কাতলা মাছের রেসিপি(১০% প্রিয় লাজুক খ্যাকের কার জন্য)।

in hive-129948 •  3 years ago 
  • হ্যালো.....
    আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি@jahidulislam01 আজকে বুধবার মার্চ,৩-২৩-২০২২

IMG_20220323_190749.jpg

  • আসসালামু আলাইকুম আমার ইস্টিম কমিউনিটির বন্ধু গান আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কাতলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাতলা মাছ দেখতে শুনতে অনেক বড় হয় এবং খেতে অনেক সুস্বাদু। আমরা জানি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক কাতলা মাছের রেসিপি ধাপে ধাপে।

IMG_20220323_190443.jpg

  • প্রথমে আমি মাছগুলো আইস ছাড়িয়ে নিলাম এবার মাথা গুলো ছোট ছোট করে টুকরো করে নিলাম নেওয়ার পরে একটি নির্দিষ্ট গামলায় রাখলাম। রাখার পরে যেটা করা হলো?

রেসিপি তৈরির উপাদা

ক্রমিক নম্বরউপাদান
কাতলা মাছ
ঝালের গুড়া
হলুদের গুঁড়া
পিয়াজ বাটা
রসুন বাটা
লবণ
এলাচ
দারচিনি
পানি

🔽 ১ 🔽

IMG_20220323_190505.jpg

  • প্রথমে আমি কাতলা মাছ গুলো ছোট ছোট করে কেটে আমি একটা নির্দিষ্ট গামলায় রাখলাম রাখার পরে মাছ গুলোর গায় ঝালের গুড়া হলুদের গুড়া লবণ ইত্যাদি ভালো করে মিক্সট করে নেওয়া হল। কাতলা মাছ খেতে অনেক লোভনীয় কাতলা মাছ আকারে অনেক বড় হয়ে থাকে ১০ থেকে ২০ কেজি হয়ে থাকে।
    আরে কাতলা মাছ সাধারনত বড় পুকুরের হয়ে থাকে । কাতলা মাছের প্রচুর পরিমাণ আমিষ থাকে। বাঙালির একটি প্রিয় মাছ কাতলা। আমরা জানি বাঙালি মাছে ভাতে বাঙালি নামে পরিচিত।

🔽 ২ 🔽

IMG_20220323_190550.jpg

  • এবার ঝালের গুড়া হলুদের গুঁড়া লবণ মাখানো মাছ গুলি গরম করা এর উপরে দেওয়া হচ্ছে। কাতলা মাছ গুলি অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে কারণ কাতলা মাছ অনেক মোটা হয়ে থাকে তাই ভাজতে অনেক সময় লাগে। কড়াই ওপরে দেওয়ার পরে সুন্দর একটি বাসনা বের হয় কিছুক্ষণ পরে। বাঙালি মাছ অনেক পছন্দ করে তাই কবি বলে গিয়েছেন বাঙালি মাছে ভাতে বাঙালি নামে পরিচিত। কাতলা মাছের মুড়িঘন্ট খেয়েছি অনেক লোভনীয় হয়ে থাকে আমি কিছুদিন আগে মাছের মুড়িঘন্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছে। আজকে আমি কাতলা মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।

🔽 ৩ 🔽

IMG_20220323_190627.jpg

  • এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে মাছ গুলির একটি সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি খুন্তি দিয়ে অন্য পিঠ কড়াই এর ওপরে বসিয়ে দিলাম এবার পরবর্তী পিঠ ভাজা আরম্ভ হচ্ছে। কাতলা মাছ ভাজার সুবাস অনেক লোভনীয় হয়ে থাকে খেতে অনেক মজার। কাতলা মাছের মুড়িঘন্ট ও আমরা অনেকেই খেয়ে থাকি বাসায় তৈরি করে। আমরা জানি কাতলা মাছের প্রচুর পরিমাণে আমিষ থাকে।

🔽 ৪ 🔽

IMG_20220323_190705.jpg

  • এবার আমি ভাজা মাছ গুলোর উপরে ঝালের গুড়া হলুদের গুঁড়া লবণ এলাচ দারচিনি পিয়াজ রসুন ইত্যাদি সব একত্রে বেটে পানির সাথে মিশিয়ে নেয়া হয়েছে। মাছ কেটে বাঙালি অনেক পছন্দ করে মাংসের থেকে বেশি। কাতলা মাছের প্রচুর পরিমাণে আমিষ থাকে।

🔽 ৫ 🔽

IMG_20220323_190749.jpg

  • এবার আমরা রেসিপির একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। কাতলা মাছের রেসিপি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছে। কাতলা মাছ খেতে অনেক সুস্বাদু কাতলা মাছ প্রায় শেষের দিকে হয়ে এসেছে কাতলা মাছের রেসিপি।

🔽 ৬🔽

IMG_20220323_190906.jpg

  • কাতলা মাছের সাথে আমার রেসিপির একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছে আশা করি কাতলা মাছের রেসিপি আপনাদেরও কাছে অনেক পছন্দ হবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া, কাতলা মাছ খুবই সুস্বাদু একটি মাছ আমি কাতলা মাছ খেতে খুবই পছন্দ করি।কাতলা মাছ ভাজা ভুনা অথবা ঝোল তরকারি রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক সুস্বাদু।ভাইয়া, আপনার রান্না করা কাতলা মাছের রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। কালারটা অনেক লোভনীয় লাগছে। ভাইয়া,কাতলা মাছ রান্না করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

আপনার কাতলা মাছের রেসিপি দেখে ভাই খেতে মন চাচ্ছে। আপনি খুব সুন্দর করে কাতলা মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ভাইয়া কাতলা মাছের ভুনা রেসিপি দেখে খুবই সুস্বাদু ও লোভনীয় মনে হচ্ছে। কাতলা মাছ খেতে আমার কাছেও ভীষন ভালো লাগে। আর এই ভালোলাগার মাছ দিয়ে আপনি খুবই সুস্বাদু করে কাতলা মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন।এই কাতলা মাছের ভুনা রেসিপি কিভাবে রান্না করা হয় তার প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি খুব চমৎকারভাবে কাতলা মাছের রেসিপি
তৈরি করে দেখিয়েছেন আপনার প্রতিটি ধাপ ছিল বেশ চমৎকার । দেখে মনে হচ্ছে এটা খেতে বেশ চমৎকার মজাদার হবে। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা এত চমৎকার একটি রেসিপি শেয়ার করা।

রেসিপি দেখে জিভে পানি চলে আসলো ভাইয়া। এত সুন্দর ভাবে কাতলা মাছ রান্না করেছেন যেন তা বলার বাইরে। এত সুন্দর কালার হয়েছে যেন এখনি খেয়ে নেই। সমস্ত পদ্ধতি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

কাতলা মাছের নাম শুনেই আমার জিভে জল চলে এলো ভাইয়া। আর আপনার রেসিপিটি দেখার পর যেন লোভ সামলিয়ে রাখতেই পারছিনা। আপনার রেসিপি টা দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হয়েছে। রেসিপি ধাপগুলো আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

খুব সুন্দর করে কাতলা মাছের একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। তবে আশা করি সামনে আরও ভাল ভাল পরিবেশনের মাধ্যমে, রেসিপি গুলো শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে।

কাতলা মাছের রেসিপি অনেক সুন্দর করে রান্না করেছেন ভাইয়া, রেসিপির কালারটি আমার কাছে অনেক লোভনীয় মনে হয়েছে, অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

খুবই সুন্দর এক কাতলা মাছের রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে এই রেসিপি বানিয়েছেন তাই বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিলো। শুভকামনা রইলো আপনার জন্য।