শীতকালীন প্রাকৃতিক দৃশ্য||আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -১১||10% for shy-fox||@jaforshanto

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম


কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। আজকে আমি"আমার বাংলা ব্লগ"আয়োজিত শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি কন্টেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।শীতকালীন বিভিন্ন ফটোগ্রাফি আমি তুলে ধরবো।শীতকালীন ঋতু আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই সময় পরিবেশের অন্যরকম সোন্দর্যতা থাকে।এ সময় নানা রঙের ফুল ফোটে।শীত মানেই গ্রামের বাড়িতে পিঠার আমেজ, সকাল সকাল খেজুরের রস খাওয়া।প্রকৃতি তার অন্যতাম রূপে থাকে।শীতের সোন্দর্য উপভোগ করতে চাইলে গ্রামে আসতে হবে।এখন আমি আমার তোলা ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি ভালো লাগবে আপনাদের।

ফটোগ্রাফি 📸-০১

20220202_094935.jpg

20220202_094931.jpg

চিত্রঃসরিষা ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

কনটেস্ট এর জন্য কবে ফটোগ্রাফি করবো বুঝে উঠতে পারছিলাম না। তাই গতকাল সকাল সকাল বের হয়ে পরি কুয়াশার মধ্যে। আমাদের বাসা থেকে পাশের এরিয়া তে হেঁটে হেঁটে চলে যাই প্রায় ২০ মিনিটের মতো সময় লাগে। রাস্তার পাশেয় দেখি সরিষা ফুলের ক্ষেত। তো যেই দেখা সেই কাজ সাথে সাথে সরিষা ফুলের ছবি তুলে ফেলি। ফুলের উপর শিশির জমে থাকায় দেখতে অনেক সুন্দর লাগছিলো। এই সরিষার জাতের নাম হচ্ছে 'বিনাসরিষা'।আমরা সবাই জানি সরিষা কি কি কাজে ব্যবহার করা হয়।

ফটোগ্রাফি 📸-০২

20220202_092127.jpg

শীতের সময় অনেক নতুন নতুন সবজি পাওয়া যায়।এর মধ্যে আলু অন্যতম। নতুন আলু মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়।আর কিছুদিন সময় পার হলেই আলুগুলো পরিপক্কতা পাবে, কৃষকরা তুলে ফেলবে এবং বাজারে নিয়ে বিক্রি করবেন।

চিত্রঃআলু ক্ষেত

Divice:samsung M31s

what's 3 word Location

ফটোগ্রাফি 📸-০৩

20220202_102203.jpg

20220202_102226.jpg

চিত্রঃবাঁধা কপি

Divice:samsung M31s

what's 3 word Location

শীতকালীন আরো একটি জনপ্রিয় সবজি হচ্ছে বাঁধা কপি।বাঁধা কপি বেশ বড় হতে পারে। বাঁধা কপি খেতে অনেক মজা। বাঁধা কপি ভেজে রুটি দিয়ে খেতে দারুন মজা।বাঁধা কপি দুই কালারের হয় বেগুনি ও সবুজ।

ফটোগ্রাফি 📸-০৪

20220202_100421.jpg

20220202_100417.jpg

চিত্রঃকুকুর ছানা

Divice:samsung M31s

what's 3 word Location

শীতের সকালে রোদের আলোতে বসে শরীর গরম করতে কার না ভালো লাগে।কুকুর ছানাটিও শীতের সকালে গা গরম করে নিচ্ছে সূর্যের আলোতে।

ফটোগ্রাফি 📸-০৫

20220202_095728.jpg

চিত্রঃজোড়া পাখি

Divice:samsung M31s

what's 3 word Location

পাখি সকলের প্রিয়।পাখি ভালোবাসেনা এমন মানুষ পাওয়া যাবেনা।সকাল বেলা পাখির কিচিরমিচির শুনতে সবাই পছন্দ করে।রাস্তা দিয়ে হেঁটে যাওয়ায় সময় খেয়াল করি দুইটি পাখি জোড়া হয়ে বসে আছে তার পিছনে সূর্য মামা আকাশ থেকে উঁকি দিচ্ছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো তাই ছবি না তুলে থাকতে পারিনি।

প্রয়োজনীয় বিবরণ
বিভাগতথ্য
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি M31S
লোকেশনধনবাড়ি,টাংগাইল,বাংলাদেশ
ফটোগ্রাফার@jaforshanto

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে ধন্যবাদ জানাই দাদা কে যিনি এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার ফলে আমরা নতুন নতুন শীতের ফটোগ্রাফি দেখতে পারতেছি। আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য

দাদার জন্যই এতো সুন্দর একটা কাজ করতে পারলাম।ধন্যবাদ আপনাকে ভাই আপনার মন্তব্য করার জন্য

  ·  3 years ago (edited)

আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ লাগলো আমার কাছে। বিশেষ করে বাঁধাকপির আর কুকুরের ফটোগ্রাফি দুটো অনেক ভালো লাগলো দেখে। অনেক সুন্দর ফটোগ্রাফি করে প্রতিযোগিতা তে অংশগ্রহণ করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

ধন্যবাদ আপু।আপনাদের সাথে ভালো কাজ শেয়ার করে নেওয়ার মধ্যেই অন্যরকম ভালো লাগা।আশা করি আরো এমন কাজ করতে পারবো।

বাহ! ভাই আপনি দেখছি খুব অসাধারণ অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন, প্রত্যেকটা ফটোগ্রাফি এক কথায় অসাধারন ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পাতাকপির ফটোগ্রাফি টা, এত সুন্দর দেখা যাচ্ছে যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি অনেক খুশি কারণ আমার কাজ আপনার ভালো লেগেছে আশা করি আরো ভালো কাজ উপহার দিতে পারবো।ধন্যবাদ আপনাকে ভাই।

আপনার ছবির বিষয়বস্তু এবং কোয়ালিটি অনেক ভাল ছিল। কিন্তু সর্বনিম্ন পাঁচটি ছবি দেয়া যাবে বলে আপনি মাত্র পাঁচটি ছবিই দিয়েছেন। আরো কিছু ছবি দিলে আমার মনে হয় ভাল হত। শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য।ভাইয়া আসলে ছবি অনেকগুলোই তুলেছিলাম।কিন্তু একটি কারণবশত দিতে পারিনি।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার পোস্টের ছবিগুলো খুবই ভালো লাগলো। আসলে প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখতে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাই।আরো সুন্দর ও ভালো মানের কাজ আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই।ভালোবাসা রইলো আপনার জন্য।