![IMG_20211004_193541.jpg](UPLOAD FAILED)
![IMG_20211004_193541.jpg](UPLOAD FAILED)
মানুষের মত গবাদি পশুরও বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে। এ রোগের প্রচলিত নাম স্বাস রোগ। ভাইরাস ফাঙ্গাস সহ বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। অতিরিক্ত ঠান্ডা অপরিষ্কার পরিবেশ এসব কারণেও এ রোগ হতে পারে। শ্বাসনালীতে খাবার বা ঔষধ জাতীয় কোন পদার্থ ঢোকে মারাত্মক এক্সপায়ারেশন নিউমেনিয়া হতে পারে।
লক্ষন ঃ
1= ঘনঘন নিশ্বাস ও অল্প জ্বর এ রোগের প্রধান লক্ষণ
2= শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হতে পারে
3= রোগের শেষ পর্যায়ে শ্বাস কষ্ট হয়
4= ঘন ঘন কাশি দেয় এবং কাশির সময় বুকের পাঁজরে ব্যথা পায়
5= অনেক সময় নাক দিয়ে সাদা ফেনাযুক্ত সর্দি বের হয়
6= খাওয়া কমে যায়
7= এসপাইরেশন নিউমনিয়াতে পশুর শরীরের তাপমাত্রা একপর্যায়ে কমে যায় পশু শুয়ে পড়ে এবং শ্বাসকষ্টে মারা যায়।
চিকিৎসাঃ
নিউমোনিয়া রোগের চিকিৎসায় নিম্নলিখিত যেকোনো একটি ঔষধ নির্ধারিত মাত্রায় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
Amoxcacillin vet injection প্রতি ভাসালে 10 মিলি ডিস্টিল ওয়াটার মিশিয়ে প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 মিলি হিসেবে মাংসে বা শিরায় ইনজেকশন দিতে হবে ।রোগ অনুযায়ী তিন থেকে পাঁচ দিন ইনজেকশন দিতে হবে।
এছাড়াও এন্টিহিস্টামিন ইনজেকশন দিতে হবে
পাশাপাশি ফ্লুগাল ইনজেকশন প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 4 মিলি হিসেবে মাংসে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে।
প্রতিকারঃ
এটি কোন নির্দিষ্ট জীবাণু দ্বারা হয় না বলে টিকা দিয়ে এ রোগ প্রতিরোধ করা যায় না খামারের উন্নত ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অতিরিক্ত বৃষ্টি থেকে রক্ষা এসবের মাধ্যমে নিউমোনিয়া থেকে রক্ষা করা যায়।
আপনি প্রথমে এই https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community
পোস্ট টি পড়েন,প্রথমে পরিচিতি মুলক পোস্ট করুন। কমিউনিটির নিয়ম গুলো ভালভাবে জেনে তারপর পোস্ট করুন,। আর পরিচিতি মুলক পোস্ট করতে আপনার সেল্ফি, সাদা কাগজে আমার বাংলা ব্লগ লেখা এবং তারিখ দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit