লেভেল ৩ হতে আমার অর্জন by @jaforshanto||10% for shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম



কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আমি @abb-school এর প্রতিটি ক্লাশ করে পরিক্ষার মাধ্যমে প্রথম ও দ্বিতীয় লেভেলের পরিক্ষায় উত্তীর্ণ হই। আজকে আমি তৃতীয় লেভেল এর জন্য পরিক্ষা দিবো।

20220228_084809.jpg


তৃতীয় লেভেলের ক্লাশগুলোতে আমাদের পাঠ করানো হয়-তিনটি বিষয় নিয়ে-"মার্কডাউন,কনটেন্ট ও কিউরেশন"।
এই বিষয়গুলোর অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে ক্লাশে পড়ানো হয়।ভিডিও ক্লাশের মাধ্যমে আমাদেরকে মার্কডাউন ও অন্যান্য জটিল বিষয় সম্পর্ক নিয়ে বুঝানো হয়।এজন্য আমি আমার লেভেল-৩ ক্লাশের প্রফেসরদের কৃতজ্ঞতা জানাই।

প্রশ্ন-উত্তর পর্ব

১ প্রশ্নঃমার্কডাউন কি?


উত্তরঃ আমাদের ব্লগগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে ও লেখাগুলো প্রতি আকর্ষণ বৃদ্ধি করাতে চাইলে আমরা কিছু নির্দিষ্ট কোড ও টেক্সট ফরম্যাটের ব্যবহার করি সেগুলোকেই মার্কডাউন বলা হয়ে থাকে।যেমনঃইটালিক, লেখা বোল্ড, হ্যাডিং মোটা ও বড়, টেক্সট জাস্টিফাই ইত্যাদি মার্কডাউন এর অংশ।

২ প্রশ্নঃমার্কডাউন কোডের ব্যবহার কেনো গুরুত্বপূর্ণ?


উত্তরঃ প্রতিটি ব্লগারের জন্য মার্কডাউন অনেক গুরুত্বপূর্ণ। কারণ মার্কডাউন ব্যবহার করার মাধ্যমেই আমরা আমাদের কনটেন্ট এর সৌন্দর্য্য বৃদ্ধি করতে পারি।মার্কডাউন ব্যবহার না করে আমারা কখনই আমাদের কন্টেন্ট থেকে আশানুরূপ ফল পাবোনা।কনটেন্ট থেকে ভালো ফলাফল পেতে চাইলে আমাদের অবশ্যই মার্কডাউন ব্যবহার করতে হবে।তাই বলা যায় মার্কডাউন এর গুরুত্ব একজন ব্লগারের জন্য অপরিসীম।


৩ প্রশ্নঃপোষ্টের মধ্যে মার্কডাউন কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তরঃ আমরা দুইভাবে পোস্টের ভিতরে মার্কডাউনের প্রতিফলন না ঘটিয়ে কোডগুলো দৃশ্যমান রাখতে পারবো।
যেমনঃ

  • ১-আমরা যে মার্কডাউন কোডগুলো ব্যবহার করবো তার আগে চারটি স্পেস দিলে দৃশ্যমান হয়ে থাকবে।
  • ২-মার্কডাউন এর আগে (')চিহ্নটি ব্যবহার করতে হবে তাহলে প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান রাখা যাবে।


৪ প্রশ্নঃনিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে?মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তরঃ
ইনপুট
user|name|post|
---|---|---|
user1|jaforshanto|200|
user2|rokibulparves|300|
user3|sikakon|400|

আউটপুট

Usernamepost
user1jaforshanto200
user2rokibulparves300
user3sikakon400
৫ প্রশ্নঃসোর্স উল্লেখ করার নিয়ম কি?

উত্তরঃ প্রথমে তৃতীয় বন্ধনির ভিতরে সোর্স দিতে হবে এবং পরে প্রথম বন্ধনির ভিতরে লিংক দিতে হবে।

উদাহরণঃ [ google ] (www.google.com)

৬ প্রশ্নঃবৃহৎ হতে ক্ষুদ্র-ক্রমিকভাবে ১হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃ
'#আমার বাংলা ব্লগ'
'##আমার বাংলা ব্লগ'
'###আমার বাংলা ব্লগ'
'####আমার বাংলা ব্লগ'
'#####আমার বাংলা ব্লগ'
'######আমার বাংলা ব্লগ'

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ

৭ প্রশ্নঃটেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

<div class="text-justify">
</div>

৮ প্রশ্নঃকনটেন্ট টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিৎ?
উত্তরঃ কনটেন্ট টপিক নির্বাচন করতে হবে সেই বিষয় নিয়ে যে বিষয় এর উপর আমরা আমাদের জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারবো।অন্যথায় অন্য কোন বিষয় নিয়ে আমরা কনটেন্ট তৈরি করলে ঐ বিষয় এর উপর ভালো কিছু করা সম্ভব নয়।

৯ প্রশ্নঃকোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যঠেষ্ট জ্ঞান থাকা জরুরী কেনো?
উত্তরঃ আমরা যদি কোনো বিষয় নিয়ে ব্লগ লিখতে চাই অবশ্যই সে বিষয় সম্পর্কে আমাদের পরিপক্ক জ্ঞান থাকতে হবে। আমকে যদি কেউ হঠাৎ বলে স্পেসশিপের যন্ত্রপাতি ও স্পেসশিপ কিভাবে বানানো হয় এর উপর একটি ব্লগ লিখতে অবশ্যই আমি এই ধরনের কনটেন্ট লিখতে পারবোনা।তাই সবার উচিৎ যেই টপিকস নিয়ে কাজ করা হবে সে টপিকস এর উপর পরিপক্ক জ্ঞান রাখতে হবে।

১০ প্রশ্নঃধরুন প্রতি STEEM কয়েনে মূল্য $.50।আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন।তাহলে আপনি কত $[USD]কিউরেশন রিওয়ার্ড পাবেন?

উত্তরঃ ৩.৫ ডলার


১১ প্রশ্নঃসর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উত্তরঃ পোস্টে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পেতে হলে ৫মিনিট পর এবং ৬ দিন ১২ ঘণ্টার আগে ভোট দিতে হবে।তাহলেই আমরা সেই পোস্ট থেকে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাবো।

১২ প্রশ্নঃনিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে,নাকি @heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?
উত্তরঃ আমি মনে করি নিজে কিউরেশন করার থেকে @heroism কে ডেলিগেশন করলে বেশি আয় করা সম্ভব। কারণ @heroism এর কিউরেশন এর ক্ষেত্রে একটি অভিজ্ঞ টিম মেম্বাররা কাজ করে।তারা ভালোভাবে জানে কোন পোস্টে ভোট দিলে বেশি লাভবান হওয়া যাবে।আর তাছাড়াও @heroism কে ডেলিগেট করলে তাদের কাছ থেকে আমি নিয়মিত ভোট যা থেকে আমি sbd এবং স্টিম পাওয়ার উভয়ই পাবো।তাই আমি মনে করি নিজে কিউরেশন করার থেকে @heroism ডেলিগেশন করলে বেশি পরিমাণে আর্ন করা যাবে।

cc:@alsarzilsiam

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার উপস্থাপনা টি সত্যি অনেক ভালো ছিল কিন্তু উত্তর গুলো আপনি একটু ছোট ছোট করে দিয়েছেন তারপরও আপনার সবগুলো উত্তর প্রায় সঠিক হয়েছে। আপনার পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল।

দুংখিত উত্তরগুলো ছোট করে লেখার জন্য ভাইয়া এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে পরবর্তী লেভেল উত্তীর্ণ করানোর জন্য।

আপনি এতো সুন্দর করে পরীক্ষাটি উপস্থাপন করেছেন এটা সত্যি অনেক প্রশংসনীয় ছিল। কেননা মার্ক ডাউন এর ব্যবহারগুলো আপনি ধাপে ধাপে চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য দোয়া করি ভাই আপনি খুব দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে যান।

সকল কিছু সম্ভবে হয়েছে আমাদের সম্মানিত প্রফেসরদের কারণে। তারা এতাও সুন্দরভাবে ক্লাশ করিয়েছেন যে জটিল বিষয়গুলো অনেক সহজ লেগছে এর জন্যই এতো সুন্দরভাবে এক্সাম দিতে পেরেছি।ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য।

আপনি লেভেল 3 এর পরীক্ষা দিয়েছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেও পরীক্ষাগুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছে। আপনিও ধৈর্য ধরে বাকি পরীক্ষাগুলো দিয়ে ফেলুন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্য দেখে অনেক উৎসাহ পেলাম আপু।পরবর্তী লেভেলের ক্লাশগুলো ভালোভাবে করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো আশা করি।অনেক ধন্যবাদ আপনাকে আপু।

লেভেল ৩ হতে অনেক কিছুই অর্জন করেছেন দেখছি। লেভেল ৩ ধাপটি অনেক কঠিন একটি ধাপ। আপনি সুন্দর পরিক্ষা দিয়েছেন। সামনের দিনগুলোর জন্য শুভেচ্ছা রইল।

লেভেল ৩ থেকে অর্জন করতে পেরেছি একমাত্র আমাদের প্রিয় প্রফেসরদের কল্যাণে । তারা অনেক সুন্দরভাবে ক্লাশ করিয়েছেন যে সবকিছু অনেক সহজেই শিখে ফেলি।ধন্যবাদ আপনাকে ভাইয়া মতামত প্রকাশের জন্য।

লেভেল ৩ থেকে আপনার অর্জন খুব সুন্দর উপস্থাপন করেছেন।দেখে মনে হচ্ছে আপনি ক্লাসগুলো ভালভাবে করেছেন।মার্কডাউন ও কিউরেশন নিয়ে বিশ্লেষণধর্মী লেখা আমাকে খুব ভালো লেগেছে। পরবর্তীর জন্য শুভকামনা রইলো শ্রদ্ধেয়।

ধন্যবাদ ভাইয়া

আমন্ত্রণ ও ভালবাসা রইলো

আমাদের এবিবি স্কুল থেকে আপনি অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন । যেটা আপনার পোস্ট পড়ে বুঝলাম । আপনি সকল প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন
পরবর্তী লেবেলগুলি যেন ভালোভাবে পার করে আসতে পারেন তার জন্য শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এবিবি স্কুলের দক্ষ প্রফেসরদের কল্যাণেই এতো কিছু সহজে শেখা।তাদের জানাই ধন্যবাদ।আপনার জন্যও শুভকামনা রইলো।

অর্জনীয় কোন জিনিস হয়না কখনো বর্জনীয়। তাই অর্জন করতে থাকুন, শিখতে থাকুন, আর এটাই ভবিষ্যতে আপনার অনেক কাজে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে এবিবি স্কুলের ক্লাস গুলো কন্টিনিউ করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।আশা করি এভাবেই সামনে এগিয়ে যেতে পারবো।