rem

in hive-129948 •  10 months ago 

বই পড়া নেশা হলো পৃথিবীর সব চাইতে ভালো নেশা । এই নেশায় আমিও আক্রান্ত সেই ছোট্টবেলা থেকে । এই নেশায় আক্রান্ত হওয়ার পর থেকে আজ অব্দি একটা সিঙ্গেল ডে'তেও বই না পড়ে কখনো থাকতে পারিনি । আমি মনে করি বইয়ের নেশার চাইতে সুখকর নেশা পৃথিবীতে আর একটিও নেই । আমি সব ধরণের বই পড়তে ভালোবাসি । এদিক থেকে বলা ভালো যে আমি একজন সর্বভুক বই-পোকা । সব রকম বই-ই আমার পড়তে ভালো লাগে । তবে বেশি ভালো লাগে - বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ, প্রযুক্তি বিষয়ক আর্টিকেল, ম্যাথের মজার প্রবলেম নিয়ে বই, ইতিহাস, গল্পের বই (বিশেষ করে শিশু-কিশোর সাহিত্য), উপন্যাস, কবিতা, নাটক, ভ্রমণ কাহিনী, অনুবাদ সাহিত্য সব ।

তবে, সব চাইতে বেশি পড়া হয় বাংলা ভাষার শিশু-কিশোর সাহিত্য । রহস্য-রোমাঞ্চ, কল্পবিজ্ঞান, ভূত-প্রেত-পিশাচ, অলৌকিক গল্প, গোয়েন্দা গল্প, এডভেঞ্চার কাহিনী - এসবই বেশি টানে আমাকে । বোধ হয় শুধু আমাকে নয়, সব বয়সী পাঠক=পাঠিকাকেও এসব বই-ই বেশি টানে । ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামের বাড়িতে প্রায় ১৬,০০০ বই ও দেশি-বিদেশী পত্র-পত্রিকার গৃহ-লাইব্রেরি । সেই সময় থেকেই বইয়ের প্রতি আমার একটা অসম্ভব ভালোবাসার টান তৈরী হয় । নামি-দামি ওয়ার্ল্ড ম্যাগাজিনের পাতা উল্টে রঙিন ঝকঝকে ছবি দেখতাম আমরা দু'ভাই । তখন বুঝিনি, বাট এখন বুঝতে পারি যে কত দেশি-বিদেশী রেয়ার পত্রিকা ছিল আমাদের বাড়িতে । সব আগুনে পুড়ে ছাই হয়ে গেলো আমার সাত বছর বয়সে ।

বড় হয়ে বইয়ের নেশা আরো তীব্রতর হয়েছে । তাই বই কিনেছি দেদার । আমার বাড়িতে এখন মোট বই-পত্র-পত্রিকার সংখ্যা সাড়ে তিন হাজারের মতো । কিছু এখানে আছে, আর কিছু দাদার বাড়িতে । যখন আমি মাধ্যমিক দেই সেই সময় ধীরে ধীরে পিডিএফ খুব জনপ্রিয় হওয়া শুরু করে । বাড়িতে ইন্টারনেট আসার পরে আমিও শুরু করি দেই বিভিন্ন বইয়ের পিডিএফ ডাউনলোড করা । অসংখ্য ব্লগ সাইটে তখন সব বইয়ের পিডিএফ পাওয়া যাচ্ছিলো । আমিও ধুমিয়ে ডাউনলোড করা শুরু করি । এই সময় "আমাজান কিন্ডল ফায়ার" নামে ই-বুক রিডার পাওয়া যেত বাজারে । প্রচুর দামি ছিল এই ডিভাইস । তখনকার সময় মোটামুটি কনফিগারেশনের একটা পার্সোনাল কম্পিউটারের দাম ছিল চল্লিশ-পঞ্চাশ হাজার । আর একটা "আমাজান কিন্ডল ফায়ার" ই-বুক রিডারের দাম ছিল ২৫,০০০-৩৫,০০০ টাকার মতো ।

আমার বই পড়ার আগ্রহ দেখে এই মহার্ঘ্য ই-বুক'টি কিনে দেয় আমার দাদা (বড় ভাই) । কমিক্স পড়তে খুবই ভালোবাসি আমি চিরকাল । ওই সময়টাতে টিনটিন আর অরণ্যদেবের কমিকসের প্রচুর পিডিএফ পাওয়া যেতো অনলাইনে । সব ডাউনলোড করে কিন্ডল ফায়ারে পড়তাম । এত জনপ্রিয় পিডিএফ এবং ই-বুক রীডারে এখন ধীরে ধীরে ভাঁটা পড়ছে । তার স্থলে জায়গা করে নিচ্ছে । অডিও বুক স্টোরি । মানুষের ব্যস্ততা এখন আরো বেড়েছে । বই খোলার সময় কোথায় তাদের ? ই-বুক পড়ার সময়ও তো অন্য কাজ করা যায় না । কাজের চাপে মানুষ এখন মাল্টি-টাস্কিংয়ে অভ্যস্ত হচ্ছে । আর তাই, পিডিএফ আর ই-বুক রীডারকে রিপ্লেস করছে এখন অডিও বুক ।

বই পড়া, গল্প পড়ার চাইতে মানুষ তাই এখন ঝুঁকেছে গল্প শোনার দিকে । ইউটিউবে প্রচুর কনটেন্ট ক্রিয়েটর আছে এই অডিও বুক স্টোরি তৈরির কাজে । তারা তাদের সেরাটা দিয়ে অডিও বুক বানাচ্ছে, শুধু রীডিং পড়া নয়, দস্তুরমতো অভিনয় করে করে গল্পের বিভিন্ন চরিত্রদেরকে ফুটিয়ে তুলছে খুব নিখুঁতভাবে । যান্ত্রিক সংগীতের আবহে গল্পের মেজাজও বহুগুনে বৃদ্ধি পাচ্ছে । একজন নয় অনেকজন মিলে একটা গল্প পাঠ করে । চরিত্রদের বিভিন্ন গলা ফুটিয়ে তোলা থেকে শুরু করে গল্পের ভিন্ন ভিন্ন সময়ে গল্পের গতি বুঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা থাকছে । এসব অডিও গল্প শুনলে চোখের সামনে সব চরিত্রকে দেখতে পাওয়া যায় যেনো । আর অডিও হওয়াতে গল্প শুনতে শুনতে দিব্যি অন্য কাজও করা যাচ্ছে ।

আর তাই সময়ের সাথে সাথে গল্প পড়ার চাইতে মানুষ গল্প শোনার দিকে বেশি ঝুঁকেছে ।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv1imLVfZEozjsUCkFU9WFhYUtkACrquofZs7BNotP15oscHhtDWiw2KS1fYcSc99m72QEaP2owkP2vjmep5zXZyfJoU8994xmxn6x6.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://steemit.com/hive-129948/@rme/5yldcs