আমার পরিচিতি পোস্ট

in hive-129948 •  3 years ago 

হ্যালো স্টিমিয়ানস
আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনি ভারতের ইরফান এবং আমার বয়স ১৯ বছর।
IMG_20211126_090111.jpg

আমি একজন কলেজ ছাত্র বিসিএ পড়ছি। আমি স্থানীয় প্রতিষ্ঠান থেকে আমার স্কুলিং সম্পন্ন করেছি.
IMG_20211126_090359.jpg

সত্যি কথা বলতে আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমি শুধু এটা সম্পর্কে শুনেছি. এখন যেহেতু আমি স্টিমিটে যোগ দিয়েছি আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও জানতে পারব। যেহেতু আমি সবসময় প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে আমি শিখতে এবং উপার্জন করতে পারি।

আমি পেইন্টিং ভালোবাসি.
আমি নতুন জায়গায় ঘুরতে পছন্দ করি।
আমার প্রিয় সিনেমা রামাইয়া ভাস্তাভাইয়া
আমি ক্রিকেটের প্রতি খুবই আগ্রহী।
Screenshot_2021-11-26-09-10-25-99_9da036a55cd5ad7b4331264beacc7ce0.jpg
Screenshot_2021-11-26-09-08-50-54_9da036a55cd5ad7b4331264beacc7ce0.jpg
IMG-20211114-WA0017.jpg
IMG-20211114-WA0016.jpg

আমি নতুন জিনিস শিখতে এবং সারা বিশ্ব থেকে নতুন লোকেদের সাথে দেখা করতে চাই। আমি যে পোস্টগুলি খুঁজছি তার জন্য আমি সমস্ত সম্প্রদায়কে অন্বেষণ করব৷
আমি আমার স্কেচ শেয়ার করব. আমি সব ধরণের জিনিস শেয়ার করব কারণ আমি লক ইন অনুভব করতে চাই না। আমার উদ্দেশ্য হবে সৃজনশীল বিষয়বস্তু পোস্ট করা।
আশা করি আমার পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।

সমর্থন করতে থাকুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। আপনার পরিচিতু৷পোস্ট খুব সংক্ষিপ্ত আকারে হয়েছে। শুভকামনা থাকলো আপনার।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম ।কমিউনিটি তে আপনার অন্তর্ভুক্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আশা করি সামনের দিনগুলোতে আমরা সকলে একসাথে কাজ করে কমিউনিটির শক্তি বৃদ্ধি করতে পারব। আপনার জন্য রইল শুভকামনা

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম আর কমিউনিটির কিছু পিন করা পোস্ট আছে। দয়াকরে এগুলো পড়লে ভালোভাবে এখানে কাজ করতে পারবেন

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। abb-school এর ক্লাস গুলো নিয়মিত করবেন। সেই সঙ্গে কমিউনিটির নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার পরিচয় আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তবে আপনার আরও অনেক শেখার আছে। আমাদের abb-school এ যুক্ত হয়ে নতুন নতুন বিষয় গুলো শিখে নিবেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত জানাই। স্টিমিটে বাংলা ভাষা ভাষী মানুষদের একমাত্র কমিউনিটি। আপনি প্রথম ট্যাগ টি ঠিক করে, #abb-intro করুন। সাথে আমাদের ডিসকর্ড চ্যানেল যুক্ত হোন।

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম আপনার কাছ থেকে আশা করবো আপনি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে পোস্ট করবেন সেই সাথে ডিসকোড এর সাথে থাকার চেষ্টা করবেন। কমিউনিটির মডারেটর অথবা এডমিন আপনার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করবে। আপনার পথচলা শুভ হোক।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। সকল নিয়ম মেনে কাজ করে যান। আশা করছি আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে। শুভেচ্ছা রইল।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম ব্রো নিজের ক্রেটিভিটি উজার করে দিন।এবং এগিয়ে যান।শুভ কামনা।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok