//যান্ত্রিক মেশিন দ্বারা ধান কাটার কিছু অনুভূতি//

in hive-129948 •  6 months ago 

IMG_20240512_111918_237.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ সোমবার মে ,(১৩-৫-২০২৪) আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটা কিছু অনুভূতি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কখনো কি ভেবেছি আধুনিক প্রযুক্তি আমাদের মাঝে এভাবেই চলে আসবে। আমার দেশের কৃষকেরা বৃষ্টি হলে কত না কষ্টে ধান কেটে থাকে। এখন আমাদের নানা উপায় বের হয়েছে এই যান্ত্রিক মেশিন দিয়ে আমরা খুব সহজেই ধান কেটে ঘরে আনতে পারছি বৃষ্টি হলেও। আজ থেকে অনেকদিন আগে এই যান্ত্রিক মেশিন ছিল না কৃষক অনেক পরিশ্রম করে ধান কাটতো বৃষ্টি হলে এখন বৃষ্টি হলে যান্ত্রিক মেশিন দিয়ে খুব সহজে ধান কাটা হচ্ছে। সম্পূর্ণ পোস্ট আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের।

IMG_20240512_111925_839.jpg

এই মেশিনের মাধ্যমে খুব দ্রুত ধান কাটা হচ্ছে আসলে জমিতে পানি কাদা থাকলেও এই মেশিন এর দ্বারা ধান কাটা ঝাড়া-মলা সবকিছুই একত্রে হয়ে যাচ্ছে এক কথায় অটো মেশিন বললেই চলে। এই যান্ত্রিক মেশিন আমাদের কৃষকের জন্য গর্ব। কারন কৃষকের আগে বৃষ্টি হলে ফসলি জমিতে কাদা হয়ে যেত ধান কাটতে অনেক কষ্ট হতো এখন খুব সহজেই যান্ত্রিক মেশিনের দ্বারা ধান কেটে থাকে। যান্ত্রিক মেশিনের দ্বারা আমাদের এই এক বিঘা জমিতে সময় লেগেছিল ৩০ মিনিট। কিন্তু মানুষের দ্বারা যদি ধানগুলো কাটা হতো তাহলে হয়তো বা অনেক সময় লাগবে ধান কাটা বাধা এবং মেশিন দ্বারা ছাড়া ইত্যাদি। আর এই যান্ত্রিক মেশিনের দ্বারা একত্রে সবকিছু হয়ে যাচ্ছে। এর আগে বৃষ্টি হলে কৃষকের মাথায় আলাদা একটি টেনশন চলে আসতো মাঠ ভরা সোনালী ফসল পেকে গেছে কিন্তু ফসলি জমিতে পানি কাঁদার কারণে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো শুধু ধান কাটার জন্য। এর আগে আমি নিজেই প্রমাণিত আমাদের ফসলি জমিতে কাদা পানি থাকার কারণে আমাদের ধান কেটে দেয় নি কোন কৃষক। নিজের ধান নিজেই কাটতে হয়েছে। আর আমার আব্বু অসুস্থ তাই আমি তার হাতের কাজ অনেকটাই এগিয়ে দি ফসলের সিজনে আমি মোটামুটি আব্বুর সাথে কাজ করে থাকি। কারণ আমার আব্বু ডায়াবেটিসের রোগী তিনি রোধ গরমে খুব একটা কাজ করতে পারে না তাই আমি অনেকটাই সাহায্য করে দেই।

IMG_20240512_111918_237.jpg

  • যান্ত্রিক মেশিনের সাথে আমি একটি সেলফি উঠেছি তখন দুপুর সাড়ে বারোটা বাজে রোদ ছিল মাথার উপরে। শুধু আব্বাকে ভালবাসি তাই আব্বার হাতের কাজের অনেকটাই হেল্প করে থাকি কারণ তিনি অসুস্থ।

IMG_20240512_111826_280.jpg

যান্ত্রিক মেশিন খুব দ্রুত ধানগুলো কেটে দিল আমাদের অনেক উপকার হয়ে গেল ৩০ মিনিটের মাথায় ধান গুলো কেটে গন্তব্যস্থলে গিয়ে ধানগুলো ঢেলে দিয়ে আসলো। যান্ত্রিক মেশিন আমাদের এলাকায় আজ থেকে ৫-৬ বছর আগে থেকে আমি আসতে দেখেছি। কিন্তু তার আগে আমি এই যান্ত্রিক মেশিন দেখিনি শুনেছি এখনো নাকি ধান লাগানো মেশিন উঠেছে কিন্তু আমাদের এলাকায় এখনো আসে নাই এই মেশিন টি আসলে হয়তো বা কৃষকের অনেক ভালো হয়ে যাবে আমাদের কৃষকরা অনেকটাই স্বস্তি পাবেন।

IMG_20240512_111757_839.jpg

আমার পেছনে আপনারা দেখতে পারছেন এই যান্ত্রিক মেশিন দ্বারা কাদা পানি ফসলের ক্ষেতে ধান কাটা হয়েছে। এই ছিল আজ আমার এই ছিল আজ আমার আমাদের ফসল যান্ত্রিক মেশিন দিয়ে কাটার কিছু দৃশ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ ভালো লাগে এগুলো এক সময় কৃষক তার পাকা ধান নিয়ে খুবই চিন্তায় থাক্তো কিভাবে ঘরে তুলবে।বিজ্ঞান তার সমাধান খুজে পেলো এখন খুব অল্প সময়েই পাকা ধান ঘরে তোলা যায় এতে যেমন সময় কম লাগে তেমনি খরচ টাও কম।দারুন একটা ব্লগ শেয়ার করেছেন।

ঠিক বলেছেন এখন কৃষকের চিন্তা বিজ্ঞান দুর করে দিয়েছে। কৃষক অনেকটাই এগিয়ে এগিয়ে গেছে।

আপনার আব্বু অসুস্থ এই জন্য আপনি ফসলের সিজনে আপনার আব্বুর হাতে হাত লাগিয়ে কাজ করেন এটা শুনে খুব ভালো লাগলো। ঠিক বলেছেন ভাই আসলে ফসল জমিতে কাদা থাকলে অনেক সময় কৃষকেরা ধান কাটতে চায় না, যাইহোক আধুনিক যন্ত্র ব্যবহার করে খুব সহজেই ধান গুলো কেটে ফেললেন। আশা করি অনেক সুন্দর ভাবে এবার আপনাদের ফসলগুলো ঘরে তুলতে পারবেন।

জি ভাই দোয়া করবেন আপনার আপনি একদম ঠিক বলেছেন আসলে জমিতে কাঁদা থাকলে কৃষকেরা ধান কাটতে যায় না।

যত দিন যাচ্ছে ততই কৃষি কাজ সহজ হতে অতি সহজতর হয়ে পড়ছে। এই মেশিনের মাধ্যমে বর্তমান সময়ের কৃষকেরা ধান কাটতে একটু সুবিধা ভোগ করছে। কেননা এই মেশিন খুব সহজেই এবং তাড়াতাড়ি নিজের ধান ক্ষেতের সকল ধান মাড়াই করে দেয়। আপনি দেখছি এই যান্ত্রিক মেশিনের মাধ্যমে আপনার জমির ধান কেটে নিয়েছেন। কোন ধরনের ঝামেলা ছাড়াই এই মেশিনের সাহায্যে ধান কাটা এবং মাড়াই দুটোই সম্ভব।

আপনি অনেক সাজিয়ে গুছিয়ে মূল্যবান বক্তব্য পেশ করেছেন অনেক ভালো লাগলো আপনার মূল্যবান বক্তব্য পড়ে।

আপনার পোস্টটি পড়ে বেশ ভালোই লাগলো। ছোটবেলার কথা মনে পড়ে গেলো। পরীক্ষার ছুটিতে গ্রামে ঘুরতে গিয়ে ধান কাটার দৃশ্য দেখা,আরো নানান কাজ । পোস্টটি যেনো সকল পুরনো স্মৃতি মনে করিয়ে দিলো।
ধন্যবাদ আপনাকে।

আসলে এই কাজগুলো গ্রাম অঞ্চলে হয়ে থাকে শহরে নয়‌। তাই আপনি পরীক্ষার ছুটিতে আসলেই দেখতে পাবেন এই দৃশ্যগুলো গ্রামে।

বিজ্ঞান আমাদের জনজীবনকে আরও সহজ করে দিয়েছে এবং সময় বাঁচিয়ে দিয়েছে সেই সাথে খরচ টাও সাশ্রয় করে দিয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে খুব সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। (ধন্যবাদ)

ঠিক বলেছেন ভাইজান। বিজ্ঞান আমাদের অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে দিন দিন।

এক সময় কৃষি ক্ষেত্রে এতটা উন্নত ছিল না। কৃষি ক্ষেত্রে কৃষকেরা অনেক বেশি কষ্ট করেছেন। কৃষকেরা চাষের ক্ষেত্রে গরু ব্যবহার করতেন বেশি। বিশেষ করে ধান কাটার সময় কাঁচি দিয়ে ধান কেটে সেগুলো ঘরে এনে অনেক কষ্ট করে মাড়াই করতো। কিন্তু আজ এই সুন্দর যান্ত্রিক পদ্ধতি কৃষকের জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে। অনেক ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পড়ে।

আপনার কথাগুলো অনেক বেশি ভালো লাগলো ঠিক বলেছেন বর্তমানে এখন আর কৃষকের দিয়ে ধান কেটে কষ্ট করে না খুব কম।

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মেশিন দিয়ে ধান কাটার কিছু অনুভূতি। আসলে এখন যেকোনো ফসল লাগানো কিংবা কাটার জন্য বেশ কিছু মেশিন এসেছে সেগুলো খুবই সহজ উপায়ে কৃষকের কাজ সম্পন্ন করছে। আমাদেরও গত কয়েকদিন আগে এই মেশিন দ্বারা ধান কেটে ছিলাম সত্যি দেখতে বেশ ভালো লেগেছে। আসলে এই মেশিনে ধান কেটে ধান মাড়াই করার পরে ধানগুলো মেশিনের মধ্যে যখন রেখে দিয়েছিল একবারে আবার বস্তা লোড করে দিচ্ছে তখন সত্যি বেশ ভালো লাগছিল দেখতে।

মেশিন দিয়ে ধান কাটা আপনার কাছে ভালো লেগেছে শুনে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ।

যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটার দৃশ্য যদিও কখনো দেখার সুযোগ হয়নি। তবে আমার কাছে মনে হয় কৃষকরা অনেকটা ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে। অনেক সময় ফসলের মাঠ থেকে ধান কাটতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। আবার অনেক সময় লোক পাওয়া যায় না। ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট দেখে।

বর্তমান বিশ্ব অনেকটাই উন্নত তবে এটা দেখে খুবই ভালো লাগলো যে খুবই অল্প সময়ের মধ্যেই কৃষকের মাঠের ধান কাটা হয়ে যাচ্ছে। আগের দিনে দেখতাম কৃষকেরা বৃষ্টির সময় কত কষ্ট করে ধান কাটতো কিন্তু এখন যন্ত্রকৌশল এতটাই উন্নত হয়েছে যে অল্প সময়ের মধ্যেই কৃষকের ধান কাটা হয়ে যাচ্ছে। যান্ত্রিক মেশিন দ্বারা ধান কাটার অনুভূতিটা আপনি আমাদের মাঝে দারুন ধরে ফুটিয়ে তুলেছেন, পরে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।