আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "শেফালী ফুলের নামে"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। এর মধ্যে বাস্তব সমাজের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | শেফালী ফুলের নামে |
---|---|
গল্প | সেরনিয়াবাত শাওন |
পরিচালনা | সেরনিয়াবাত শাওন |
অভিনয়ে | খায়রুল বাসার, কেয়া পায়েল সহ আরো অনেকে। |
সময়কাল | ৪৭:৪৭ |
নাটকের মধ্যে কেয়া পায়েলের নাম থাকে শেফালী। আর খাইরুল বাশারের নাম থাকে আবির। শেফালী হেঁটে হেঁটে ফুলের চারা বিক্রি করে। আর আবির তার বাসার জন্য মাঝেমধ্যেই ফুলের চারা কিনে। আগের মূলত তার ফুফু ফুফার সাথে থাকে। তার মা-বাবা গ্রামে থাকে। ফুলের চারা কিনতে গিয়ে তাদের একে অপরের সাথে পরিচয় হয়। তারা দুজনেই একে অপরকে পছন্দ করত। আবিরের ইচ্ছা ছিল সে যে কোন একটা চাকরি পেলেই শেফালীকে বিয়ে করে ফেলবে।
আবির কিছুদিন আগেই বিসিএস পরীক্ষা দিয়েছে। তবে সে ভেবে নিয়েছে যে বিসিএস পরীক্ষা সে টিকবে না। তাই সে যে কোন একটা চাকরি খুঁজছিল। বিসিএস পরীক্ষায় পাশ করবে না এই ভেবে সে বিসিএস পরীক্ষার রেজাল্টটা দেখেনি। তবে তার এক বন্ধু তাকে হঠাৎ করে কল দিয়ে জানাই যে সে বিসিএস পরীক্ষায় পাশ করেছে। এটা শুনে সে নিজের রেজাল্ট চেক করে এবং দেখেছে আসলেই সে বিসিএস পরীক্ষায় পাশ করেছে। এই খবরটা শুনে সে শেফালীদের বাড়িতে মিষ্টি নিয়ে যায়।
আবিরের রেজাল্ট জানার আগে তার ফুফু এবং ফুফা বলেছিল সে যেন তাদের বাসা থেকে এখন চলে যায় যে কোন একটা আলাদা বাসা খুঁজে নেয়। তবে যখন তারা আবিরের রেজাল্ট জানতে পারে তখন তারা তাকে আর যেতে দেয় না। তারা তাকে সেই বাসাতেই রেখে দেয় জোর করে। এবং তারা মনে মনে একটা সিদ্ধান্ত নেয় যে তাদের মেয়ের বিয়ে আবিরের সাথে দিবে। তবে তাদের মেয়ে অন্য একজনকে পছন্দ করত এবং তার সাথে তার বিয়ে ঠিক করা হয়েছিল। তবে তার বাবা এই সরকারি চাকরির লোভে সেই বিয়ে ভেঙে দেয় এবং আবিরের সাথে বিয়ে ঠিক করে। শেফালী যখন জানতে পারে যে তাদের দুজনের বিয়ে ঠিক করা হয়েছে সে খুবই কষ্ট পায়।
আবীরও বাসায় সাহস করে কিছু বলতে পারছিল না। কারন সে অনেকদিন ধরে তার ফুফু ফুফার বাড়িতে ছিল। তারপর হঠাৎ করে তার বিয়ের আগের দিন আবির শেফালীর সাথে দেখা করে। এবং সে শেফালীকে তার সাথে করে বাসায় নিয়ে আসে। আর ফুফু এবং ফুফা কে শেফালির বিষয়ে বলতে চায়। তারা দুজনে যখন বাসায় আসে তখন বাসার সবাই বেশ অবাক হয় তাদের দেখে। তবে অন্যদিকে আরও একটা ঘটনা ঘটে। আবিরের যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটা তার পছন্দের মানুষকে পালিয়ে বিয়ে করে ফেলে। তারপর এদিকে তাদের বিয়েটাও হয়ে যায়। এভাবেই নাটকের একটা হ্যাপি এন্ডিং হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
এই নাটকের গল্পটা একটু ভিন্ন ধরনের ছিল। নাটকটা রোমান্টিক একটা নাটক তবে এখানে বাস্তব কিছু বিষয়ও ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমত তার ফুফু এবং ফুফা তাকে বাসা থেকে চলে যেতে বলে। কিন্তু যখন শুনে যে আবির বিসিএস পরীক্ষায় পাশ করেছে এবং সে এখন এটা সরকারি চাকরি পাবে তখনই তারা আবিরকে আর যেতে দেয় না। আসলে আমাদের আশেপাশ এরকম অনেক আত্মীয়-স্বজন থাকে তারা দুঃখের সময় আমাদের পাশে না থাকলেও সুখের সময় ঠিকই পাশে এসে হাজির হয়। আর অন্যদিকে ভালোবাসার মিষ্টি একটা গল্প ফুটিয়ে তোলা হয়েছে এখানে। নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও নাটক রিভিউ টা ভালো লাগবে।
ধন্যবাদান্তে
@isratmim
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আজকে আপনি চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই নাটক রিভিউ পড়ার চেষ্টা করি বেশ ভালোই লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক রিভিউ করতে আমিও অনেক অনেক পছন্দ করে থাকি। তাই আজকে আমি নাটক রিভিউ করে শেয়ার করেছি। আপনি চমৎকারভাবে নাটকের রিভিউ সম্পন্ন করেছেন। এই নাটকটা আগে কখনো দেখি নাই তবে আজকে কিছুটা দেখার সুযোগ পেলাম। আপনার রিভিউ করা অনেক অনেক ভালো লাগলো আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খায়রুল বাশার ও কেয়া পায়েল এর খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। নাটকটিতে বাস্তবের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। সত্যি এমন কিছু আত্নীয় স্বজন থাকে যারা বিপদে পাশে থাকে না কিন্তু সুখের সময়ে চলে আসে। আপনি সম্পূর্ণ রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমানে আমাদের চারপাশে স্বার্থপর মানুষের ছড়াছড়ি। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদেরকে ব্যবহার করে থাকে। এই নাটকে খায়রুল বাশারের সাথেও এমনটা ঘটেছে। যাইহোক এই নাটকের কাহিনী আসলেই খুব সুন্দর। এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit