আমার বাংলা ব্লগ(প্রতিযোগিতা ১১)। শীতকালীন প্রাকৃতিক দৃশ্য। 10% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। শুরুতেই ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন ও মডারেটরদের কে এত সুন্দর একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আমার বাংলা ব্লগ কর্তিক আয়োজিত কোন প্রতিযোগিতায় এটি আমার প্রথম অংশগ্রহণ। গত বেশ কয়েকদিন অসংখ্য সদস্যদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখলাম। অসাধারণ সুন্দর সব ছবি ধারণ করেছেন প্রত্যেকে তাদের ক্যামেরায়। প্রত্যেকটি ছবি যেন শীতকালের প্রতিনিধিত্ব করছে। সবাই তার নিজ নিজ দৃষ্টিকোণ থেকে শীত কালকে তুলে ধরতে চেষ্টা করেছেন। আমার কাছে শীতকাল অন্যান্য ঋতুর তুলনায় বেশ আকর্ষণীয়। খাওয়া-দাওয়াসহ সবকিছুতেই বেশ একটা আয়েশী ভাব কাজ করে। শীতকালের প্রাকৃতিক পরিবেশ শহরে বা গ্রামে ভিন্ন ভিন্ন হলেও মূল বিষয়গুলো প্রায় একই রকম। সর্বত্রই হিম হিম একটা ঠাণ্ডার অনুভূতি। প্রতিযোগিতায় আমার তোলা প্রায় সব ছবিই নদীকেন্দ্রিক। আশা করি আপনাদের ভালো লাগবে।

ছবিঃ ১


20220202_164258.jpg


একটি খালের দৃশ্য এটি। বর্ষায় থাকে পানিতে টইটুম্বুর আর শীতকাল আসলেই সমস্ত পানি শুকিয়ে গিয়ে এই গভীর অংশটুকুতে এসে আটকে আছে

ছবিঃ ২


20220202_171133.jpg

ব্রিজের উপর থেকে তোলা পদ্মা নদীর একটি অংশের ছবি। পড়ন্ত বিকেলের আলোয় দেখা যাচ্ছে শুধু ধান ক্ষেত আর সবুজ। বর্ষায় যে পদ্মা থাকে খরস্রোতা আর ভয়ানক। শীতকালে সেই পদ্মাই শুকিয়ে মরা খালের রুপ ধারণ করেছে। পলি জমে যাওয়ায় স্থানীয় মানুষ ধান চাষও শুরু করে দিয়েছে।

ছবিঃ ৩

20220202_164146.jpg

ফরিদপুর শহরের বেরিবাধ সংলগ্ন এলাকার ছবি এটি। বর্ষায় বেরিবাধের একপাশে থাকে অথৈ পানি আর অন্য দিক শুকনো খটখটে। নিচু এলাকায় জমে থাকা পানিতে হাঁসের বিচরণ। সেই সঙ্গে দেখা যাচ্ছে ডুবিয়ে রাখা একটি নৌকার কিছু অংশ।

ছবিঃ ৪

20220202_171157.jpg

শীতেও শরতের আকাশের মতো সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে আকাশে। পানি নেমে যাওয়ায় নদীর বুক শুকিয়ে খটখটে হয়ে গেছে। রাস্তা থেকে দেখতে অন্য রকম লাগছিল।

ছবিঃ ৫

20220202_174247.jpg

শীত প্রকৃতি থেকে কেড়ে নেয় সব সজীবতা। গাছগুলোর দিকে লক্ষ্য করলেই বোঝা যায় শীতের আগমন। পাতা ঝরে গিয়ে যে গাছ ন্যাড়া হয়ে আছে বসন্তেই তা আবার হয়ে উঠবে সজীব ও সতেজ।

ছবিঃ ৬

20220202_171020.jpg

এটি একটি নাম না জানা ছোট নদী। সত্যিই এখানে একটি নদী ছিল কিন্তু বাংলাদেশের অন্যান্য খাল নদীর মতো শীতকালে এটিও শুকিয়ে হারিয়ে গেছে। বর্ষায় আবার হয়তো ভরে উঠবে কানায় কানায়।

ছবিঃ ৭

20220202_174202.jpg

শীতের রুক্ষতা থেকে রক্ষা পাওয়া একটি ভিন্ন রকম গাছ। যে এখনো টিকে আছে তার সজীবতা নিয়ে।

Photographer@iraniahmed
DeviceSamsung m01s
LokationFaridpur
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক যত্নসহকারে করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল অত্যন্ত পরিচ্ছন্ন এবং পরিষ্কার। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন লাগতাছে। ধন্যবাদ আপনার আগ্রহের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতা আপনি বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। হাঁসগুলো বেশ দারুন ভাবে পানিতে সাতার কেটে বেড়াচ্ছে ভালোই লাগলো দৃশ্যটি দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে।

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি আমার কাছে তিন নাম্বার ছবিটা সবথেকে বেশি ভালো লেগেছে। একটি নৌকা, হাঁসগুলো পানিতে সাঁতার কাটতেছে সত্যি দৃশ্য টা অনেক সুন্দর।শুভকামনা আপনার জন্য

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

এই ধরনের পোস্টে আপনাকে অবশ্যই লোকেশন কোড ব্যবহার করতে হবে। ধন্যবাদ আপনাকে।

লকেশন এডিট করে দিয়েছি।