আজকের তারিখঃ বুধবার , অক্টবর ১৬
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভাল আছি এবং সুস্থ আছি। বর্তমানে আমি সাংসারিক বোঝা কিছু মাথার উপরে কারণ আমার পিতামাতা অসুস্থ আপনারা অনেকেই জানেন। পিতা-মাতা আমাদের সবচাইতে কাছের মানুষ তাদের মাধ্যমে আমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছি। তাদেরকে সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত যতদিন তারা এই সুন্দর পৃথিবীতে বেঁচে আছেন। কিন্তু আমরা সন্তানেরা পিতা-মাতাকে অবহেলা এবং লাঞ্ছিত করে থাকি। আজকাল বৃদ্ধাশ্রম এর রুম পাওয়া যায় না শুধু আমাদের মতো হতভাগা সন্তানদের জন্য পিতা-মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। আসলে একটু ভাবার বিষয় আমরাও তো একদিন পিতা-মাতা হবো বৃদ্ধ হব। সেদিন আমাদের সন্তানেও আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে এগুলো যারা ভাবে তারা কখনো পিতা-মাতাকে বৃদ্ধাশ্রম রেখে আসে না।
পিতা মাতা আমাদের ছোট থেকে যেমন লালন পালন করে আদর স্নেহ দিয়ে বড় করে তোলে তদরূপ সন্তানেরও দায়িত্ব পিতা-মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে সেবা-যত্ন করা সেই দায়িত্বের মাঝে আমি একজন আমি এখন বর্তমানে রাজমিস্ত্রি কাজ করছি পরিস্থিতির শিকার কারণ আমার পিতা অসুস্থ তিনি কাজ করতে পারেন না দুইটা গরু এবং ছয়টা ছাগল ছাড়াও আরো গৃহপালিত পশুপাখি দেখাশোনা মাঠে চার বিঘা মত ধান রয়েছে সবকিছু দেখাশোনা আমারই করা লাগে সাথে অসুস্থ বাবা তিনিও আমাকে সাহায্য করে সাংসারিক বোঝা মাথায় নিয়ে চলা মানুষগুলো একটু ভিন্ন রকম হয়। সব সময় যেন তাদের মাথায় আলাদা একটা পেশার। আমরা তিন ভাই বোন তিনজন কিন্তু একরকম নয় যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয় তেমন পাঁচটি সন্তান হলে পাঁচ রকম হবে এটাই স্বাভাবিক।
পিতামাতাকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি যদিও রক্ত মাংসের তৈরি মানুষ তারপরও তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করি এর মধ্যেই ভুল ত্রুটি হয়ে যায় খারাপ আচরণ মাঝে মাঝে হয়ে যায় তারপরও তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে উচিত তাই প্রতিটি সন্তানের উচিত পিতা-মাতাকে বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করা এবং তাদের সাথে ভালো আচরণ করা। এক সময় তারা ছোট থেকে আমাদের বড় করে তুলেছেন লেখাপড়া শিখে সেই শিক্ষায় আমরা অনেকেই চাকুরী করে থাকি কিন্তু পিতা-মাতাকে ভুলে যায় এ শিক্ষা কুশিক্ষা বলে আমি মনে করি সুশিক্ষা হলে সব সময় পিতা-মাতার কথা চাকুরী ওয়ালা ছেলে মনে করবে যে পিতা-মাতার জন্যই আমি আজ এ পর্যন্ত।
পিতা মাতার কথা বলে বোঝানোর মত ভাষা আমার নেই পিতা-মাতা আমাদের জান্নাত তাদের মনে কষ্ট দিলে আমরা যত ভালো কাজ করি না কেন জান্নাত হারিয়ে ফেলবো মহান আল্লাহতালা কোরআনে বলেছেন পিতা-মাতার পায়ের তলেসন্তানেরর জান্নাত সেই জান্নাতকে আমরা সময় থাকতে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই ছিল আজ আমার পিতা মাতা ও সন্তানের বাস্তব কিছু কাহিনী আশা করি আর ভালো লাগবে আপনাদের ধন্যবাদ।
|
---|
আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
VOTE @bangla.witness as witness