মানুষ বড় বহুরূপী । অনেক ধরনের শখ তার ভিতরে কাজ করে। এর মধ্যে রয়েছে একটি অনেক বড় মনের শখ ,সেটা হচ্ছে বাগান করা, অনেকের হতে পারে ফুলের বাগান শখ। সবজির বাগান ,নানা রঙের বাগান কিন্তু আমার এই ছোট্ট বোনটির একটি শখ হল, সেটা হচ্ছে বিভিন্ন রকম ফলের বাগান, সবজি বাগান । এরই মধ্যে রয়েছে মরিচের বাগান। যা দেখতে খুব সুন্দর। আমি আজ একটি বাগান পরিদর্শন ।এ বাগানটি হচ্ছে মরিচের বাগান । অনেক রঙের ,নানা রঙ্গের মরিচের গাছের সাথে সাথে কিছু কলা গাছ রয়েছে। যেগুলো সবজি হিসেবে খাওয়া যায়, আনাজি কলা দেখলাম মনটা ভরে গেল। সবুজ আর সবুজ মরিচগুলো দেখতে কত সুন্দর ,একটা মরিচ একটু খেয়ে দেখেছিলাম। অনেক অনেক ঝাল লেগেছে । যাইহোক একটি দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল তা বুঝে উঠতে পারলাম না। আমার এই ছোট্ট বোনটির নিজ হাতে গড়া খুবই সুন্দর একটি মরিচ ভাজা সাথে কলা গাছের বাগান।
নানারকম মরিচ গাছ বাগানটি ভিতরে দেখতে পেলাম । এর মধ্যে একটা মরিচ গাছ দেখলাম কাল রঙের ,শুনলাম ইংলিশ টারজান নাকি খুব বেশি জাল হয় । আমি মরিচটা হাতে নিয়ে দেখলাম ,গাছটা ধরে দেখলাম । গাছটি ধরাতে একটা অদ্ভুত ভালো লাগলো। সবুজ গাছের মধ্যে কালো কালো মরিচ নামটা আমি ভুলে গিয়েছি ,কি যেন নাম একটা বললো ছোট বোনটি, খুবই ভালো লাগলো মরিচ গাছ টা দেখে । আরো অনেকগুলো মরিচ গাছে সাদা রঙ্গের হয়েছে। সাধারণত মরিচের নিচের দিকে ঝুলে থাকে কিন্তু এই মরিচগুলো উপরের দিকে উঠেছে। অস্বাভাবিক সুন্দর একটি গাছ দেখলাম অনেক সুন্দর । পাতাগুলো লকলক করছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে মরিচ । সবগুলোর পেছন দিকটা উপর দিকে দাঁড়িয়ে রয়েছে।
একটা বিষয় লক্ষ্য করলাম। মরিচ গাছের ছোট্ট বাগানটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন । শুনলাম সকালে এবং বিকেলে সে দুইবেলা এগুলোতে পানি দেয় । পরিষ্কার-পরিচ্ছন্ন করে এবং বিভিন্ন সময়ে গাছের গোড়াতে জৈব সার মিশ্রণ করে। আমি দেখলাম প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে বাগানটাতে । দেখলাম বাগানটা তত বড় না কিন্তু এটার ভিতর পরিষ্কার পরিছন্নতা আমাকে মুগ্ধ করেছে । একটু হেঁটে বেড়ালাম হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম 20 থেকে 30 টি চারা কাছে কলা করেছে। চারা গাছ কিন্তু প্রচুর গলা ধরে আছে আরও অবাক হয়ে গেলাম এতো কলা দেখে। মনটা ভরে গেল সত্যি বাগানের ভিতরে ঢুকে মনে হয়েছিল আজ মনে হয় অন্য এক জগতে ফিরে এসেছি
।
অবশেষে সে আমাকে আশ্বস্ত করল, সে বিভিন্ন গাছের চারা লাগিয়ে ছোট্ট ছোট্ট নার্সারি আইটেমের বাগান তৈরি করবে। আসুন আমরা সবাই গাছ লাগাই আমাদের পরিবেশ কে বাঁচায় মনে রাখবেন গাছ আমাদের পরম বন্ধু বিপদে কেউ না থাকুক গাছ কিন্তু আপনার কাছে সর্বক্ষণ থাকবে একটি গাছ কাটলে তার সাথে দুটি গাছ লাগিয়ে দিন গাছ লাগান পরিবেশ বাঁচান।
অন্যরকম লাগছিল দক্ষিণ দিক থেকে বাতাস আসছিল । কিছু পাখির কিচিরমিচির করছিল । ছোট্ট বাগানটিকে এমন ভাবে সাজিয়েছে দেখলে সবাই মুগ্ধ হবে। ও আমার ছোট বোনটির সাথে আপনাদের পরিচয় করানো হলো না তার নাম হচ্ছে লিমা আক্তার সেবার এসএসসি পাস করেছে।
আপনার পোস্টটি ভাল হয়েছে। তবে আপনি প্রথমে নিজের ছবি দিয়ে একটি পরিচয়মুলক পোস্ট করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান পোষ্ট এর জন্য। আমি আমার পরিচিতিমূলক একটা পোষ্ট দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit