আমার তোলা কিছু ফটোগ্রাফি পর্ব-০৫||১০% লাজুক খ্যাঁকের জন্য||

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম


কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। আজকে আপনাদের সাথে আবারো ফটোগ্রাফিক কাজ নিয়ে হাজির হলাম।প্রকৃতির সৌন্দর্যো কে না পছন্দ করে।আর সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলে অনেক ভালো লাগে।পুরনো স্মৃতি হিসেবে পরে দেখা যায় যা অনেক আনন্দের।আমিও সময় সুযোগ পেলে।প্রকৃতির সৌন্দর্যো ক্যামেরাবন্দি করে রাখতে পছন্দ করি।আজকে আপনাদের সাথে কিছু আমার তোলা প্রকৃতির রূপ শেয়ার করবো।আশা করি ভালো লাগবে।

ফটোগ্রাফি 📸-০১

20220306_065335.jpg

20220306_064448.jpg

20220306_064609.jpg

চিত্রঃশীতের সূর্যদয়

Divice:samasung M31 S

what's 3 word Location


সূর্যদয় এর ছবিটি তুলেছিলাম সকালবেলায় প্রাতভ্রমণ এ গিয়ে।সূর্যদয় এর মুহূর্তটি বেশ সুন্দর ছিলো। প্রকৃতি কুয়াশার চাদরে মুড়ানো ছিলো।আর আকাশের মাঝ থেকে সূর্য একটু একটু করে বের হয়ে আসছিলো।এমন প্রকৃতির দৃশ্য দেখলে মন জুড়িয়া যায়।

ফটোগ্রাফি 📸-০২

IMG_76287292.jpg

20220310_071718.jpg

চিত্রঃমাকড়সার বাসা

Divice:samasung M31 S

what's 3 word Location


সকালে হাটাহাটি করার সময় দেখি ধান ক্ষেতে মাকড়সা বাসা তৈরি করেছে।দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো। মাকড়সার বাসার উপরে কুয়াশা জমে রয়েছে যা বাসার সৌন্দর্যো আরো বাড়িয়ে দিয়েছিলো।আর আমি এই সৌন্দর্যোতাকে উপেক্ষা করতে পারিনি।সাথে সাথে ছবি তুলে নেই।

ফটোগ্রাফি 📸-০৩

IMG_76263532.jpg

IMG_261172.jpg

চিত্রঃগ্রামীণ পরিবেশ

Divice:samasung M31 S

what's 3 word Location


গ্রামীণ পরিবেশের সৌন্দর্যোতা অন্যরকম।বর্ষাকালে সকালে বেলায় হাটাহাটি করতে গিয়ে দেখি একজন বয়স্ক মানুষ তার জীবিকার চাহিদায় মাছ ধরছে।যা দেখতে সুন্দর লাগছিলো।

ফটোগ্রাফি 📸-০৪

IMG_49389.jpg

চিত্রঃপ্রতিচ্ছবি

Divice:samasung M31 S

what's 3 word Location


ছবিটি তুলেছিলাম সূর্যাস্ত যাওয়ার আগে বিকেলবেলায়।পুকুর পাড়ে বসে ছিলাম।হঠাৎ দেখি সূর্যর আলো পুকুরে পড়ে প্রতিচ্ছবির সৃষ্টি করেছে।দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো। সাথে সাথে ছবিটি তুলে ফেলি।

ফটোগ্রাফি 📸-০৫

28740970.jpg


শীতের সকালে ছবিটি তুলেছিলাম।পানির প্রবাহ খুবই সুন্দর লাগছিলো।ঠিক এই পানির প্রবাহর মতো আমাদের জীবন।আমাদের জীবন কখনো কারো জন্য থেমে থাকেনা।যত বিপদ আসুক না কেনো আমাদের জীবন প্রবাহমান থাকে এই পানির মতো।

প্রয়োজনীয় বিবরণ
বিভাগতথ্য
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি M31s
লোকেশনধনবাড়ি,টাংগাইল,বাংলাদেশ
ফটোগ্রাফার@jaforshanto
আজকে এই পর্যন্তই।আশা করি সকলের কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি রীতিমত মুগ্ধ হয়েছি। প্রতিটি ফটোর নিচে অনেক সুন্দর বর্ণনা করেছেন যার মাধ্যমে আমরা খুব সহজেই ফটো সম্পর্কে জানতে পেরেছি ,ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য।

ওয়াও ভাইয়া অনেক সুন্দর করে প্রতিটি ছবি ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার দক্ষতা আছে বলতে হবে। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য্য নিয়ে ছবিগুলো তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আজকে আপনি আমাদের মাঝে অসাধারন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা মাকড়সার জালের ফটোগ্রাফির এবং নারিকেল গাছের সারির ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা দক্ষতার সাথে আপনি আপনার ফটোগ্রাফি করে থাকেন। আমার কাছে ব্যক্তিগতভাবে ২ এবং ৪ নং ফটোগ্রাফি টি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

এত সুন্দর ফটোগ্রাফি করতে হলে অবশ্যই ফটোগ্রাফির ওপরে দক্ষতা থাকতে হয় আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষ ফটোগ্রাফার ফটোগ্রাফার গুলা একদম মন ছুঁয়ে গেছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর ছিল ঠিক ততটাই দক্ষতার পরিচয় দিয়েছেন। সত্যিই ভাই বিশেষ করে দুই নম্বর মাকড়সার জালের ফটোগ্রাফি টি এত সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন যে বলে বুঝানোর মতো না। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আমাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে যাদের থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাই। আপনিও বেশ ভালো ফটোগ্রাফি করেন। আপনার শীতের সূর্যদয় এবং মাকড়সার ঝাল ছবিটি সবচেয়ে ভালো ছিল। এবং খুব ভালো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করার জন্য।।

অনেক ধন্যবাদ ভাই।আশা কর পরবর্তী ফটোগ্রাফিগুলো আর ভালো লাগবে।

সব ছবিগুলোই সুন্দর। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে মাকড়সা বাসা যে বানিয়েছে ওইটা।খুব সুন্দর। পানির প্রবাহ টা অনেক সুন্দর ছিলো।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্য প্রকাশের জন্য।

আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। বিশেষ করে আমার কাছে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে ভালো লাগে এজন্য ভাল লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাই এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি ।আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো।এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া।

অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আপনার ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে সূর্য উদয় ও মাকড়সার জালের উপর শিশির বিন্দু জমে আছে যা দেখে খুব ভালো লাগলো ।এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।