কদম, কদম্ব বা বুল কদম (বৈজ্ঞানিক নাম: Anthocephalus indicus) ইংরেজি নাম burflower tree, laran, Leichhardt pine,[২],kadam[২]।Rubiaceae পরিবারের Neolamarckia গণের বৃক্ষ। যা নীপ নামেও পরিচিত। এ ছাড়া বৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্পও কদমের নাম।[৩] বর্ষার দূত বলা হয় কদম ফুল কে।
এ ভুবনে কার এত বড় সাধ্যি আছে যে, কদম ফুলকে এড়িয়ে দূরে ঠেলে দিতে পারে! যে ব্যক্তি দূরে ঠেলে দেয়, সে তো শুধু পাপী নয়, সে মহাপাপী। প্রকৃতিতে এই কদম ফুল এক অপূর্ব সৃষ্টি, যখনই দেখি চোখ জুড়িয়ে যায়!
কদম ফুলের মধ্যে যেন এক জাদুকরী শক্তি বিরাজ করে যার দ্বারা সে নিজের শত্রুদেরকেও কাছে টেনে নিয়ে আসে।
আপনার পোস্টের কদম ফুলের বর্ণনা অত্যন্ত মনোমুগ্ধকর। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে আপনার লেখনীতে। কদম ফুলের প্রতি আপনার এই আবেগঘন অনুভূতি পাঠকদের মনেও এক অনন্য স্পন্দন সৃষ্টি করে। চমৎকার ছবি ও লেখার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit