পদার্থবিজ্ঞান | অধ্যায় (1 )ভৌত জগত ও পরিমাপ | পৃষ্ঠা নম্বর (1) #1

in hive-129948 •  3 years ago 

0001-7506368701_20210909_120524_0000.png
LINK

অধ্যায় (১)

ভৌত জগৎ ও পরিমাপ

ভূমিকা

বিস্ময়কর এ ভৌত জগত তারচেয়েও বিস্ময়কর প্রকৃতির রহস্য ও নিয়মগুলো। মহাবিশ্বব্যাপী নানান রহস্য ও ও ঘটনার সাথে পদার্থ ও শক্তির আধিপত্যই বেশি । আবার বিজ্ঞানের মধ্যে সবচেয়ে আধিপত্য বিস্তারকারী পদার্থবিজ্ঞান এই পদার্থ ও শক্তি এবং এদের মিথস্ক্রিয়া সম্পর্কে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ শেষে পরিমাণগত ভাবে তা প্রকাশ করে । পদার্থবিজ্ঞানকে পরিমাপের বিজ্ঞান বলা হয় । বিজ্ঞানের নিরলস প্রচেষ্টা ও নানান আবিষ্কার এর ফলশ্রুতিতে আমরা বর্তমানের ইলেকট্রনিক্স কম্পিউটার ডিজিটাল যুগে বাঁচার মত বাঁচতে চেষ্টা করি ।আমরা এই অধ্যায় ভৌত জগতের প্রকৃত পদার্থ বিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান ভৌত রাশির পরিমাপ এবং শিখনফল উল্লেখিত বিষয় সমূহ সম্পর্কে আলোকপাত করব ।

অধ্যায়ের শিখনফল

অধ্যায়টি অনুশীলন শেষে শিক্ষার্থীরা
☑️ভৌত জগতের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে ।
☑️পদার্থবিজ্ঞানের পরিসর এবং উদ্দেশ্য ও অবদান ব্যাখ্যা করতে পারবে ।
☑️পদার্থ বিজ্ঞানের ব্যবহৃত বিভিন্ন ধারণা সূত্র নীতি স্বীকার্য অনুকল্প এবং তথ্যের অর্থ উপলব্ধি ব্যাখ্যা করতে পারবে ।
☑️পদার্থ বিজ্ঞানের সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে ।
☑️ভর এবং বিভিন্ন প্রতিভাসের কার্যকারণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে ।
☑️মৌলিক এবং লব্ধি একক এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে ।
☑️পরিমাপের মূল নীতি ব্যাখ্যা করতে পারবে ।
☑️পর্যবেক্ষণ পরীক্ষণ ক্রমবিকাশ গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ।
☑️পরিমাপের ত্রুটি ব্যাখ্যা করতে পারবে ।
☑️পরিমাপযোগ্য রাশির মান নির্ধারণের কৌশল প্রয়োগ করতে পারবে।

ব্যবহারিক

▶️স্ফেরোমিটার ব্যবহার করে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করতে পারবে ।
▶️নিক্তির সাহায্যে দোলন পদ্ধতিতে বস্তুর ভর নির্ণয় করতে পারবে

এটি আমার বাংলা ব্লগে প্রথম পোষ্ট আপনারা সবাই আমাকে সাহায্য করবেন এবং কোন কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আমি পদার্থবিজ্ঞান বই পুরোটাই পাবলিশ করব আপনাদের দোয়া এবং সাহায্য কাম্য রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগে কিছু শেয়ার করার পূর্বে নিজের পরিচিতিমূলক পোষ্ট শেয়ার করতে হবে এবং আপনাকে ভেরিফাই হতে হবে। ধন্যবাদ

ধন্যবাদ ভাই বলার জন্য এখন কি পরিচিতিমুলক পোস্ট করতে পারব

জ্বী অবশ্যই পারবেন- তবে নিয়মটি অবশ্যই মানতে হবে-
Verification পোস্ট করা অবশ্যই প্রয়োজনীয় । আপনার Steemit ID, "আমার বাংলা ব্লগ" লেখা এবং তারিখ সহ একটি পেপার এর সাথে সেলফি দেওয়া বাধ্যতামূলক Verification পোস্টের সাথে ।

ওকে ভাই

প্রথমে আপনি একটি পরিচিতিমূলক পোস্ট করুন। যে পোস্টে একটি কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লেখা একটা কাগজ সহ সেলফি নিবেন। সেই সেলফিটা পরিচিতিমূলক পোস্টে অ্যাড করবেন। আপনার আইডি ভেরিফাই হওয়ার পর আপনি এই কমিউনিটিতে কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আরো কোন কিছু জানার প্রয়োজন হলে আমাদের ডিসকর্ড চ্যানেলে যুক্ত হোন। সেখান থেকে আপনি সমস্ত রকম সাহায্য সহযোগিতা পাবেন।

আপনি এডমিন মহোদয় দের কথা অনুসরন করুন।শুভ কামনা রইলো আপনার জন্য।আশা করছি অনেক ভালো ফল পাবেন।

ইনশাআল্লাহ আমি এডমিন ভাইযের কথা মত কাজ করবো। ধন্যবাদ আপনাকে

👌😍😍

Loading...