আমার বাংলা ব্লগ || আমার পরিচয় পর্ব || (১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য) || ২৩- ১১- ২০২১

in hive-129948 •  3 years ago  (edited)

  • আসসালামু আলাইকুম


  • আশা করি আপনারা সকলেই ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি একজন বাংলাদেশী নাগরিক আমার মাতৃভাষা বাংলা। আমারা এই মাতৃভাষা বাংলা অর্জনের জন্যই দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছি। " আমার বাংলা ব্লগ কমিউনিটি "তে বাংলায় ব্লগিং করা হয়। আমি আমার মাতৃভাষার মাধ্যমে নিজেকে প্রকাশ জন্য "আমার বাংলা ব্লগ কমিউনিটি "তে আশা। আশা করি সকালেই পাশে থাকবেন।

    1638501841727-01.jpeg

  • আমার পরিচয়ঃ-

  • 1637562707707-01.jpeg

    Device:- cannon750D
    Location

    আমার নাম মোঃ ইবনে বিন রাফেক। আমার ডাক নাম নয়ন। আমি বাংলাদেশে থাকি। আমার বাড়ি রংপুর বিভাগ, দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত। আমি পরিবারের কনিষ্ঠ পুত্র। এই পেশায় একজন ছাত্র। আমার বয়স ২১ বছর। আমি একজন বাংলাদেশী নাগরিক।

  • পারিবারিক ইতিহাসঃ-

  • 1636203942866-01.jpeg

    Device:- poco m3
    Location

    আমার পরিবারে আমার ৪ জন সদস্য রয়েছে। আমার বাবা আমার পরিবারের প্রধান। আমার বাবার নাম: মোঃ অহিদুল হক এবং মাতার নাম: মোঃ খালেদা পারভীন। আমার বড় ভাইয়ের নাম মোঃ খায়রুল ইসলাম। আমার বাবা একজন সরকারী কর্মচারী ছিলেন এখন অবসরপ্রাপ্ত। আমার মা একজন গৃহিনী। তিনি ঘরের সমস্ত কাজ করেন। বড় ভাই অর্নাস & মাষ্টার'স স্নাতকোত্তর শেষ করে এখণ সব ধরণের চাকরিও পরীক্ষা দিচ্ছে।

  • শিক্ষাগত যোগ্যতাঃ-

  • 1637644870660-01.jpeg

    Device:- poco m3
    Location

    আমি একজন ছাত্র। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফুলবাড়ী সরকারী কলেজে অর্নাস ৩য় বর্ষের ছাত্র। আমি দর্শন নিয়ে পড়াশোনা করছি। স্কুলে জড়িত থাকার অনেক স্মৃতি আমার আছে। আমি সেই স্মৃতি মিস করছি। আমি বিশেষ করে আমার শৈশবের বন্ধুদের মিস করি। তারা যে বিশেষ মুহূর্ত এবং স্মৃতি তাদের সাথে কাটিয়েছে তা কখনই ভুলে যাবে না। আমার মনে হয় আমি স্কুলে আমার অর্ধেক জীবন অতিবাহিত করেছি। স্কুলে শিক্ষকদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তারা আমাকে নেতা ছাড়া ডাকতেন না। আমি তাদের শ্রদ্ধা ও সম্মান জানাই।আমি যখন স্কুলে ছিলাম। স্কুলে তখন কোনও উন্নয়ন হয়নি, বর্তমানে স্কুল'টি ৪ তলা বিশিষ্ট হয়েছে।

  • আমার শখঃ-

  • 1637562776718-01.jpeg

    Device:- cannon750D
    Location

    আমার একটি স্বপ্ন আছে,জীবনে যাই করি তার মাঝেই সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়াবো। অন্যের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। আমার জন্য প্রার্থনা করনেন, যাতে আমি আমার স্বপ্নগুলি পূরণ করতে পারি। আমি আমার বাবা-মাকে ভালো রাখতে পাড়ি। আমার আশেপাশে অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে পাড়ি।

  • আমার আগ্রহঃ-

  • 1633757483110-01.jpeg

    Device:- cannon750D
    Location

    আমি ছোট্ট থেকেই খেলাধুলা খুব পছন্দ করি। তবে খুব ভালো একটা খেলতে পারি নাহ। আমি ভলিবল সবচেয়ে বেশি পছন্দ করি। পাশাপাশি ক্রিকেট এবং ফুটবল। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হা ডু ডু মাঝে মাঝে আমাদের গ্রামে আমরা এটি খেলি।আমি মাঝে মাঝে খেলি এবং এটি অনেক উপভোগ করি। বর্তমানে আমার বাম পায়ের লিগামেন্ট জনিত সমস্যার কারণে সকল প্রকার খেলা হতে আমি দূরে আছি। সকলের কাছে প্রার্থনা ও দোয়া কামনা করছি, যেত খুব দ্রুত আমি আবারও খেলা জগতে ফিরতে পারি।

  • আমাকে রেফার করেছেনঃ-

  • @sangram5



    আশা করি আমার পোস্টটি আপনাদের সকলের ভাল লাগবে। আমার পোস্টটির মধ্যে কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সকলের সুস্থতা কামনা করছি। সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন। বর্তমানে " করোনা " জন্য বাইরে গেলে অবশ্যই মাক্স পরিধান করবেন।


    @ibr456

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আপনার পরিচিত জানতে পেরে খুব ভালো লাগলো। আপনার পরিচিতি পোস্টে আপনি যে লিখাটি ব্যবহার করেছেন সেই লেখাটি অবশ্যই হাতে লিখতে হবে। বাকি বিষয়গুলো আপনাকে মডারেটররা জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাকে।

    আমি সব নিয়ম-কানুন মেনে, নিজের সেরা'টা দিয়ে পোষ্ট করার চেষ্টা করবো।
    ধন্যবাদ আপনাকে।

    আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার সম্পর্কে জেনে ভালো লাগল। আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মগুলো মেনে চলবেন। এবং আরও বেশি তথ‍্যের জন্য আমার বাংলা ব্লগ এর ডিসকোর্ড সার্ভারে যোগ দিন। আমাদের সাথেই থাকুন। আপনার জন্য শুভকামনা।।

    ইনশাল্লাহ সব নিয়ম-কানুন মেনে নিজের সেরাটা দিয়ে ভালো পোষ্ট করার সর্বদাই চেষ্টা করব ।

    ধন্যবাদ আপনাকে।

    আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

    এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
    https://steemit.com/hive-129948/@rme/4pwnok

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

    পোস্ট'টি পড়ে আমার অনেক সুবিধা হয়েছে নিজের পরিচয় পর্ব তুলে ধরতে। আমি আগে সকল নিয়ম-কানুন এর পোস্ট'টি পড়ি এবং তার পর নিজের পরিচিতি তুলে ধরি।

    আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। শুভকামনা থাকলো আপনার।।
    আর অবশ্যই রুপক ভাই এর কথা অনুসরণ করবেন

    হ্যা অবশ্যই সব নিয়ম কানুন মেনে কাজ করবো।

    ধন্যবাদ আপনাকে।

    স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। আশা করছি কমিউনিটির সকল রুলস রেগুলেশন মেনে নিয়মিত পোস্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন।
    আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। শুভকামনা আর ভালবাসা রইল আপনার জন্য।

    ধন্যবাদ আপনাকে।

    আমি অবশ্যই সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবো।

    Loading...

    "বাংলা ব্লগ কমিউনিটি" তে তোমায় স্বাগতম ভাতিজা।
    আশাকরি, কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে পোস্ট করবে।
    তোমার পরিচিতি মূলক পোস্টটি অনেক সুন্দর হয়েছে এই বলে আমি আমার মন্তব্য শেষ করলাম।

    ধন্যবাদ বাবা🥰

    আমাকে "আমার বাংলা ব্লগ কমিউনিটি" তে সুযোগ করে দেওয়ার জন্য ।

    আমি সর্বদাই কমিটির সকল নিয়ম কানুন মেনে চলবো এবং নিয়ম মেনেই পোস্ট করব।