কলকাতা লাগোয়া হাওড়ায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। আজকে গাঙ্গেও পশ্চিমবঙ্গ জুড়ে রাতের দিকে আরও বেশি ঠান্ডা পড়তে পারে। এরই মধ্যে আলিপুর হাওয়া অফিস জানিয়েছেস বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে। এই আবহে এক নদরে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস।
আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তর ২৪ পরগনা হোক বা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। এর মধ্যে আজকে কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের পারদ আরও কিছুটা নামবে। শীতের আমেজ আরও কিছুট বাড়তে পারে।
গতকাল আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল, যা কি না স্বাভাবিক। দমদমে গতরাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে হাওড়ায় গতরাতে পারদ নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল। ওদিকে সল্টলেকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা কি না স্বাভাবিকের সামান্য ওপরেই ছিল।
এছাড়াও গতকাল সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় পারদ নেমেছিল ১০ ডিগ্রিরও নীচে। সেখানে গতরাতে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি, মেদিনীপুরে ১৩ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৪.৪ ডিগ্রি, দিঘায় ১২.৮ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৫.২ ডিগ্রি, বর্ধমানে ১১ ডিগ্রি, বাঁকুড়ায় ১০.৪ ডিগ্রি, অশোকনগরে ১৩.১ ডিগ্রি এবং আসানসোলে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলার আকাশে মেঘের দেখা মিলতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া আজ শুষ্ক থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এর আগে গতকাল দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা নামে ৬.৮ ডিগ্রিতে, শিলিগুড়িতে তা ছিল ১২.২ ডিগ্রি, জলপাইগুড়িতে ১৩.৩ ডিগ্রি এবং কোচবিহারে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামিকাল বুধবারও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও। এরপর বৃহস্পতিবার দার্জিলিং জেলায় বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। এছাড়া সেদিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এরপর শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে। শীতের আমেজও বেশ ভালোই অনুভূত হবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই।
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://bangla.hindustantimes.com/pictures/wb-rain-forecast-on-15th-december-temperature-dropping-in-many-places-check-weather-update-of-bengal-till-12-to-17-dec-31702358700680-2.html
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit