নাটক রিভিউ // "ব্যস্ত ডাক্তার" নাটকটির দ্বিতীয় পর্বের রিভিউ।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মেহেরবানীতে ও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আসলে আমি কখনো নাটক বা সিনেমা রিভিউ করিনি। তবে এবার একটু চিন্তা-ভাবনা করলাম যে একটি নাটকের রিভিউ দিয়ে শুরু করি। আসলে পড়ালেখার ব্যস্ততার কারণে এখন তেমন একটা নাটক সিনেমা দেখাই হয় না। তবে আমি আজকে যে নাটকটি রিভিউ দেওয়ার চিন্তাভাবনা করছি এই নাটকটি অনেক পুরনো একটি নাটক এ নাটকের যারা অভিনয় করেছেন সবাই আমার খুব প্রিয়। এর মধ্যে বিশেষ করে সালাউদ্দিন লাভলু, আ ক. ম. হাসান, তিশা, ফজলুর রহমান বাবু এরা আমার সবচেয়ে প্রিয় অভিনেতা অভিনেত্রী। এদের অভিনয়কৃত এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি চিন্তা ভাবনা করলাম আপনাদের মাঝে নাটকটির পর্ব আকারে রিভিউ দিলে আপনারাও এই নাটকটি দেখে অনেক মজা পাবেন এটা আমার বিশ্বাস। সত্যি বলতে নাটকটি অনেক মজার একটি নাটক। আজকে আমি এই নাটকের দ্বিতীয় পর্বটি রিভিউ আকারে আপনাদের মাঝে শেয়ার করলাম।

তাহলে চলুন বন্ধুরা নাটকটি রিভিউ আকারে দেখে আসবেন। অবশ্যই এই রিভিউ দেখার পর আপনারা নাটকটি ইউটিউবে দেখে নেবেন আমার বিশ্বাস অনেক আনন্দ পাবেন।

ব্যস্ত ডাক্তার নাটকের রিভিউ (পর্ব ২)

IMG_20230323_111325.jpg

নাটকের নামব্যস্ত ডাক্তার
চিত্রনাট্য ও পরিচালনাদেবাশীষ বড়ুয়া দীপ
রচনাপ্রশান্ত হালদার
নিবেদিতমেহেদী কবির পলাশ
অভিনয়েসালাউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবু, আ.খ.ম. হাসান, তিশা, তানিয়া হোসেন, মানুষ বন্দ্যোপাধ্যায়, পরেশ আশ্চর্য, শামীমসহ আরো অনেকে।
সময়কাল২০:৩৬ মিনিট
কণ্ঠ সুর ও সঙ্গীতবারী সিদ্দিকী
কাহিনী সংক্ষেপ
পেগনেন্ট মেয়েটির বাবা শেষ পর্যন্ত কোন উপায় না দেখে একবারে খুবই বিরক্ত হয়ে জোর করে ব্যস্ত ডাক্তারকে বলেই ফেললেন যে এই সমস্যা তার নয় তার মেয়ের পেটের ব্যথা হচ্ছে তাই সে ওষুধ নিতে এসেছে। তারপর ব্যস্ত ডাক্তার লোকটিকে ধমক দিয়ে বলে আগে বলবেন না। তখন লোকটি বলল আপনি আমাকে বলার সুযোগ দিয়েছেন কি? আমাকে তো বলার সুযোগই দেন নাই আমি কিভাবে আগে বলবো আপনাকে। তখন ব্যস্ত ডাক্তার বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো নিয়ে আপনার মেয়েকে খাওয়ান পেটের ব্যথা ভালো হয়ে যাবে। লোকটি তখন বলল ওষুধ দিলেন আমাকে চেক করে এই ওষুধ মেয়েকে কিভাবে খাওয়াবো? তখন কম্পাউন্ডার মজিদ তাকে বুঝিয়ে বলল যে বাবার ট্রিটমেন্টে মেয়েকে ওষুধ খাওয়ানো যায় এ কথা বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে বিদায় করে দিল।

Screenshot_2023-03-23-11-01-05-773_com.google.android.youtube.jpg

এদিকে একটা গরিব রোগী আসলো টাকা না থাকায় ওই গরিব রোগী মহিলাটিকে কোন রকম ট্রিটমেন্ট না করেই ডাক্তার তার চেম্বার থেকে বের করে দিয়ে পরবর্তী রোগী ডাকতে বললেন শওকতকে। ঐদিন রোগী আর না থাকায় ডাক্তার বাড়ি চলে গেলেন। এদিকে শওকত দোকান বন্ধ করে বাড়ি চলে গেল, যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছে। শওকতের স্ত্রী এবং মেয়ে তার জন্য অপেক্ষা করছিল সে সাথে মেয়ে তার মায়ের পাশে বসে পড়ালেখা করছে। এর কিছু সময়ের মধ্যে শওকত ও তার বাড়ি চলে আসলো এসে মা মেয়ের সাথে কথা বলে হাত মুখ ধুয়ে তারা সবাই খেতে চলে গেল।

Screenshot_2023-03-23-11-02-35-504_com.google.android.youtube.jpg

Screenshot_2023-03-23-11-07-47-843_com.google.android.youtube.jpg

এদিকে ব্যস্ত ডাক্তারও রাতে বাসায় গিয়ে তার বউয়ের হাতে রান্না করা খাবার খেতে বসল এবং খাবার খেতে খেতে বউয়ের অনেক প্রশংসা করল। প্রশংসা করতে করতে সে অনেক খাবার খেয়ে ফেলল। খাবার খেতে খেতে খাবার হাতেই তার বউয়ের শাড়িতে হাত দিয়ে ফেলল এবং সে তখন বিষয়টা বুঝতে পেরে দুঃখ প্রকাশ করল এবং খাবার শেষ না করেই শুকিয়ে যাওয়ার আগেই এগুলো ধুয়ে দিতে চাইল, কিন্তু তার বউ তাকে ধূতে দিল না সে তাকে খাবার খেতে বললো। তারপর ব্যস্ত ডাক্তার তার বউ এর সাথে কিছু রোমান্টিক মুডে কথা বলার চেষ্টা করল। সে তাকে বলল যখন সে নতুন তার বউ হয়ে এসেছিল তখন সে যে তাকে তুমি করে বলতো তার কিছুটা খারাপ লাগতো। এ কথা শুনে তার স্ত্রী তাকে বলল তাহলে কি আপনি করে বলবো? তখন ব্যস্ত ডাক্তার বলল না না এটাই ঠিক আছে এখন আর খারাপ লাগে না। এখন আরো শুনতে ভালই লাগে তবে এটা মনে করো না যে ডাক্তার হয়েছি বলে আমার কোন ভালোবাসা নেই, যথেষ্ট ভালোবাসা আছে তোমার প্রতি। এটা শুনে তার স্ত্রী অনেকটা লজ্জা পেয়ে গেল, এভাবেই তারা তাদের রাতের খাবার শেষ করল।

Screenshot_2023-03-23-11-03-03-367_com.google.android.youtube.jpg

Screenshot_2023-03-23-11-04-00-819_com.google.android.youtube.jpg

Screenshot_2023-03-23-11-05-00-404_com.google.android.youtube.jpg

পরের দিন সকালে ব্যস্ত ডাক্তারও রেডি হয়ে গেল তার চেম্বারে যাওয়ার জন্য। এদিকে তার স্ত্রী রান্না বান্নার জন্য সব রেডি করছে তাদের কাজের ছেলে বেল্লাল সে যথেষ্ট সহযোগিতা করছে। সে তাদের গরু গুলোকে খাবার দিচ্ছে বাড়ির আশেপাশে ময়লাগুলো পরিষ্কার করছে অনেক কাজ করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বেলালের কথা বলার স্টাইলটা। আমার কাছে এতটা ভালো লেগেছে আমার মনে হয় সে র উচ্চারণ করতে পারে না। সেজন্য তার কথাগুলো একটু অন্যরকম এবং একটু মজারও বটে। এদিকে ব্যস্ত ডাক্তার রেডি হয়ে চলে এসেছে চেম্বারে যাওয়ার জন্য এবং বেলালকে ডেকে বলল মোটরসাইকেল রেডি করতে। বেলাল রেডি করে ডাক্তার সাহেবকে ডাক দিলেন এবং সেও এসে মোটরসাইকেলে বসে বেলাল ধাক্কা দিয়ে মোটরসাইকেলের স্টার্ট করে দিয়ে থাকে চেম্বারে যাওয়ার জন্য বের করে দিলেন।

Screenshot_2023-03-23-11-06-37-965_com.google.android.youtube.jpg

Screenshot_2023-03-23-11-05-34-606_com.google.android.youtube.jpg

মোটরসাইকেল ধাক্কা দিয়ে খুবই ক্লান্ত হয়ে বেল্লাল ব্যস্ত ডাক্তারের স্ত্রী কে এসে বলল তারা আর ভালো লাগেনা, আর তার নাকি অনেক কষ্ট হয়। তখন ব্যস্ত ডাক্তারের স্ত্রী বলল কষ্ট হবে কেন এটাও তো একটা কাজ। আর তোমার মালিক একজন ডাক্তার, সে যদি এই মোটরসাইকেলের করে তার চেম্বারে না যায় তাহলে রোগী দেখবে সে কি করে। এই কথা শুনে বেল্লাল বুঝতে পারে এবং সে আর এটাকে কষ্ট মনে না করে তার কাজ মনে করে নেয় এবং সে সবসময় এটা করবে বলে আশ্বস্ত করে।

Screenshot_2023-03-23-11-07-05-227_com.google.android.youtube.jpg

এদিকে ডাক্তার চেম্বারে যাওয়ার পর তার বাড়িতে একজন লোক তার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে আসে, তার ছেলের হাত ভেঙে গেছে সেটা দেখানোর জন্য, কিন্তু বাড়িতে এসে ডাক্তারকে পায় না তখন ডাক্তারের স্ত্রী তাকে তার চেম্বারে যেতে বলে। সেও তখন আর দেরি না করে ডাক্তারের চেম্বারে চলে যায় এবং ডাক্তারকে তার ছেলের হাত দেখায়। ডাক্তার যেহেতু সে ব্যস্ত ডাক্তার দেরি না করে ছেলেকে ওজন মেপে তাকে বেডে শুইয়ে দেয় এবং তাকে ব্যান্ডেজ করার জন্য প্রস্তুতি নেয়। ছেলের বাবার চেঁচামেচি দেখে তাকে বের করে দিয়ে ছেলেকে ব্যস্ত ডাক্তার এবং মফিজ কম্পাউন্ডার মিলে ব্যান্ডেজ শুরু করে। মফিজ কম্পাউন্ডার ডাক্তারকে বলে স্যার আগে ইনজেকশন দিয়ে নেন তাহলে ব্যথা কম পাবে কিন্তু ডাক্তার বলল যে কোন ইনজেকশন লাগবে না ডাক্তার আমি না তুমি যেভাবে বলি সেভাবে কর। তখন তারা ব্যান্ডেজ করে ছেলেকে পাঠিয়ে দেয় তার বাবার কাছে ডাক্তারের ভিজিট আনার জন্য।

Screenshot_2023-03-23-11-08-02-382_com.google.android.youtube.jpg

Screenshot_2023-03-23-11-08-13-254_com.google.android.youtube.jpg

সাথে সাথে ছেলে বাবা ছেলেকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করলো। লোকটি এসে ডাক্তার কে বলল তার হাত ভেঙ্গেছে ডানহাত আর আপনি তার ব্যান্ডেজ করে দিয়েছেন বাম হাত এটা কেমন ধরনের চিকিৎসার? এটা এত বড় ভুল কিভাবে করলেন? তখন ব্যস্ত ডাক্তার নিজের ভুল বুঝতে পেরে সে তাড়াতাড়ি তার বাকি হাতটা ব্যান্ডেজ করার জন্য তাকে শুয়ে দিতে বলল মফিজ কম্পাউন্ডারকে। কিন্তু লোকটি তাকে বলল যে তার বাম হাতের ব্যান্ডটি খুলে দেওয়ার জন্য তখন ডাক্তার বলল যে না ওইটাও থাকবে কারণ যে পরিমাণ জোরাজুরি করে হাতে ব্যান্ডেজ করা হয়েছে। তখন লোকটি খুবই বিরক্ত বোধ করল এবং ডাক্তারের সাথে চেচামেচি শুরু করল। ডাক্তার তাকে বলল যে তাকে পুরো ভিজিট দিতে হবে না অর্ধেক ভিজিটে সে ডান হাতের ব্যান্ডেজ টাও করে দেবে এটা বলে সে ব্যান্ডেজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ছিল এই পর্বের সংক্ষিপ্ত কাহিনী।

Screenshot_2023-03-23-11-10-11-331_com.google.android.youtube.jpg

Screenshot_2023-03-23-11-09-22-474_com.google.android.youtube.jpg

নিজস্ব মতামত
এ নাটকের দ্বিতীয় পর্বে আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে ব্যস্ত ডাক্তারের সুখী সমৃদ্ধ একটি পরিবার, সেই সাথে ফার্মেসির মালিক শওকত সাহেবের ও সুখী একটি পরিবার, তারা খুব স্বাচ্ছন্দেহে জীবন যাপন করছে। সেই সাথে তারা যে দাম্পত্য জীবনের সুখী এবং তারা কতটা ভালো আছে তা এখানে লেখক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাছাড়াও এক একজনের প্রতি একজনের যে ভালবাসার তাও লেখক এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আরেকটা বিষয় লক্ষ্য করবেন ব্যস্ত ডাক্তারের বাড়ির কাজের ছেলে বেলাল সে কিন্তু তার মনিবের প্রতি যে ভালোবাসা, তার যে কাজ সেটা সে কতটা স্বাচ্ছন্দভাবে মনে অনেক ফুর্তি নিয়ে করে থাকেন তাই এই পর্বে ফুটে উঠেছে। কিন্তু এই বিষয়টা আমার ভালো লাগেনি যে ব্যস্ত ডাক্তারের ব্যস্ততা দেখিয়ে সে রোগীর যে হাত ভেঙে গেছে সে হাতে ব্যান্ডেজ না করে অন্য হাতে ব্যান্ডেজ করেছে এবং এত বাচ্চা একটি ছেলে তাকে অনেকটা কষ্ট দিয়ে ব্যান্ডেজটা করেছে এই দৃশ্যটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যে কোন কাজ খুব ভেবে চিন্তে দেখেশুনে বুঝে শুনে করব যাতে অন্যের ক্ষতি না হয় বা অন্যের কষ্ট না হয়।

রেটিংস
৯/১০
-
নাটকের ইউটিউব লিংক

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার সম্পূর্ণ রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এখানে সবাই খুব সুন্দর সুন্দর নাটক রিভিউ দিচ্ছে আর সেই রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ব্যস্ত ডাক্তার নাটকের প্রথব পর্ব দেখা হয়নি তবে দ্বিতীয় পর্ব পড়ে ভালোই লাগলো। এই নাটক দেখা হয়নি তবে সময় পেল অবশ্যই দেখবো।ধন্যবাদ আপু সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

সময় পেলে নাটকটি দেখবেন আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নাটকের রিভিউ পোস্ট করতে অনেক সময় এবং ধৈর্য ধরে করতে হয়। এই নাটকটি আমি দেখেছি বলে মনে হয় না। কিন্তু আপনার উপস্থাপনা দেখে বুঝতেছি নাটকটি অনেক সুন্দর। আমি সময় করে নাটকটি অবশ্যই দেখবো। নাটকের নামটি পড়ে আমি কিছুক্ষণ হাসলাম। ব্যস্ত ডাক্তার নামটা আসলে খুব হাস্যকর। তারমানে নাটকটি ও অনেক হাস্যকর একটি নাটক। এত সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ঠিকই বলেছেন নাটকটির নামই হাস্যকর নাটকটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সময় পেলে নাটকটা দেখবেন আশা করি আপনার কাছেও খারাপ লাগবে না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ব্যস্ত ডাক্তার নাটকটির দ্বিতীয় পর্বের রিভিউ অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছেন।আ.খ.ম. হাসান, তিশা নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সময় পেলে এক সময় নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।

সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।