"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা- ১৩ "বসন্তের ফুলের ফটোগ্রাফি"। ১০% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমার বাংলা ব্লগের সবাইকে জানাই বসন্ত ফুলের শুভেচ্ছা। আমি আজ বসন্ত ফুলের ফটোগ্রাফির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই 'আমার বাংলা ব্লগ' এর প্রতিষ্ঠাতা @rme দাদাকে। আরো ধন্যবাদ জানাই @shuvo35 ভাই সহ সকল এডমিন এবং মডারেটরদের যারা এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি বেশ কয়েকটি ফুলের ছবি তুলেছি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সব মানুষই ফুলকে ভালোবাসে। ফুল ভালবাসেনা এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই আশা করি এই ফুলগুলো আপনাদের অনেক পছন্দ হবে। যাইহোক এবার ফুলগুলো দেখে নেয়া যাক।

আলোকচিত্রঃ ১


20220302_120029.jpg

20220302_120047.jpg

20220302_120040.jpg

এই ফুলটির নাম হল "ডালিয়া" ফুল। এটি দেখতে খুবই সুন্দর। এই ফুলটি কয়েক কালারের হয়ে থাকে। প্রত্যেকটি কালারই অনেক সুন্দর। এ ফুলটি সাইজে একটু বড় হয়ে থাকে।

আলোকচিত্রঃ ২

20220302_012446.jpg

20220228_124310.jpg

এই ফুলটির নাম "Scarlet sage" ইউকিপিডিয়াতে সার্চ দিয়ে নামটা জেনেছি । এই ফুল গুলো সাধারণত লাল কালারের হয়ে থাকে। গাছটা লম্বা আকৃতির হয় এবং পাতাগুলো ফুলের তুলনায় বেশ বড় থাকে।

আলোকচিত্রঃ ৩

20220228_124317.jpg

20220228_124258.jpg

এই ফুলটির নাম হল "গাঁদা" ফুল। এই ফুলটি সচরাচর প্রায় সব জায়গায় দেখা যায়। ফুল গুলো একটু বড় আকৃতির হয়ে থাকে। কালারটা লাল, হলুদ, খয়েরি বিভিন্ন রঙের হয়ে থাকে।

আলোকচিত্রঃ ৪

20220302_013107.jpg

20220228_124141.jpg

এই ফুলটির নাম হল "জবা" ফুল। লাল রঙের জবা ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে। জবা ফুলের বিভিন্ন কালার হয়ে থাকে। তবে লাল কালার টি দেখতে বেশি সুন্দর।

আলোকচিত্রঃ ৫

20220228_124350.jpg

20220228_124346.jpg

এই ফুলটার নাম হলো "ডায়ান্থাস" । ফুল গুলো দেখতে খুবই সুন্দর এবং আকারে এই ফুলগুলো একটু ছোট। এই ফুলগুলো লাল, গোলাপি বিভিন্ন কালারের হয়ে থাকে।

আলোকচিত্রঃ ৬

20220228_124341.jpg

20220228_124337.jpg

এই ফুল গুলোর নামও "ডায়ান্থাস" । এই ফুলগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। সাদা এবং লাল ফুল গুলো দেখতে বেশি সুন্দর লাগে।

আলোকচিত্রঃ ৭

20220228_124036.jpg

20220228_124026.jpg

এ ফুলটির নাম হল "বাগান বিলাস"। এই ফুল গাছটির আকৃতি অন্য ফুলগাছের তুলনায় একটু বড় হয়। ফুলের কালার লাল হওয়ায় অনেক দূর থেকেই এ ফুলগাছটি চোখে পড়ে। ফুল ছাড়া এই গাছটায় তেমন পাতা দেখা যায় না।

আলোকচিত্রঃ ৮

20220302_120856.jpg

20220302_120844.jpg

এটি হলো "আমের মুকুল"। বসন্ত শুরু হলেই আম গাছে মুকুল দেখা যায়। আম গাছে যখন মুকুল আসে তখন গাছটি দেখতে খুবই সুন্দর লাগে।

আলোকচিত্রঃ ৯

20220302_115338.jpg

20220302_115326.jpg

এই ফুলটির নাম হল "রঙ্গন"। এই ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেকগুলো ফুল মিলে থোকায় থোকায় ফুলগুলো গাছে ধরে থাকে।

আলোকচিত্রঃ ১০

20220228_172343.jpg

20220228_172328.jpg

**

এটি হলো "শিমুলফুল"। শিমুল ফুল ফুটলে দেখতে অনেক চমৎকার লাগে। এটি অনেক দূর থেকে চোখে পড়ে। যখন গাছটিতে ফুল ফোটে তখন গাছটি পুরো লাল হয়ে যায়। এবং ফুলগুলো আস্তে আস্তে ঝরে পড়তে থাকে।
  • এগুলোই ছিল আজ আমার প্রতিযোগিতায় বসন্ত ফুলের ফটোগ্রাফি। আমি আশা করছি বসন্ত ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভালো লেগেছে।সবাইকে আবারো বসন্ত ফুলের শুভেচ্ছা রইল। **
Photographer@iraniahmed
DeviceSamsung m01s
Location

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। সাথে অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ডায়ান্থাস

এই প্রথম এমন কোন নামের ফুল আর এমন অদ্ভুত ধরনের ফুল চোখে দেখলাম। সত্যিই ভুল গুলো অসাধারন ছিল দেখতে যেমন সুন্দর তেমনি বাহারি রঙের। এছাড়াও আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

অসম্ভব ছবি করে প্রতি যোগিতায় অংশ গ্রহণ করলেন। আশাকরি ক্যাটাগরিতে পড়বেন
দোয়া রইল।

ধন্যবাদ আপনাকে।

💝♥️

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আপনি আমাদের মাঝে নাম না জানা অনেক ফুলের ফটো শেয়ার করেছেন। ফুল হলো সৌন্দর্যের প্রতীক এবং ফুলকে আমরা সবাই ভালবাসি । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পোষ্টে সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অসাধারন কিছু আলোকচিত্র উপহার দিয়েছেন ভাই আপনার চিত্র গুলো চমৎকার হয়েছে ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়।ফুল অসাধারন ভালোবাসার প্রতিক।ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার তোলা বসন্তের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আপনার মুঠোফোনের মধ্যে আবদ্ধ করেছেন । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার সুন্দর ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ। খুব সুন্দর ভাবে উপস্থাপন করছেন ধাপে ধাপে। আর আপনি প্রতিটি ফুলের নাম ভালোভাবে উল্লেখ করেছেন।

আপনাকে ধন্যবাদ।