃত্তি সবসময় সুন্দর তো হয় ই।সেই সাথে বাঁশির সুর টিও জাস্ট অসাধারণ হয়েছে।

আপনি সব সময় খুব গুছিয়ে প্রশংসাসূচক ও অনুপ্রেরণামূলক মন্তব্য করেন । অনেক অনেক ধন্যবাদ আমার কবিতা ও ব্যাকগ্রাউন্ডের বাঁশির সুরের প্রশংসা করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ।

আপনার আবৃত্তির ধরণ অনেক ভালো ছিলো। বাঁশির সুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার আবৃত্তিকে আরো চমৎকার করে তুলেছে। আপনার গান ও যেমন সুন্দর কবিতা আবৃত্তিও তেমন অসাধারণ। ভালো লাগলো অনেক। শুভকামনা রইলো ভাই।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য এবং আমার গান ও কবিতার প্রশংসা করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।

সুনীল গঙ্গোপাধ্যায়ের এই ব্যর্থ প্রেমের কবিতা আবৃতি সকলের টাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই খুবই চমৎকার ভাবে আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন সেই সাপেক্ষে আপনার আবৃত্তি ও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাই ঠিকই বলেছেন ।আমার কাছেও সবার আবৃত্তি গুলো অসাধারণ লেগেছে ।

আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটি আবৃতি করেছেন। শুনে আমার খুবই ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আবৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে মতামত প্রদানের জন্য । আপনার মতামত আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে আশা করছি । ধন্যবাদ আপনাকে ভাই ।