ধান মারার প্রাকৃতিক নিয়ম

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে নিয়ে আসছি প্রাকৃতিক নিয়মে ধান ভাঙ্গার নিয়মকানুন সম্পর্কে বাংলাদেশের গ্রাম গুলোতে এখনো হাতের মাধ্যমে ধান মাড়াই করা হয়ে থাকে। এই কাজে কৃষকগণ ঘুম থেকে ভোরে উঠে তারপর ধান ভাঙ্গা পিরা এবং উনুন নিয়ে তারা ১০ থেকে ১২ জন করে অথবা সর্বনিম্ন দুই থেকে চারজন করে দল করে ধান মারাই কাজ শুরু করে। শুধু তারা ধান মাড়াই করে না এর সাথে তারা ধান পরিষ্কার করে বস্তা বন্দী করে মালিকের বাড়ি জমা দেয়। এই কাজে তারা অত্যন্ত কম মজুরি নিয়ে থাকে আপনাদের অবাক হবেন তাদের মজুরি ৫০০ থেকে ৭ শত টাকা মাত্র। কষ্টসাধ্য এবং শক্তির দরকার হয় এই কাজে। আজকে আমাদের ধান মাড়াই এর কাজ চলছে।

নিচে ছবির মাধ্যমে তা তুলে ধরা হলো

![enter image descriptions hare] ![]() ![Uploading image #2...]() ![Uploading image #3...]() ![Uploading image #4...]() ![Uploading image #5...]()

মোঃ ইমরান নাজির আমার নাম। আমি একজন উদ্ভিদ বিদ্যার ছাত্র। লোকেশন : আমি বাংলাদেশ রংপুর বিভাগের বদরগঞ্জ উপজেলার দিলালপুর জুম্মাপারা থেকে বলছি এবং লিখছি। camera Realme c11

Posted using [SteemPro Mobile](https://play.google.com/store/apps/details?id=com.steempro.mobile)
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!