পটলের আইসক্রিম।
রেসিপি দেখেই হতে পারে
আপনাদের রক্ত হিম।
মা- এর হাতের কোরমা ।
পটল মানেই ঠাকুমা রাঁধে
চিংড়ি পটোলের দোলমা ।
এক বন্ধুর নাম পটলা।
পটল মশাই ,সব রান্নায়
দিতে পারে জটলা।
পরানের পরান।
পটল রেঁধেই জিততে হবে
পটল কম্পিটিশন।
নমস্কার বন্ধুরা । প্রথমে কমিউনিটির সকল এডমিন এবং মডারেটর দাদা দিদিদের জানাই অনেক অনেক ভালোবাসা । প্রিয় হাফিজ দাদাকে জানাই এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। বেশ অনেকদিন পর এই কমিউনিটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি ।তাই বরাবরের মতন এবারেও অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি।
পটলের ইউনিক কম্পিটিশনে আমিও বহুল প্রচেষ্টায় একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপির নাম দেখে এতক্ষণে আপনাদের অনেকের চক্ষু চরক গাছ হয়ে গেছে ।হতে পারে অনেকে আমার নামে বকাবকি দেওয়া শুরু করে দিয়েছেন।
প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি পটলের সাথে এত দুর্ব্যবহার করার জন্য। আপনাদের মতনই পটল আমার অনেক পছন্দের একটা সবজি। কিন্তু যখন ইউনিক কম্পিটিশন হয়। তখন ইউনিক কাজটাই করা ভালো। তাই চেষ্টা করেছি পটলের সাথে একটু অন্যভাবে কাজ করার ।
প্রথমেই ভেবেছিলাম পটলের মিষ্টি তৈরি করব। তারপর দেখলাম আমার সহকর্মী একজন অলরেডি পটল দিয়ে দুর্দান্তভাবে লাড্ডু তৈরি করে ফেলেছেন ।যেটা দেখে প্রচন্ড পরিমাণে আমার লোভ হলো। তাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং তার জন্য আমার শুভকামনা রইল।
অনেক ভেবেচিন্তে তারপরে মাথায় আসলো পটলের চকলেট বানাবো। কিন্তু এই আইডিয়া আমার মা কিছুতেই মেনে নিতে পারলেন না ।মায়ের প্রিয় পটল গুলোকে সবজির ঝুড়ি থেকে বার করে আমি কাজ শুরু করতে পারলাম না ।তারপর মাথায় বুদ্ধি এলো আইসক্রিম তৈরি করার।
আমি সাধারণত কেক, চকলেট ,আইসক্রিম এগুলো ভালোই তৈরি করতে পারি ।তবে এই দুঃসাহসিকতা দেখার পেছনে আর একটা কারণ রয়েছে। পাঞ্জাবে আমার এক পরিচিত কাছের মানুষ থাকেন। আমার বাবার বন্ধু হন ।ওই বাড়ির ঠাকুমা আমাকে লাউয়ের আইসক্রিম তৈরি করে খাইয়েছিলেন। তখন আমি অনেক ছোট ।ক্লাস ফাইভে পড়ি। এই কথাটা আমি কোনদিনও ভুলিনি।
পটলের সাথে ইউনিক কি করা যায় - এটা ভাবতে ভাবতে কথাটা মনে পড়ে যায় ।লাউয়ের আইসক্রিম যদি হতে পারে তাহলে পটলের কেন হবে না! যদিও পটলের আইসক্রিম নিয়ে আমি কোথাও কিছু দেখিনি এখনো অব্দি। আর কারোর কাছে পটলের আইসক্রিমও খাইনি । তবুও প্রথম স্টেপটা তো কাউকে না কাউকে নিতেই হয়। তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ইউনিক পটলের রেসিপি - পটলের আইসক্রিম।
সিরিয়াল নং | সামগ্রী | পরিমাণ |
---|---|---|
১ | পটল | ২ টো |
২ | চিনি (সিরার জন্য) | ৪ চামচ |
৩ | দুধ | ৫০০ |
৪ | চিনি | ৩ চামচ |
৫ | মেরি বিস্কুট | ২ টো |
৬ | টুটি ফ্রুটি | পরিমাণ মতো |
প্রত্যেকটা স্টেপ দেখলেই বুঝতে পারবেন ,একেবারে নিজের বুদ্ধিতে রান্না করার চেষ্টা করেছি। যাইহোক দুটো পটলকে ভালোভাবে চাকু দিয়ে খোসা পরিষ্কার করে নিলাম। তারপর সুন্দর করে কেটে নিয়েছি ঠিক যেভাবে ছবিতে দেখতে পাচ্ছেন।
গ্যাসে একটা ছোট বাটি বসিয়ে , গ্যাস অন করলাম।তাতে ছোট কাপের দুই কাপ মত জল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চার চামচ চিনি। এবার পটলগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পটলগুলো চিনির রসে সিদ্ধ হতে রেখে দিলাম।
বেশ পনেরো-কুড়ি মিনিটের মধ্যে পটলগুলো সিদ্ধ হয়ে গেল এবং রং বদলে গেল। সাথে সিরাটাও এরকম দেখতে হয়ে গেল। এই অবস্থায় গ্যাস অফ করে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডার এর মধ্যে পটল গুলোকে সিরা থেকে ছেঁকে তুলে ভালোভাবে পাঁচ মিনিট গ্রাইন্ড করে নেব।
একটা কাপের ওপর ছেকনি রেখে পটলের পেস্টটা ভালোভাবে ছেঁকে নিলাম, যাতে বড় কোন খোসা না থেকে থাকে।
৫০০ গ্রাম দুধ গরম হওয়ার জন্য রেখে দিয়েছি।
দুই তিনবার দুধ উতলে ওঠার পর এরমধ্যে দিয়ে দিচ্ছি পটলের ওই পেস্ট আর তিন চামচ চিনি। তারপর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। এই অবস্থাতেই দেখতে পাবেন দুধের কালারটা হালকা বদলে গিয়ে একটু পেস্তা রঙের হয়ে আসছে।
আমরা জানি পটলের একটা আলাদা গন্ধ রয়েছে। সেই গন্ধ টাকে দূর করতেই এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মেরি বিস্কুট গুঁড়ো করে। এর পেছনে আর একটা কারণ আছে। আমি সাধারণত যতবার এর আগে আইসক্রিম তৈরি করেছি আমার কাছে উইপিং ক্রিম পাউডার ছিল। উইপিং ক্রিম প্রত্যেকটা আইসক্রিমে থাকে ,কিন্তু বাড়িতে যেহেতু আইসক্রিম পাউডার ছিল না। তাই আমি এখানে দুটো বিস্কুটের গুঁড়ো করে এড করেছি। যাতে আইসক্রিমের ব্যাটার টা একটু শক্ত হয়।
সমস্ত কিছু অ্যাড করে দেওয়ার পর আরও পাঁচ মিনিট দুধটাকে ফুটতে দেব। এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে।
এবারে গ্যাস বন্ধ করে মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ।
ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার মিক্সচার গ্রাইন্ডার এ এই মিশ্রণটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। যাতে বিস্কুটের দানাগুলো যেগুলো ছবিতেও দেখতে পারছিলেন ,সেগুলো ভালোভাবে মিশে যায়।
তারপর একটা কন্টেনার নিয়ে নিয়েছি ।তার মধ্যে আইসক্রিমের ব্যাটার টা ঢেলে দিলাম। সাথে এড করে দিচ্ছি টুটি ফ্রুটি।
এবারে ঢাকনা ভালোভাবে আটকে দিলাম। কন্টেনার টা এয়ার টাইট হলে বেশি ভালো হয়। যেমন আমি ব্যবহার করেছি ।এবার এই কন্টেনার টা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম গোটা রাতের জন্য।
প্রায় আট নয় ঘন্টা পর কন্টেনার খুললে ঠিক এরকম দেখতে পাবেন।
আর এই ভাবেই তৈরি হয়ে যাবে পটলের আইসক্রিম।
খুব অল্প সামগ্রী দিয়ে এবং কম খরচে তৈরি হয়ে গেছে এই রেসিপি। সত্যি বলছি বন্ধুরা, আমি যখন দুধের মধ্যে পটলের ওই পেস্টটা এড করছিলাম, আমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বুজেছিলাম। ভীষণ ভয় ভয় করে দুধের মধ্যে পটল দিয়েছি। কারণ আমার মাকে প্রথমেই আইসক্রিম করার প্ল্যান বললে, মায়ের ইঙ্গিত আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আইসক্রিমটা যদি খেতে ভালো না হয় তাহলে আমার কপালে দুঃখ আছে। ৫০০ এম এল দুধ নষ্ট হলে স্বাভাবিকভাবে কারো মাথা ঠিক থাকবে না।
কিন্তু ঠাকুরের আশীর্বাদে দুঃখ হয়নি, দুর্দান্ত খেতে হয়েছিল আইসক্রিমটা। সব থেকে মজার ঘটনা ।মাকে যখন আইসক্রিমটা খেতে দিলাম ।টুটি ফ্রুটি গুলো মা প্রথমে দেখেনি। আইসক্রিম খাওয়ার সময় মুখে বাঁধতেই মা আমাকে বেশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল- হ্যাঁ রে ,এটা কি পটলের খোসা? প্রশ্নটা বেশ মজা দিয়েছিল আমাকে।
আশা করছি আমার আজকের এই পোস্ট আপনাদের সকলের ভালো লেগেছে। সকলের মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব মজা পেয়েছি আমি। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।
@isha.ish
জাস্ট দারুন। ইউনেক আইডিয়া। তোর সমস্ত কাজের মতো এই কাজটাও খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। ভীষণ ভালো লাগছে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও মজা লেগেছে পুরো কাজ টা করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পটল দিয়ে যে আইস্ক্রিম বানানো দেখবো তা কখনো স্বপ্নেও ভাবিনি আগে। এখন বাস্তবতায় এর দেখা পেলাম।
আইস্ক্রিম আমার ও খুব পছন্দের একটা খাবার। তবে বাড়িতে তৈরি করলে সাধারণত কমন স্বাদের আইস্ক্রিম তৈরি করি। লাউ, পটল এমন সবজি দিয়ে আইস্ক্রিম তৈরির আইডিয়া পেয়ে খুব ভাল লাগলো।
ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিমিত্তে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা, সেরা , হাসি পাচ্ছে মন্তব্য পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অত্যন্ত বিচক্ষণতার সাথে, পটলের ইউনিক একটি রেসিপি, পটল দিয়ে আইসক্রিম অত্যন্ত সুন্দরভাবে ও ধাপে ধাপে সম্পূর্ণ তৈরীর প্রক্রিয়াটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এটি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে এবং বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে পটল দিয়েও আইসক্রিম তৈরি করা যায়। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা, হ্যাঁ দাদা, বিশ্বাস করুন। এটা পটল!🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা দিদি আমার রক্ত হিম হয়ে গেছে। পটলেরও আইসক্রিম হয়। আপনি তো ঐ মাখাকাকু কেউ পেছনে ফেলে দেবেন হা হা।।
দেখতে তো চমৎকার লাগছে। যাইহোক দারুণ তৈরি করেছেন দিদি পটলের আইসক্রিম টা। অনেক সুন্দর ছিল আপনার উপস্থাপনা টা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা দাদা, হিম রক্ত হয়েছে শুনে মজা পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পটলের আইসক্রিম এত সুন্দর রেসিপি তো কখনো দেখিনি। দেখতে অসাধারণ লাগছে। আর এই রেসিপিটির নাম দেখেই খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার রেসিপি আসলে অবাক হওয়ার মতই। পটলের আইসক্রিম কখনো তো জীবনে শুনিনি আর তৈরি করে খাওয়াও হয়নি। তবে আপনার আইসক্রিমের শেষ লুকটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছিল। আর আপনার কবিতাটাও কিন্তু খুবই ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আনেক মজার হয়েছিল খেতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পটলের আইসক্রিম রেসিপিটি আজকে প্রথম দেখলাম। পটলের আইসক্রিমটি বেশ ইউনিক একটি রেসিপি। খুব চমৎকারভাবে ১১ টি ধাপের মাধ্যমে আপনার রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দিদি। ভালো থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু কবিতাটা বেশ দারুন হয়েছে।পোস্ট পড়ে বেশ ভালো লাগলো।যাক কপালের দুঃখ যে কেটেগেলো,তাই বেশ।হা হা।শুভ কামনা রইলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা, আইসক্রিম করে খাওয়াবো। চলে আসুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার আজকের এই পোস্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনি আজকে খুবই ইউনিট একটি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার আজকের এই পোস্ট। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারণ পটলের আইসক্রিম রেসিপি তৈরি করেছেন। আমি এভাবে কখনো পটলের আইসক্রিম খাইনি। এই প্রথম আমি পটলের আইসক্রিম দেখলাম। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি পটল নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পটলের আইসক্রিম কখনো খাওয়া হয়নি, বলতে পারেন জানতামই না যে পটলের আইসক্রিম বানানো যায়। যাই হোক আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখে নিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম, এবার বাড়িতে বানিয়ে ফেলুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাগ্যিস এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া।না হয় এমন সুন্দর সুন্দর রেসিপি মিস করতাম।ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারেই তাই। ঠিক বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু আপনার পটলের আইসক্রিম তৈরি রেসিপি দেখে আমার তো জিবে জল চলে এসেছে। খেতে মনে হচ্ছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি রেসিপি আপনি খুবই দক্ষতা সহকারে করেছেন। আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ইউনিক একটা রেসিপি দেখলাম তোমার কাছে। আইডিয়াটা দারুন ছিল। খুব সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছো।
দেখতে তো দারুন লাগছে, তাই খাওয়ারও ইচ্ছে রইল। ভালোবাসা নিও ❤️।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি, বানিয়ে ফেল একদিন। নাহলে চলে এসো। বানিয়ে খাওয়াবো। তুমিও ভালোবাসা নিও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চলেই আসবো একদিন 🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারন ভাবে আপনি পটলের আইসক্রিম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই জিভে জল চলে আসছে। সত্যি অনেক ইউনিক ছিল আপনার পটল দিয়ে আইসক্রিম তৈরি রেসিপিটা ।আশা করি আপনি পুরস্কারপ্রাপ্তর ভিতর একজন হবেন ।ধন্যবাদ সুন্দর একটি পটলের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজাদার ইউনিক একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন পটলের এরকম রেসিপি আমি সচরাচর কখনোই দেখিনি এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখলাম। চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসব রেসিপির ট্যালেন্ট শুধু আমাদের কমিউনিটিতেই আছে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পটল দিয়ে আইসক্রিম রেসিপি করা যায় সেটা আমার আগে জানা ছিল না। সত্যিই অনেক সুন্দর এবং ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন সত্যি মুগ্ধ হয়েছি আপনার রেসিপি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কখনো ভাবতেও পারিনি যে পটল দিয়ে আইসক্রিম তৈরি করা সম্ভব। সত্যি একদম ইউনিক এবং তাক লাগিয়ে দেওয়ার মত একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এটা খেতে কেমন হবে সত্যিই বুঝতে পারছি না। তবে দেখতে অসম্ভব সুন্দর এবং লোভনীয় লাগছে। সেই সাথে আপনার উপস্থাপনা এবং পরিবেশন ছিল চমৎকার। আশা করছি কনটেস্টে ভালো একটি স্থানের অধিকারী হবেন। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন বানিয়ে দেখুন দিদি। ভালই হবে খেতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা জানাই। আমি এই প্রথম শুনলাম পটল দিয়ে আইসক্রিম তৈরি করা যায়। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। আমি একদিন অবশ্যই আপনার এই রেসিপি দেখে বাসায় আইসক্রিম বানানো চেষ্টা করব। আপনার আইসক্রিম দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার এই পটলের আইসক্রিম আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই রেসিপিটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি দিদি☺️, পটলে যে আইসক্রিম হতে পারে এটা কখনো কল্পনাও করতে পারিনি আজকে আপনার জন্য এই রেসিপিটা উপভোগ করতে পারলাম। আমি আপনার এই রেসিপিটা দেখে অবশ্যই একদিন এটা ট্রাই করব খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন দিদি ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই একদিন করে ফেলুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও! আপু আপনি পটল দিয়ে আইসক্রিম তৈরি করে ফেলেছেন দেখে খুবই অবাক হলাম। পটল দিয়ে তৈরি আইসক্রিম তো দেখতে খুবই পারফেক্ট হয়েছে , খেতেও মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে পটলের আইসক্রিম তৈরির খুবই ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেতে ভালো হয়েছে। পটল এর আইসক্রিম বলে কথা। পটল ভালো। তাই সব ভালই হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোই বুদ্ধি ছিলো। লাউয়ের আইসক্রিম হতে পারলে পটলের কেন হবেনা😉। বেশ ইউনিক ছিলো এই রেসিপি টি। পদ্ধতিটিও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যাইহোক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ঠিক। হিহি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপুর মাথায় এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কিভাবে। সত্যি আপু আমি তো দেখি একদম অবাক হয়ে গেলাম যে পটল দিয়ে এটা সম্ভব এত সুন্দর করে আপনি আইসক্রি তৈরি করেছেন দেখে তো লোভ সামলাতে পারছি না। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সাথে কিন্তু খুব সুন্দর কবিতা লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুমোতে পারিনা তো রাতে। এত বুদ্ধি আর রাখা যাচ্ছে না।🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ এবং অতি চমৎকার একটি রেসিপি করেছেন আপনি। পটলের আইসক্রিম-জীবনে প্রথম নামটি শুনলাম। পটলের আইসক্রিম দেখেই খুবই খেতে ইচ্ছে করছে কিন্তু আমি খেতে পারব না কারণ আমার সাইনোসাইটিসের একটু সমস্যা রয়েছে। পটলের আইসক্রিম তৈরির প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়েছি এবং মুগ্ধ হয়েছি। পটলের আইসক্রিম তৈরির দশম ধাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে খারাপ লাগলো দাদা। ভালো থাকুন। নিজের খেয়াল রাখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit