আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফুলের ফটোগ্রাফি পর্ব-০৫||10% for shy-fox||

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। আজকে আবারো হাজির হলাম আপনাদের মাঝে কিছু ফুলের ছবি নিয়ে।ফুলের ফটোগ্রাফি করা একধরনের শখ আমার।ফুল দেখলে ক্যামেরাবন্দি না করে থাকতেই পারিনা।আশা করি আজকের ফুলের ফটোগ্রাফি গুলোও আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি📸 -০১

20220227_122155.jpg

20220227_122116.jpg

চিত্রঃ গাজানিয়া রিজেন্স ফুল

Divice:samsung M31s

what's 3 word Location


চিত্রের ফুলটির নাম হচ্ছে গাজানিয়া।এই ফুল দেখতে অনেক জাকজমকপূর্ণ হয়ে থাকে।এই ফুল সূর্যের সাথে খোলে এবং রাত হলে এর পাপড়ি গুলো বন্ধ হয়ে যায়।এটি দক্ষিণ আফ্রিকান ফুল।এটি লাল,হলুদ,গোলাপি ও কমলা রঙের হয়ে থাকে।

ফটোগ্রাফি📸 -০২

20220227_123843.jpg

20220227_123833.jpg

চিত্রঃউচুন্টি ফুল

Divice:samsung M31s

what's 3 word Location


উচুন্টি ফুল প্রধাণত ক্রান্তীয় আমেরিকান ফুল।উচুন্টি ফুল গাছা সাধারণত আগাছা উদ্ভিদ হিসেবেই পরিচিত।এই ফুলকে ফুলকুড়ি ও দোচুন্টি নামেও ডাকা হয়।

ফটোগ্রাফি📸 -০৩

20220226_171610.jpg

20220226_172630.jpg

20220226_171757.jpg

চিত্রঃব্রকলি ফুল

Divice:samsung M31s

what's 3 word Location


আমরা সবাই জানি ব্রকলি একধরনের সবজি।এই সবজি খেতে অনেক সুস্বাদু হয়।তবে ব্রকলি পরিপক্ক হওয়ার আগে এর ফুল অনেক সুন্দর দেখা যায়।ফুল হলুদ বর্ণের হয়ে থাকে প্রায় সরিষা ফুলে মত দেখতে হয়।

ফটোগ্রাফি📸 -০৪

20220226_171922.jpg

20220226_171907.jpg

চিত্রঃ রঙ্গন ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

রঙ্গন ফুল আমরা কম বেশি সকলেই চিনি।শোভাবর্ধনকারী ফুল হিসেবে অনেক জনপ্রিয়। এই ফুল গাঢ় লাল বর্ণের হয়ে থাকে।পাতার বিন্যাস অনেক পুরো হয়ে থাকে।এই ফুলে তারার মতো চারটি পাপড়ির বিন্যাস থাকে।

ফটোগ্রাফি📸 -০৫

8293773-93938.jpg

চিত্রঃ নয়নতারা ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

এই ফুলের উৎপত্তিস্থল মাদাগাস্কার।এটি পাঁচ পাপড়ি যুক্ত ফুল।গোলাপি ও সাদা রঙের ফুল হয়ে থাকে।

ফটোগ্রাফি📸 -০৬

20220226_063708.jpg

20220226_063649.jpg

20220224_061343.jpg

চিত্রঃ কাঞ্চন ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

চিত্রের ফুলটির নাম হচ্ছে কাঞ্চন ফুল।বসন্তের শুরুতে কাঞ্চন ফুল ফোটে।পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল।ফুলের রঙ অনেক গাঢ় হয় এবং পাপড়ি কারুকার্য বিশিষ্ট।

প্রয়োজনীয় বিবরণ
ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি,টাংগাইল

আশা করি আমার ফুলের ফটোগ্রাফি সকলের ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।

সবাইকে অনেক ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে। মোবাইল দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করেছেন সত্যিই অসাধারণ। সবচেয়ে বেশি ভাল লেগেছে আপনার উপস্থাপনাটি, এগিয়ে যান এভাবে শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এভাবে উৎসাহ পেলে কাজ করতে ভালো লাগে এবং ভালো কাজ করতে পারি।আশা করি সবসময় আপনাদের ভালো কাজ দিতে পারবো।

মোবাইল ফোনে ধারণকৃত ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া। এভাবেই কাজের মাধ্যমে আপনাদের খুশি করতে চাই।

আপনি মুঠোফোনে গাজানিয়া রিজেন্স ফুল তুলে ধরেছেন। তারপর উচুন্টি ফুল তারপর ব্রকলি বেশ ভালো লাগলো র।ঙ্গন ফুল তো আমরা সকলেই চিনি। নয়নতারা খুবই প্রিয়।

অনেক ধন্যবাদ ভাইয়া।

ওয়াও ভাই আপনার ফুল গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর করে আপনি তুলেছেন সত্যি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসমায়।

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য প্রকাশ করার জন্য।

দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। মুগ্ধ হয়ে গিয়েছি আপনার ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে সাদা নয়নতারা ফুলটি আমার কাছে দারুন লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

খুব খুশি হলাম যে আমার কাজের মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পেরেছি । আপনাকে অনেক ধন্যবাদ আপু ও শুভকামনা রইলো আপনার জন্য।

ভাই খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে মনটা ভরে গেল। আসলে ফুল দেখলে খুবই ভালো লাগে, কারণ ফুল আমার খুবই প্রিয়। আপনার আজকের প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফুল আমারও অনেক প্রিয় ভাই।অনেক ধন্যবাদ আপনার মতামত প্রকাশের জন্য।

সত্যি ভাইয়া আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। মুঠোফোনেও খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করা যায় আপনার ছবিগুলো দেখে বোঝা যায়। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটো উঠেছে গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

অনেক ধন্যবাদ আপু সুন্দরভাবে সময় নিয়ে পোস্ট দেখার জন্য।খুব ভালো লাগলো আপনি আপনার মতামত প্রকাশ করেছেন।আশা করি পরবর্তী কাজগুলো ভালো লাগবে।

সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। মোবাইল দিয়েই এত সুন্দর ফটোগ্রাফি সত্যি দারুন ব্যাপার। সেই সাথে আপনার ইডিটিং কম্বাইন দারুন ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য এগিয়ে যান এভাবে।

অনেক ধনুবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যর জন্য।আশা করি পরবর্তী ফটোগ্রাফি কাজগুলো ভালো লাগবে।ভাইয়া কোনো ইডিটিং করা হয়নি।সসম্পূর্ণ প্রাকৃতিক ফুলের ছবি।

অসাধারন কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম। আপনি চাইলে আমার বাংলা ব্লগ এর ১৩ নং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন যদি না করে থাকেন। কারণ অনেক ভালো ছবি তুলেন আপনি। শুভেচ্ছা রইলো অনেক আপনার জন্য ভাই। এভাবেই এগিয়ে যান।

অনেক ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য।জ্বি ভাইয়া আমি অংগশগ্রহণ করেছি আমার বাংলা ব্লগ ১৩ তে।

আপনার মুঠোফোন দিয়ে তোলা ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে । প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দরভাবে তোলার সাথে সাথে আপনি বর্ণনাগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

জেনে খুব ভালো লাগলো আমার কাজ ভালো লেগেছে।
সময় নিয়ে পোস্টটি দেখে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনি আপনার মুঠোফোন দিয়ে আমাদের মাঝে দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন । বিশেষ করে 4 নাম্বার ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে মনে হয়েছে তাছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আশা করি এভাবেই আমার কাজের মাধ্যমে আপনাদের খুশি করতে পারবো।

আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো ভাইয়া। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। ফুলগুলো নতুন দেখলাম।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗

জেনে ভালো লাগলো আমার ফটোগ্রাফির মাধ্যমে নতুন ফুলে দেখলেন😇।অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

জাস্ট অসাধারণ
সত্যিই প্রত্যেকটি ফটো আপনি এত সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন যে বলে বোঝাতে পারবো না। সত্যিই আমার কাছে একান্ত আপনার প্রত্যেকটি ফটোর অনেক বেশি ভালো লেগেছে, অনেক জোস। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। এভাবেই এগিয়ে যান সামনের দিনগুলো আপনার ভালো যাক,

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার বিশেষ মন্তব্য করার জন্য।আপনাদের উৎসাহ পেলে এভাবেই ভালো কাজ করতে পারবো।আশা করি এগিয়ে যেতে পারবো।