আজকের তারিখঃ , সোমবার জানুয়ারী ৬
এই লাল রঙের এড়ে গরুটি আমার অনেক পছন্দ হয়েছিল। এই গরুটি র দাম তুলনামূলক কম ছিল গরুটির বিক্রেতা দাম চেয়েছিল এক লক্ষ দশ হাজার কিন্তু গরুটির একটু সমস্যা ছিল খরা রোগ ছিল গরুটির। তাই গরুটি নিয়েছিলাম না গরুটির পায়ের খুরের নিচে ঘা হয়েছিল এই ঘা কে খুরা রোগ বলা হয়। এ রোগ হলে অনেক সময় গরু মারাও যেতে পারে তাই এই গরুটি নিয়েছিলাম না। কিন্তু গরুটির উচা লম্বা অনেক বেশি ছিল। তুলনামূলক এই ধরনের গরু অনেক মোটা তাজা হয়ে থাকে একটু যত্ন করলে।
বামুন্দি বাজারে গরুর হাটে গেলে আমি মাঝেমধ্যে গরুর হাটের মধ্যে গিয়ে একটু ঘুরে আসি গরুর দাম কেমন যাচাই করার জন্য। আমাদের দুইটি এঁড়ে গরু রয়েছে। পশুপাখি পালা আমার অনেক বেশি ভালো লাগে। তাদের সাথে সময় কাটাতে ভালো লাগে আমার কারণ মানুষ মানুষকে ক্ষতি করে কিন্তু গরু কখনো মানুষকে ক্ষতি করতে চায় না। যদিও সে অবলা, সে তার মালিক কে চিনে যিনি গরুটিকে প্রতিদিন নিয়মিত খেতে দেন। কিন্তু আমরা এমনই হতভাগা মহান আল্লাহতালাকে আমরা চিনতে পারিনি এখনো নামাজ কালাম কোন কিছুই পরছি না আমরা।
এই ছিল আজ আমার বামুন্দি বাজারে গরুর হাটের গরু কেনার কিছু অনুভূতি। বর্তমানে গরুর দাম অনেক কম তুলনামূলক। গমের ভুসি ৩৫ কেজি বস্তা ১৭০০ টাকা। এক পোন বিচালির দাম ৬০০ টাকা তাহলে গরুর দাম কম হলে গরু পালা খামারিরা অনেক ভোগান্তিতে পড়ে যাবে। তাই গরুর দাম আশা করি বৃদ্ধি পাবে এই ছিল আজ আমার বামুন্দি বাজারে গরু কেনার কিছু মুহূর্ত। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজ এ পর্যন্তই।
পোস্ট বিবরণী
শ্রেণী | অনুভূতি |
---|---|
ক্যামেরা | স্মার্ট ফোন |
পোস্ট তৈরি | #jahidulislam01 |
কান্ট্রি | বাংলাদেশ |
ক্যামেরা | 8m |
লোকেশন | https://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6 |
ডেট | ৬-০১-২০২৫ |
|
---|
আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
VOTE @bangla.witness as witness
আমি এই বাজারটিতে ছোটবেলায় অনেক যেতাম। এখন তেমন একটা গ্রামের বাড়িতে যাওয়া হয় না। যদিও গ্রামের বাড়িতে যাওয়া হয় কিন্তু বামুন্দি বাজারে বেশি একটা উপস্থিত হওয়ার সময় পাইনা। অনেকদিন পর বামুন্দি গরুর বাজারে চিত্র দেখলাম ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে অনেক ভালো লাগলো লাল রঙের একটি গরু আপনার অনেক পছন্দ হয়েছিল ।কিন্তু খরা রোগ হওয়ার কারণে গরুটি নেননি। এমন ধরনের গরু না নেওয়াই ভালো কেননা অনেক সময় গরু কেনার পরে বাড়িতে নিয়ে গেলে অনেক সময় গরুটি মারা যায়। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit